৮ বছরের মধ্যে সবচেয়ে কম কোম্পানির আইপিও অনুমোদন

ipoস্টকমার্কেট প্রতিবেদক:

বিদায়ী বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোম্পানির অনুমোদন অর্ধেক কম হয়েছে। চাহিদার চেয়ে আইপিও’র অনুমোদন কম হওয়ায়, ভালো-খারাপ বিবেচনা না করেই এসব কোম্পানির আবেদনে হুমড়ি খেয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে বিদায়ী বছরের সর্বনিম্ন ২২ থেকে ৬৪ গুণ পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৭ সালে ৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডকে আইপিও’র মাধ্যমে বাজার থেকে মোট ২১৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে। অথচ এর আগের বছর ২০১৬ সালে ১১টি কোম্পানিকে মোট ৮৪৯ কোটি, টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছিলো। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কোম্পানির আইপিও’র অনুমোদন।

সূত্র জানায়, এর আগের বছর ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ১২টির ৮৩০ কোটি টাকা, ২০১৪ সালে ২০ কোম্পানিকে ১ হাজার ২৬৩ কোটি, ২০১৩ সালে ১২ কোম্পানিকে ৮৩০ কোটি, ২০১২ সালে ১৭ কোম্পানিকে ১ হাজার ২০৮ কোটি, ২০১১সালে ১৩ কোম্পানিকে ১ হাজার ৬৭৭ কোটি এবং ২০১০ সাল শেয়ারবাজারের মহাধসের বছরেও ১৮টি কোম্পানিকে ১ হাজার ১৮৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

এছাড়াও শেয়ারবাজারের মহাধসের আগের বছর ২০০৯ সালে ১৭ কোম্পানিকে ১ হাজার ২৭৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন। এসব রেকর্ডকে ছাড়িয়ে বিদায়ী বছরে গত আট বছরের মধ্যে সবচেয়ে কম কোম্পানির আইপিও’র অনুমোদনের রেকর্ড গড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *