৪ দিনে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন (ডিএসই) প্রায় ৮০০০ কোটি টাকা বেড়েছে। এসময় অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৫ হাজার ৭৩২ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৮৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৭,৯৫৩ কোটি টাকা ২.৪৪ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৯০৩ কোটি ৯০ লাখ টাকার। আগের সপ্তাহের ৫ দিনের লেনদেন হয়েছিল ২২৩৩ কোটি ৭৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬২.৫০ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ৭৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৪পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩৪.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *