৫ দিনে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৫৪২ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৫ হাজার ৫৪২ কোটি টাকা বা ১.৪৪ শতাংশ। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৯২ কোটি ৭৮ লাখ বা ৩.৯৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৫.৫০১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৭৯.৯৫৯ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৫৪২ কোটি টাকা বা ১.৪৪ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২২৬৫ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৩৫৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯২ কোটি ৭৮ লাখ বা ৩.৯৩ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৮৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৯.৮৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৭৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ২১.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৬ কোটি ২০ লাখ ৯ হাজার ১০১ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৯৬৮ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৩৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে দাড়িয়েছে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮২টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *