৩০০ নয় ৫০০ কোটি হবে আরএসআরএম স্টিলের অনুমোদিত মূলধন

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রিরোলিং মিলস (আরএসআরএম স্টিল) লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব ও অনুমোদন দিয়েছেন। এর ফলে কোম্পানিটি মূলধন ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। মঙ্গলবার ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ১৪ জুন ডিএসইর এ সংকান্ত আগের সংবাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। কোম্পানির পরিচালনা বোর্ড ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নেয়। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ৯ জুলাই।

উক্ত ইজিএমে পরিচালনা বোর্ডে অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ৩০০ নয় ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই মূলধন ৩০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর জন্য কোম্পানিটিকে আর্টিকেল অব এসোসিয়েশনের এসোসিয়েশন এন্ড আর্কিকেল ৪নং মেমোরেন্ডামের ভি ক্লোজ সংশোধন করতে হয়েছে।

ইজিএমে বোর্ডের নির্বাহী পরিচালকরাও শেয়ারহোল্ডারদের এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *