৫ দিনে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৩,৮৯৪ কোটি টাকা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৯,৮২১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৫,৯২৭ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩,৮৯৪ কোটি টাকা বা এক শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২,৮৪৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৮৮৩ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৬২ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৫৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৭৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৬২ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১২৪.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৬.১৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৩.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের। আর ৬টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *