ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২০.৭৬ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা বা ৩.২২ শতাংশ। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৪০৫ কোটি ৩৮ লাখ বা ২০.৭৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৮,৩৪২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৫.৫০১ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা বা ৩.২২ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৩৫৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৯৫২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪০৫ কোটি ৩৮ লাখ বা ২০.৭৬ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১০.৫১ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০১৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৭.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *