দুই দিনে ওয়েস্টার্ন মেরিনের অর্ধেক শেয়ার লেনদেন

westernস্টকমার্কেট ডেস্ক  :
দুই দিনে ওয়েস্টার্ন মেরিনের অর্ধেক শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে শেয়ার দর বেড়েছে মোট ৩২.৩ টাকা। শেয়ারটির নির্দেশক মূল্য ছিল ৩৫ টাকা। সোমবার সর্বশেষ ৬৭.৩ টাকায় লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিনের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ওয়েস্টার্ন মেরিনের মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৯০০টি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬.৯৭ শতাংশ বা ৪ কোটি ৫ লাখ ১ হাজার ৩৩৭টি শেয়ার। এর মধ্যে রবিবার ১ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৩০০টি শেয়ার ও সোমবার ৫৪ লাখ ৫৪ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ দুই দিনে এ কোম্পানির ২ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৬০০টি শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এ শেয়ারের দর বেড়েছে ৩.৮ টাকা বা ৯.০৬ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/এআর

প্রথম প্রান্তিকে ড্যাফোডিল কম্পিউটার্সের ইপিএস বেড়েছে

dafodilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ৫৩ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪ সময়ে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১ কোটি ৪৬ লাখ টাকা। আর ইপিএস করেছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ৯৩ লাখ ৯০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল টাকা ১৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

শমরিতা হাসপাতালের বোর্ড সভা আজ

somoritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতালের বোর্ড সভা  আজ।  আজ সন্ধ্যা ৭টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বোর্ড সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়া হবে।

২০১৩ সালে শমরিতা হাসপাতাল বিনিয়োগকারীদের ৩০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ফার্মা এইডসের বোর্ড সভার দিন ঘোষণা

pharmaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পািনি ফার্মা এইডসের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে । ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বোর্ড সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়া হবে।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

৫ নভেম্বর ৪ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে

suspendস্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের কারণে আগামী ৫ নভেম্বর বুধবার তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জাহিন টেক্স, স্ট্যান্ডার্ড সিরামিক, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং এবং আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. কেয়া কসমেটিকস
  3. কেপিসিএল
  4. গ্রামীন ফোন
  5. সামিট পাওয়ার
  6. সামিট পূর্বাঞ্চল পাওয়ার
  7. সাইফ পাওয়ার
  8. কেপিপিএল
  9. এসপিপিএল
  10. এমজেএলবিডি।

ডিএসইতে ৬৮০ কোটি টাকার লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের উঠা-নামার মধ্যে দিয়ে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, কেপিসিএল, গ্রামীন ফোন, সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার , সাইফ পাওয়ার, কেপিপিএল, এসপিপিএল, এমজেএলবিডি প্রভৃতি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

আজ উভয় শেয়ারবাজার বন্ধ

dse cseনিজস্ব প্রতিবেদক :

পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটির দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার আরবি মহররম মাসের ১০ তারিখ। হিজরী সালের ১০ মহররম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হয়রত ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে হত্যা করে এজিদ বিন মুয়াবিয়া। সেই দিন থেকে মুসলিম সম্প্রদায় শোকাবহ এই দিনটি ধর্মীয় রীতি অনুযায়ী পালন করে আসছে। এ ছাড়া এ দিনটির আরও অনেক তাৎপর্য রয়েছে। এ দিনই পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়, দীর্ঘ ৪০ দিনের বন্যার পর হযরত নূহ (আ.) এর নৌকা মাটিতে অবতরণ করে। এ দিনে ফেরাউনকে নীলনদে ডুবিয়ে হত্যা করা হয়। হয়রত মূসা (আ.) মানব জাতিকে ফেরাউনের নাফরমানী থেকে রক্ষা করতে করুণাময়ের নির্দেশে হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে নীল-নদের মধ্যে একটি রাস্তা তৈরি হয়। সে রাস্তায় শুধুমাত্র মূসা (আ.) নিরাপদে নদী পার হন। আর ফেরাউন সমুদ্রের জলে নিপতিত হয়। এ দিনেই কিয়ামত হবে বলে হাদীসে উল্লেখ রয়েছে।

দিনটি তাৎপর্যপূর্ণ হওয়ায় এ দিন সরকারি ছুটি পালন করা হয়। সরকারি ছুটির কারণে এ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/সি

ভারতীয় শেয়ার বাজারে লেনদেনে রেকর্ড

indiaস্টকমার্কেট ডেস্ক :

ব্যাংক অব জাপানের নেওয়া আর্থিক প্রণোদনার প্রভাবে ডলারের মুল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বের অন্যান্য শেয়ার বাজারের মতো ভারতীর শেয়ার বাজারও চাঙ্গা হয়ে উঠেছে । টানা দ্বিতীয় দিনের মতো সেখানে রেকর্ড লেনদেন হয়েছে যা আগের চেয়ে প্রায় ৩% বেশি ।

গতকাল রবিবার BSE index ২% বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২৭,৮৯৪.৩২ পয়েন্ট । যা ভারতীয় বাজারে এযাবত কালে সবচেয়ে বড় সুচক বৃদ্ধি ।
অন্যদিকে NSE index ১.৯৮% বেড়ে দাড়িয়েছে ৮৩৩০.৭৫ পয়েন্ট ।

লেনদেন হওয়া শীর্ষ প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে HDFC Bank , State Bank of India, Reliance
Industries এবং Infosys Ltd. তবে অলংকার নির্মাতা প্রতিষ্ঠান Titan এর শেয়ারের দরপতন ঘটেছে ।

সুত্ত্র- রয়টার্স ।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

উদীয়মান শেয়ার বাজার থেকে চলে গেছে ৯০০ কোটি ডলার

flagস্টকমার্কেট ডেস্ক :

বিশ্ব শেয়ারবাজারে টালমাটাল পরিস্থিতির সামাল দিতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজার থেকে গত মাসে বিপুল পরিমাণ পুঁজি অন্যত্র চলে গেছে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপ থেকে বিনিয়োগকারীরা এই অক্টোবর মাসে ৯০০ কোটি ডলার তুলে নিয়েছে। ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ) এ তথ্য দিয়েছে।

বলা হচ্ছে, উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে এক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ পুঁজি প্রত্যাহার।

চীনের প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাওয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করতে অর্থ ঢালা কমানো শুরু হওয়ায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রতি আগ্রহ কমে এসেছে বলে মনে করা হচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমস-এর এফটিএসই উদীয়মান সূচক সেপ্টেম্বরের প্রথম দিক থেকে এ পর্যন্ত ১০ শতাংশের বেশি কমেছে। এই সূচকে চীন, ব্রাজিল, ভারতসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের আর্থিক বাজার অন্তর্ভুক্ত রয়েছে।

উদীয়মান বাজারের প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকটের পর থেকে শত শত কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে। কেননা, সংকট মোকাবিলায় উন্নত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয় এবং আর্থিক ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ ঢালে।

তবে গত বছর ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের আর্থিক প্রণোদনা কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পরপরই উদীয়মান বাজারগুলো থেকে শত শত কোটি ডলার তুলে নেয় বিনিয়োগকারীরা। পরিস্থিতি সামাল দিতে এসব দেশের সরকার সুদের হার বাড়িয়ে দেয়, যেন পুঁজি প্রত্যাহার না হয়।

সূত্র: ফিনান্সিয়াল টাইমস (এফ টি)
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে