৫টি ব্যাংকের হেড অফিস চায় চট্টগ্রাম চেম্বার

ctg-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশে কস্ট অব ডুয়িং বিজনেস ৫ বছরে কমবে আশা করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ৫টি ব্যাংকের হেড কোয়ার্টার চট্টগ্রামে হতে হবে। ঢাকা থেকে আইপি ইস্যু হতে ৫ দিন চলে যায়। ১৩ টনের ওজন স্কেল ব্যবসায়ীদের বড় দুঃখ।

বুধবার (৬ মার্চ) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

চেম্বার সভাপতি বলেন, এ মেলা চট্টগ্রামবাসীর আনন্দ মেলা। সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন তারা।

তিনি বলেন, বন্দরের কোনো ক্ষমতা নেই। বন্দর বোর্ডে স্টেক হোল্ডারদের প্রতিনিধি রাখতে হবে। কাস্টম হাউসের ভবনটি আধুনিকায়ন ও জনবল বাড়াতে হবে। বন্দরে স্ক্যানার সংকট চলছে। প্রতিটি গেটে স্ক্যানার বসালে ব্যবসায়ীদের সময় বাঁচবে। বিনিয়োগ বোর্ডের জনবল বাড়াতে হবে। জলাবদ্ধতার প্রকল্প যথাসময়ে শেষ হলে সুফল মিলবে।

স্টকমার্কেটবিড/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *