৩৫৪ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ৭৫০০ কোটি টাকা

icbনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানার এ বিনিয়োগ সংস্থার মোট বিনিয়োগ প্রায় সাত হাজার কোটি টাকা। বিশাল আকারের এ পোর্টফোলিওতে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিরই শেয়ার রয়েছে। এতে মৌল ভিত্তির কোম্পানির পাশাপাশি দুর্বল আর্থিক ভিত্তির অনেক কোম্পানির শেয়ারও ঠাঁই পেয়েছে। আছে ওভার দ্য কাউন্টারভুক্ত (ওটিসি) ১৮ কোম্পানির শেয়ার।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুুযায়ী, আইসিবির পোর্টফোলিওতে থাকা শেয়ার ও ফান্ড সংখ্যা ৩৫৪টি। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন ৪৪ কোম্পানির শেয়ারও রয়েছে। পোর্টফোলিওতে থাকা সব শেয়ারের মধ্যে ১১৯টির বাজারমূল্য ক্রয়মূল্যের তুলনায় বেশি। অর্থাৎ এগুলোতে মুনাফা রয়েছে। এর মধ্যে আবার ১৮টি ওভার দ্য কাউন্টার বাজারভুক্ত। বাকি ২৩৫ কোম্পানির শেয়ারের বাজারমূল্য কেনা দামের তুলনায় কম। অর্থাৎ, পোর্টফোলিওতে থাকা দুই-তৃতীয়াংশ শেয়ারেই লোকসান রয়েছে।

দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড সংখ্যা বর্তমানে ৩৩০টি।

দেশের অন্যতম প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিনিয়োগ বিশ্লেষকরা মনে করেন, দেশের বেশিরভাগ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বিনিয়োগে পেশাদারি আচরণ দেখায় না। মিউচুয়াল ফান্ডগুলোও সব শেয়ারে বিনিয়োগ করে। সরকারি মালিকানার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও একই চিত্র। আইসিবি তার ব্যতিক্রম নয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *