শমরিতার ২০% নগদ এবং ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়াররবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পািন শমরিতা হাসপাতাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০% নগদ এবং ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পর্ষদ বৈঠকে গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৩ টাকা ১ পয়সা আয় করেছে (ইপিএস)।৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬৬ টাকা ৪৪ পয়সা।

আগামী ৭ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ডেসকোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ

descoস্টকমার্কেট ডেস্ক :

বিদ্যুত্ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের শেয়ারের প্রতি গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে এগিয়ে থাকা কোম্পানির তালিকায় এটি ছিল দ্বিতীয়।

২ হাজার ১৪ বারে কোম্পানিটির মোট ৩৪ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়; যার বাজারদর ছিল ২৫ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা। সম্প্রতি লভ্যাংশ ঘোষণা দেয়ায় এবং দর অনুকূলে থাকায় এর চাহিদা বেড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেন বৃদ্ধির পাশাপাশি এ শেয়ারের দর বাড়ে ৩ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা। দিনভর দর ৭২ টাকা ৩০ পয়সা থেকে ৭৫ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ লেনদেন হয় ৭৪ টাকা ২০ পয়সায়, যা সমন্বয় শেষে একই ছিল। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ৬২ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৭৬ টাকা ৫০ পয়সা। গত দুই বছরে এর সর্বনিম্ন দর ৫৪ টাকা ও সর্বোচ্চ ৯৪ টাকা ৮০ পয়সা।

এদিকে ডিএসই সূত্রে জানা যায়, ডেসকো ডেসার কাছ থেকে অধিগ্রহণকৃত ২৭৯ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার সম্পদ নিরপেক্ষ মূল্যায়নকারী প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করতে নিরপেক্ষ মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিযুক্ত করা হয়েছে।

মূল্যায়নকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত খসড়া প্রতিবেদন চূড়ান্ত করার জন্য কোম্পানি কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের সামনে উপস্থাপন করেছে।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এর পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নেট মুনাফা হয়েছে ৬৬ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৪ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৮২ পয়সা।

১৩ নভেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট। আগামী বছরের ৩ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর বারিধারার ডিওএইচএস কনভেনশন সেন্টারে কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভা (ডিএসই) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

শাহজিবাজারের পর একই পথে ওয়েস্টিন মেরিন

bsecনিজস্ব প্রতিবেদক :

বাজার পরিস্থিতি যেমনই থাকুক না কেন, সদ্য তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার ও ওযেস্টিন মেরিণ মিপইয়ার্ডের শেয়ারদর ক্রমাগত বাড়ছে। বিনিয়োগকারীরাও হুমড়ি খেয়ে পড়ছেন এই দুই কোম্পানির শেয়ার কেনার জন্য। এজন্য প্রতিদিন বাড়ছে দর। অবশেষে অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য শাহজিবাজারের পর ওযেস্টিন মেরিণকেও লাগাম টেনে ধরবে নিয়ন্ত্রক সংস্থা, এমনটাই আশংকা করছেন বিনিয়োগকারীরা।

তালিকাভুক্তির পর দীর্ঘ সময় লেনদেন স্থগিত থাকা শাহজিবাজারের শেয়ার সর্বোচ্চ দরে কয়েক দিন ক্রয়াদেশ দিয়ে তা না পাওয়ায় আফসোস করতেও দেখা গেছে কোনো কোনো বিনিয়োগকারীকে। সব মিলিয়ে বাজার পরিস্থিতি বর্তমানে নেতিবাচক হলেও নতুন এই দুই শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধিতে এগিয়ে থাকা কোম্পানির তালিকায় নতুন তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান দুটি স্থান করে নিচ্ছে।

জানা গেছে, তালিকাভুক্তির পর পরই লভ্যাংশ নির্ধারণের সময় ঘনিয়ে আসায় ওয়েস্টিন মেরিনের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বিনিয়োগকারীদের স্বার্থে কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিক দরের চেয়ে কমে আইপিওর অনুমোদন দেয়ায় তালিকাভুক্তির শুরুতে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে ঝোঁক তৈরি হচ্ছে। সদ্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন পর্যালোচনায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

চলতি বছর শেয়ারবাজারে ১৫টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এ তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শেয়ার হচ্ছে শাহজিবাজার পাওয়ার কোম্পানির। কোম্পানিটি তালিকাভুক্তির কয়েক দিন পরই অনির্দিষ্টকালের লেনদেন স্থগিতাদেশের মধ্যে পড়ে।

অস্বাভাবিক দরবৃদ্ধি, দর সংবেদনশীল তথ্য প্রকাশ নিয়ে জটিলতা ও কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার জন্য প্রায় আড়াই মাস পর লেনদেন স্থগিত ছিল। তবে পুনরায় লেনদেন চালু হলেও শেয়ারটির চাহিদা বৃদ্ধির কারণে মাত্র আট কার্যদিবসে দ্বিগুণ দর বাড়ে।

গত ২ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। প্রথম দিনেই শেয়ারটির দর বেড়েছে ৮৬ শতাংশ। পরবর্তী তিন কার্যদিবসেও শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। নতুন শেয়ারের প্রথম পাঁচ কার্যদিবসে কোনো সার্কিট ব্রেকার না থাকায় গতকালও এর শেয়ারদর ১১ দশমিক ৪২ শতাংশ বেড়ে সর্বশেষ ৮১ টাকায় কেনাবেচা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে