৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮,৭৭৪ কোটি টাকা

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪৫৫৪ কোটি ৭৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪৫৭৩ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ০.৪১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯১০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ০.৪১ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৭৪ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার ও ইউনিট দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৫১ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৩৯৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮,৭৭৪ কোটি টাকা বা ২.২২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *