২ ঘণ্টায় ডিএসইতে ১১০ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

সপ্তাহের তৃর্তীয় দিন প্রথম দুই ঘণ্টায় ডিএসই ও সিএসইতে সূচকের সংমিশ্রনে লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *