অক্টোবরে বিও বেড়েছে ৬০ হাজারের বেশি

cdblনিজস্ব প্রতিবেদক :

ঈদুল আযহা পরবর্তী দেশের শেয়ারবাজারে ১৬ কার্যদিবস লেনদেন হয়েছে। এ ১৬ কার্যদিবসের মধ্যে ১০ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে আর ৬ কার্যদিবস সূচক বেড়েছে। তবে সার্বিকভাবে ডিএসইতে ১৬ কার্যদিবসে ডিএসইতে সূচক ২০ পয়েন্ট বেড়েছে। ১৬ কার্যদিবসে সূচক ২০ পয়েন্ট বাড়লেও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারীদের সংখ্যা বেড়েছে ৬০ হাজার ৫২৬টি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অক্টোবর মাসের ১৬ কার্যদিবসে গড়ে ৩ হাজার ৭৮২টি বিও বেড়েছে। মোট ৬০ হাজার ৫২৬টি বিওর মধ্যে পুরুষ বিও বেড়েছে ৪১ হাজার ৪৬৪টি, নারী বিও বেড়েছে ১৮ হাজার ৯৫৫টি, কোম্পানি বিও বেড়েছে ১০৭টি। আর মোট বিওর মধ্যে দেশী বিও ৫৯ হাজার ৩৪১টি এবং প্রবাসি বিও বেড়েছে ১ হাজার ৭৮টি।

সূত্র মতে, সেপ্টেম্বর মাসের শেষ দিনে বিও সংখ্যা ছিলো ২৯ লাখ ২২ হাজার ৬৫৪টি, যা অক্টোবর মাসের শেষে দাড়ায় ২৯ লাখ ৮৩ হাজার ১৮০টিতে। অর্থাৎ অক্টোবর মাসে বিও বেড়েছে ৬০ হাজার ৫২৬টি।

এ সময়ে পুরুষ বিও ৪১ হাজার ৪৬৪টি বেড়ে দাড়ায় ২১ লাখ ৮৫ হাজার ৪৫৩টিতে, যা সেপ্টেম্বর মাসের শেষে ছিলো ২১ লাখ ৪৩ হাজার ৯৮৯টি।

নারী বিও ১৮ হাজার ৯৫৫টি বেড়ে দাড়ায় ৭ লাখ ৮৭ হাজার ৫৩৭টিতে, যা সেপ্টেম্বর শেষে ছিলো ৭ লাখ ৬৮ হাজার ৫৮২টি।

এ সময়ে কোম্পানি বিও বেড়েছে ১০৭টি। সেপ্টেম্বর শেষে কোম্পানি বিও ছিলো ১০ হাজার ৮৩টি, যা অক্টোবর শেষে দাড়িয়েছে ১০ হাজার ১৯০টি।

এদিকে অক্টোবর মাসে দেশী বিওধারীদের সংখ্যা বেড়েছে ৫৯ হাজার ৩৪১টিতে। অক্টোবর শেষে দেশী বিওধারীর দাড়ায় ২৮ লাখ ৩০ হাজার ৭৭৯টিতে, যা সেপ্টেম্বর শেষে ছিলো ২৭ লাখ ৭১ হাজার ৪৩৮টি।

অক্টোবর মাসে প্রবাসি বিওধারী বেড়েছে ১ হাজার ৭৮টি। অক্টোবর শেষে প্রবাসি বিওধারীর সংখ্যা দাড়ায় ১ লাখ ৪২ হাজার ২১১টিতে, যা সেপ্টেম্বর শেষে ছিলো ১ লাখ ৪১ হাজার ১৩৩টি।

স্টকমার্কেটবিডি.কম/এম

শামীম আহমেদের বিও অবরুদ্ধ রাখার নির্দেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাৎ করায় সিলেট মেট্রো সিটি সিকিউরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক শামীম আহমেদের সকল বিও হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) বিভাগকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শামীম আহমেদ যাতে পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সাথে আর কখনো জড়িত থাকতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের সুপারিভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ (এসআরআই) বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএসইসির ৫২৯ তম কমিশন সভায় ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অর্থ দ্রুত আদায়ের জন্য কমিশন এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

শামীম আহমেদ বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭(এ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ ভঙ্গ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

খুলনা পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠানের একীভূতকরণ অনুমোদন

kulnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দুই অঙ্গ প্রতিষ্ঠানের একীভূতকরণ অনুমোদন করেছে। কোম্পানি দুটি হচ্ছে-খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট ‍টু লিমিটেড ও খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একীভূতকরণের বিষয়ে অনুমোদন নিতে ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী উচ্চ আদালতে ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে খুলনা পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে শিগরিগিই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে বলে খুলনা পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে।

একীভূতকরণের ফলে অঙ্গ প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের মাধ্যমে অধিক মুনাফা ও ব্যবসায়িক উন্নতি সম্ভব হবে বলে খুলনা পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সূচক নিম্নমুখী হলেও লেনদেন বেশি

dse cseস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও লেনদেন তুলনামুলক বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৫৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২২৪ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকা। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৬৩ কোটি ৬৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ও ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ড।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫০৬৫ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৮০ কোটি ৯২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৬৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. বিবিএস
  3. কেপিসিএল
  4. কেয়া কসমেটিকস
  5. সাইফ পাওয়ার
  6. সামিট পূর্বাঞ্চল পাওয়ার
  7. সামিট পাওয়ার
  8. এসপিপিএল
  9. কেপিপিএল
  10. এমজেএলবিডি।

ডিএসইতে ৩০ মিনিটে ১২২ কোটি টাকার লেনদেন

DSE-UP-4400-728x387স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায়  ডিএসইতে  ১২২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির। আর দর কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক  ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার  ৮৯৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) সার্বিক সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার  ৬১৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর

রেকর্ড ছুয়েছে আলীবাবার শেয়ার

alibabস্টকমার্কেট ডেস্ক :

মঙ্গলবার চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান Alibaba Group Holding Ltd  এর শেয়ার মূল্য রেকর্ড ছুয়েছে। দিত্বীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ২.৭ % বৃদ্ধি পেয়ে প্রতি শেয়ারের মূল্য দাড়িয়েছে ১০৪ মার্কিন ডলার যা প্রত্যাশিত মূল্যের চেয়ে শেয়ার প্রতি ৩৬ ডলার বেশী।

উল্লেখ্য প্রথম প্রান্তিকে আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ২ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির।

সেসময় প্রতি শেয়ারের মূল্য ধরা হয়েছিল ৬৮ ডলার। এ সম্পর্কে আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা “জনাথন লু’’  বলেন, “আমরা উল্লেখযোগ্য অগ্রগতির সাথে প্রথম প্রান্তিকে সফল হয়েছি, এবং আমাদের ব্যবস্থাপনা আরও সুদৃড় হয়েছে”। .
উল্লেখ্য প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির নেট আয় বেড়েছে প্রায় ১০১ কোটি মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

ইপিএস বেশি দেখিয়েছে অলটেক্স

Alltex-Industryস্টকমার্কেট ডেস্ক :

ঋণের সুদ সমন্বিত আয়-ব্যয় হিসাবে লিপিবদ্ধ না করে মুনাফা ১৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং প্রতি শেয়ারে ৩.৬৪ টাকা বেশি দেখিয়েছে অলটেক্স ইন্ডাষ্ট্রিজ। এ ছাড়া স্থায়ী সম্পদ আগের বছরের আর্থিক বিবরণী থেকে ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের বিবরণীতে প্রারম্ভিক ব্যালান্স হিসেবে দেখানো হয়েছে। ফলে এ কোম্পানির স্থায়ী সম্পদের প্রকৃত হিসাব পায়নি নিরীক্ষক শফিক বসাক অ্যান্ড কোং। আর্থিক বিবরণীর ওপর নিরীক্ষকের মন্তব্য থেকে এ সব তথ্য জানা গেছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অলটেক্সের আর্থিক প্রতিবেদনের ওপর নিরীক্ষক তিনটি মন্তব্য করেছেন। এগুলো হচ্ছে- ১. অন্য নিরীক্ষক দিয়ে নিরীক্ষিত ১২৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার স্থায়ী সম্পদ অর্থাৎ প্রোপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্ট গত বছরের আর্থিক বিবরণী থেকে চলতি বছরের আর্থিক বিবরণীতে প্রারম্ভিক ব্যালান্স হিসেবে দেখানো হয়েছে। স্থায়ী সম্পদের সঠিক লিপিবদ্ধকরণ বই না থাকার কারণে আমরা (শফিক বসাক অ্যান্ড কোং) গত বছরের ব্যালান্সের সাথে চলতি বছরের ব্যালান্সের সত্যতা যাচাই করতে পারিনি।

২. শনাক্তকরণ কোড ও সাবকোড-সংবলিত স্থায়ী সম্পদ লিপিবদ্ধকরণ বই না থাকায় ৩০ জুন ২০১৪ তারিখে শেষ হওয়া বছরের জন্য প্রস্তুতকৃত আর্থিক প্রতিবেদনে বর্ণিত ১১৯ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের প্রোপার্টি, প্লান্ট ও ইকুইপমেন্টের বস্তুগত অবস্থান আমরা নিশ্চিত করতে পারিনি।

৩. নিরীক্ষাকালীন সময়ে কোম্পানির ১৭২ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা বকেয়া ঋণের বিপরীতে ধার্যকৃত ১৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকার অর্থায়ন খরচ বা সুদ সমন্বিত আয়-ব্যয় হিসাবে লিপিবদ্ধ না করে কনজিনটেন্ট লাইঅ্যাবিলিটি গণ্য করার কারণে মুনাফার পরিমাণ বেড়েছে ১৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং প্রতি শেয়ারে আয় বেড়েছে ৩.৬৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

পাওয়াগ্রিডের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ারগ্রিড লভ্যাংশ ঘোষণা করেছে ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য এ কোম্পানির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ২৫ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় মুক্তি হল, বিদ্যুৎ ভবন, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থ বছরে এ কোম্পানির প্রতি শেয়ারে লোকসান হয়েছে ০.০৬ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ৬৩.৬১ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১২.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

দুলামিয়া কটনের বোর্ড সভা আজ

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলসের বোর্ড সভা আজ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।

এসভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

কোম্পানিটি ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয় নি।

স্টকমার্কেটবিডি.কম/এআর