৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৮৬৫ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। সপ্তাহশেষে শেয়ারের দর কমায় কমেছে সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৪,৫৫৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৭,৪২৪ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৭৪ শতাংশ বা ২৮৬৫ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৬২৭ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৪৩৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৩.৫৬ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৫৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৬৮৭ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৬১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২১.৯৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের। আর ৪টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

এদিকে সর্বশেষ সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১২৮ কোটি টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির। আর দর কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *