ইফাদ এবং সিএন্ডএ এর প্রসপেক্টাস অনুমোদন

I-C copyস্টকমার্কেট ডেস্ক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া দুই কোম্পানির প্রোসপেক্টাস

অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি দুটি হলো: সি এন্ড এ টেক্সটাইল লিমিটেড এবং ইফাদ অটোস লিমিটেড। মঙ্গলবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসির ৫২৭ তম কমিশন সভায় ইফাদ অটোস লিমিটেডকে এবং ৫২৮ তম কমিশন সভায় সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডকে আইপিওর অনুমোদন দেয়া হয়।

ইফাদ অটোস ১০ টাকা অভিহিত মূল্যে সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্দেশক মূল্যে শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করবে। আর সি এন্ড এ প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা উত্তোলন করবে।

মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

dse cseনিজস্ব প্রতিবেদক

মিশ্র প্রবণতায়আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে প্রধান বাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে লেনদেন

কমেছে দুই বাজারে।

 

দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০৭৪ পয়েন্টে। এর আগে

আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায়ডিএসইতে লেনদেন শুরুহয়। এরপর ১৫ মিনিটে সূচক সামান্য কমলেও

আবারও ইতিবাচক প্রবণতায়যায়সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে,

কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৮৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৭ কোটি টাকা কম। গতকাল এ

বাজারে ৯২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ১৬ পয়েন্ট

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে

অবস্থান করছে ১৫ হাজার ৬২০ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৬টির দাম কমেছে।

বেড়েছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। গতকাল

সিএসইতে ৬৫ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন।

  1. গ্রামীণফোন
  2. তিতাস গ্যাস
  3. এমজেএল বিডি
  4. যমুনা অয়েল
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  6. গোল্ডেন সন
  7. বেক্সিমকো
  8. স্কয়ার ফার্মা
  9. বেক্সিমকো ফার্মা
  10. ডেল্টা লাইফ ইনস্যুরেন্স

মঙ্গলবার তিন কোম্পানির লেনদেন স্থগিত

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক : লভ্যাংশ ঘোষণা এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো: বঙ্গজ, মিথুন নিটিং এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

রাজশাহী বিএনপির শীর্ষ ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

rajsahiস্থানীয় প্রতিনিধি : রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বিশেষ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে। আজ সোমবার আদালত সূত্রে এ খবর জানা গেছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার তদন্ত শেষে গতকাল রোববার সন্ধ্যায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এতে মামলার এজাহারের ৮৮ জনের সবারই নাম রয়েছে। একই সঙ্গে তদন্তে আরও একজনের নাম যুক্ত হয়েছে। ৮৮ জনের মধ্যে দুজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের আন্দোলন চলাকালে ২৬ ডিসেম্বর ১৮ দলের মিছিল শেষে নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের পাশে পুলিশের গাড়িতে বোমা হামলা হয়। এতে নয়জন পুলিশ আহত হন। তাঁদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ বিভাগের কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। পরদিন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অভিযোগপত্রে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ স ম মামুন শাহিন, মাইনুল ইসলামের নাম রয়েছে।

কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার ও তাঁর স্ত্রী দীপ্তি রানী দুজনই রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা দমন বিভাগে কর্মরত ছিলেন। সিদ্ধার্থের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। আর দীপ্তির বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়।

যা সত্য তাই বলেছি: র‌্যাবের ডিজি

rabনিজস্ব প্রিতেবদক : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনা সম্পর্কে যা সত্য, তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে বলেছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান।যা সত্য তাই বলেছি: র‌্যাবের ডিজি
র‌্যাবের ডিজি মোখলেছুর রহমান- ফাইল ছবি

সোমবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

হাইকোর্টের নির্দেশে গঠিত এ কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে র‌্যাব প্রধানের সঙ্গে কথা বলে কমিটি।

পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি মোখলেছুর রহমান বলেন, ‘হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। যেহেতু আমি র‌্যাবের ডিজি। সে কারণে আমাকে জিজ্ঞাসাবাদ করা বাঞ্ছনীয়। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি সব কিছুই বলেছি। যেটা সত্য সেসব কিছুই আমি বলেছি।’

গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে কমিটিকে বলেছেন কিনা- জানতে চাইলে র‌্যাব প্রধান বলেন, ‘যেহেতু কমিটি জিজ্ঞাসাবাদ করেছে সেহেতু সব বিষয়ই গুরুত্বপূর্ণ। সব বিষয়েই বলেছি।’

নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের ভাবমূর্তি জড়িত, তাই আপনি কী সুপারিশ দিয়েছেন- জানতে চাইলে র‌্যাবের ডিজি বলেন, ‘র‌্যাবের স্বচ্ছতা আছে, র‌্যাব যেটা সত্য সেটাই করে। র‌্যাব আইন, ন্যায় ও সত্যের পথে সব সময় থাকে- এটা আমি বলেছি। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তাই বলেছি।’

এদিকে, তদন্ত কমিটির আহ্বায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে পরামর্শ দিয়েছি।’

কী বিষয় নিয়ে কথা হয়েছে- জানতে চাইলে কমিটি প্রধান বলেন, ‘যেসব বিষয় মিডিয়াতে এসেছে, সেসব বিষয় অন্যান্য সাক্ষীর মাধ্যমে এসেছে এবং যেসব তথ্যপ্রমাণ হাতে এসেছে সেই সম্পর্কিত বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে হত্যা করিয়েছেন অভিযোগ করেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান।

সাত খুনের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করলে কয়েক দফা রিমান্ডের পর সাত খুনে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে তারা জবানবন্দি দেন। র‌্যাবের ওই তিন কর্মকর্তা ছাড়াও আরও সাত জন আদালতে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দেন।

মালয়েশিয়া এয়ারলাইন্সকে পুঁজিবাজার থেকে সরানোর পরিকল্পনা

malyasia-airlinesইন্টারন্যাশনাল স্টকডেস্ক : মালয়েশিয়া এয়ারলাইন্সকে পুঁজিবাজার থেকে সরানোর পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা ন্যাশনাল। ব্যবসায় নিজেদেরকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই পরিকল্পনা এঁটেছে তারা।

তারও আগে এয়ারলাইন্সকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রনে নিতে চায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানটি। বার্তাসংস্থা এপির বরাত দিয়ে শুক্রবার এবিসিনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ শেয়ারের মালিক রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা ন্যাশনাল। সংস্থাটি বলেছে, বর্তমান বাজার মূল্যের চেয়ে কিছু দামে বেশি হলেও তারা বেসরকারি শেয়ারগুলো কিনে নিতে চায়।

এতে আরও বলা হয়, সম্প্রতি মালয়েশিয়া এয়ারলাইন্সে দুটি বড় দুর্যোগ এয়ারলাইন্সকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। খাজানা বলেছে, খুব শিগগিরই ‘পুরোপুরি ঢেলে সাজানো’ হবে তাদের কোম্পানিকে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহীসহ নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমান। এরপর গত মাসের মাঝের দিকে ইউক্রেন-রাশিয়ার সীমান্ত দিয়ে নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে এ এয়ারলাইন্সের এমএইচ ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানের সব আরোহীসহ প্রায় ৩০০ জন নিহত হয়।

জানা যায়, এ উভয় দুর্ঘটনার সময়ই পুঁজিবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের। সে সময় কোম্পানিটি টিকে থাকার ব্যাপারে ‘অনিশ্চয়তার পথে’ রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

৯ কার্যদিবস পর মূল্য সংশোধন

down graph share marketস্টকমার্কেট ডেস্ক : টানা নয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ সোমবার মূল্য সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।

বাজারসংশ্লিষ্টদের মতে,টানা তেজিভাবের কারণে অনেক কোম্পানির শেয়ারের দাম বেশ বেড়ে যায়। অনেকের মধ্যে আজ মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। ফলে শেয়ার বিক্রির চাপও বেড়ে যায়। এ কারণে বাজারে মূল্য সংশোধনের ঘটনা ঘটে।

দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,০৫০ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টিরই দাম বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৯২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৭০ কোটি টাকার লেনদেন হয়।

মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে

matin-spinning-logo-mmস্টকমাের্কট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মতিন ম্পিনিং মিলস লিমিটেডের ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মুনাফা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা হয়েছে ৩১ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছর হয়েছিলো ২৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ আগের বছর থেকে এ বছর কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৬ টাকা, যা আগের বছর হয়েছিলো ২.৫৮ টাকা। অর্থাৎ আগের বছর থেকে এ বছর কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৬৮ টাকা।

 

হামিদ ফেব্রিক্সের আইপিও আবেদন চলছে

hamid-fabrics-ltdস্টকমার্কেট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবে আসা হামিদ ফেব্রিক্স লিমিটেডের আইপিও আবেদন শুরু হয়েছে রোববার থেকে। আবেদন করা যাবে ২ অক্টোবর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ থাকবে ১১ অক্টোবর পর্যন্ত। কোম্পানি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত ১২ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৪তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়।

এ কোম্পানির মাধ্যমে শুরু হচ্ছে আইপিওর নতুন পদ্ধতি চালুর পাইলট প্রকল্প। তাই নির্ধারিত ব্যাংকের শাখার পাশাপাশি নির্দিষ্ট স্টক ব্রোকার (ট্রেকহোল্ডার) ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন বিনিয়োগকারীরা।

আইপিওতে কোম্পানিটি ৩ কোটি শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ছাড়বে কোম্পানিটি।

৩০ জুন ২০১৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাবে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি ছিল ৪১ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।