৫ কোম্পানির লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ, বিডি ল্যাম্পস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর বিডি ল্যাম্পসের পর্ষদ ২০ শতাংশ নগদ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে ও কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে।

এদিকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ওয়ারেন্ট আকারে ও ১৫ শতাংশ বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। আর ফারইস্ট নিটিংয়ের ১০ শতাংশ বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *