৪ মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ৩৩ হাজার কোটি টাকা

bbnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংকিং খাত থেকে ৩৩ হাজার ৫৮৭ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। সরকারি ঋণের চাপে বেসরকারি ঋণে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত বিশ্লেষকদের।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে ৩৩ হাজার ৫৮৭ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলো থেকেই ঋণ নিয়েছে ২৬ হাজার ৮৩৪ কোটি টাকা। এ সুবাদে অক্টোবর পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের পুঞ্জীভূত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৮৩ কোটি টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি নেমে ১০ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। এ হার ২০১০ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। ওই সময়ে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ০৯ শতাংশ। ২০১৭ সালের মাঝামাঝি বেসরকারি খাতের ঋণ হু হু করে বাড়ছিল।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসরকারি খাতে সর্বোচ্চ ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ ঋণ প্রবৃদ্ধি হয় ২০১৭ সালের নভেম্বরে। ফলে ঋণপ্রবাহ নিয়ন্ত্রণে ২০১৮ সালের শুরুতেই ঋণ-আমানত অনুপাত (এডিআর) কিছুটা কমিয়ে আনে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *