২৩ এপ্রিল এজিএম করতে এনআরবিসি ব্যাংককে হাইকোর্টের নির্দেশ

courtনিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত সময়ে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের অবকাশকালীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে আগামী ২৩ এপ্রিল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

আদেশকালে আদালত বলেন, বর্তমান চেয়ারম্যান ফরাছত আলীই এই এজিএমে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এজিএমে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মাসুদ বিশ্বাসকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে আদনান ইমাম, এস এম তমাল পারভেজ ও রফিকুল ইসলাম আরজুকে ব্যাংকের পরিচালক হিসেবে এজিএমে অংশগ্রহণে বাধা না দিতে পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এজিএমে গোপন ব্যালটে ভোট গ্রহণ এবং কোনও বহিরাগকে সভায় প্রবেশ করতে না দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী। ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম মনিরুজ্জামান।

গত ১০ এপ্রিল ব্যাংকের বার্ষিক রিপোর্টে নাম না থাকায় ও এজিএমে অংশগ্রহণের জন্য কোনও চিঠি না পাওয়ায় আদনান ইমামসহ ব্যাংকের তিন পরিচালক হাইকোর্টে আবেদন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *