1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ডেসকো
  3. বিইডিএল
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. শাহজিবাজার পাওয়ার কোম্পানি
  6. কেয়া কসমেটিকস
  7. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  8. অরিওন ফিউশন
  9. অ্যাপোলো ইস্পাত
  10. পেনিনসুলা লিমিটেড।

আধ-ঘণ্টায় ডিএসইতে ১৩১ কোটি টাকার লেনদেন

DSE-UP-4400-728x387স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায়  ডিএসইতে ১৩১ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টি কোম্পানির। আর দর কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার  ৮০২ পয়েন্টে।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, বিইডিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, কেয়া কসমেটিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অরিওন ফিউশন, অ্যাপোলো ইস্পাত ও পেনিনসুলা লিমিটেড।

অপরদিকে বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২০৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি টাকার কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে অলিম্পিক

olympicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে শেয়ার প্রতি আয় হয়েছে প্রায় ৭ টাকা ৪০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা আজ

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা আজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় এই বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত ‘এন’ ক্যাটাগরির এই কোম্পানিটি গত ২ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরু করে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত ফার কেমিক্যাল

farস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে কোম্পানিটির উদ্যোক্তা কিম জং সুক তার ধারণকৃত ২ কোটি ৬৪ লাখ ৬ হাজার শেয়ারের মধ্যে ৪৪ লাখ ১ হাজার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন হবে।

ডিএসইতে গতকাল এ শেয়ারের দর বাড়ে ৬ দশমিক ১৩ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা। দিনভর দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৮ টাকা ১০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৩৮ টাকা ৫০ পয়সায়। এদিন ১ হাজার ৩৮৩ বারে এর মোট ১৪ লাখ ৩৮ হাজার ৫০০ শেয়ার লেনদেন হয়। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৪২ টাকা ৯০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

পর্ষদ নিয়ে মিথ্যা তথ্যে ভরপুর সিঅ্যান্ডএ টেক্সটাইল

cnaনিজস্ব প্রতিবেদক :

ব্যবস্থাপনা ও পরিচালনা দুটি পর্ষদ নিয়েই অনেক মিথ্যা তথ্য দিয়ে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করছে বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল। গতকাল রবিবার থেকে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর টাকা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

আইপিওর চাঁদা সংগ্রহের জন্য কোম্পানিটি যে বিবরণীপত্র বা প্রসপেক্টাস প্রকাশ করেছে, তাতে পরিচালকদের কাছ থেকে ঋণ গ্রহণ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অপর এক পরিচালক সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু অসংগতিও রয়েছে।

এ ছাড়া কোম্পানিটির পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ১৯৯৪ সালের কোম্পানি আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর পরও কোম্পানিটিকে টাকা তোলার অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি আইনের ১০৪ ধারা অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমোদন ছাড়া ওই কোম্পানির ব্যবস্থাপনাসংক্রান্ত লাভজনক কোনো পদে থাকতে পারবেন না। কিন্তু সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এটির পরিচালকেরা। আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, কোম্পানিটির পাঁচ পরিচালকের মধ্যে তিনজনই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

কোম্পানির এমডির পদে রয়েছেন রুকসানা মোরশেদ, পরিচালক জামালউদ্দিন পাটোয়ারি নিজে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফও এবং ইফতেখার আবদুল হাই রয়েছেন আইটি বিভাগের ব্যবস্থাপকের দায়িত্বে। আর কোম্পানি সচিবের দায়িত্বে রয়েছেন ফারহানা জামান লিয়েনা নামের একজন শেয়ারধারী।

আইপিও বিবরণীপত্রে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোরশেদ সম্পর্কে বলা হয়েছে, তিনি আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেগুলো তালিকাভুক্ত নয়। কিন্তু তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলিটেক্সের পরিচালক পদে তাঁর থাকার তথ্যটি গোপন করা হয়েছে বিবরণীপত্রে।

কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মার্চেন্ট ব্যাংক এএফসি ক্যাপিটালের পক্ষ থেকে এক কর্মকর্তা জানান, কয়েক মাস আগেই তিনি ফ্যামিলিটেক্সের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে গতকাল বিকেলে ফ্যামিলিটেক্সের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে পরিচালক হিসেবে রুকসানা মোরশেদের নাম রয়েছে।

এ ছাড়া বিবরণীপত্রে (৪৪ পৃষ্ঠা) বলা হয়েছে এমডি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব, ফিন্যান্স ডিরেক্টর ও মহাব্যবস্থাপক (ফিন্যান্স) ছাড়া কোম্পানির বেতনভোগীদের মধ্যে আর কেউ শেয়ারধারী পরিচালক নেই। অথচ আইটি শাখার ব্যবস্থাপক ইখতেখার আবদুল হাইও কোম্পানির পরিচালক।

আবার বিবরণীতে কোম্পানির অর্থ (ফিন্যান্স) পরিচালকের দায়িত্বে থাকা মৃদুল কুমার সেন গুপ্তের এই পদে যোগদানের তারিখ দেখানো হয়েছে ১৯৮৯ সালের ১ মার্চ। অথচ কোম্পানিটির জন্ম ২০০১ সালে।

কোম্পানির সিএফও জামালউদ্দিন পাটোয়ারী বলেন, ‘বিবরণীপত্রে কিছু অনিচ্ছাকৃত ও মুদ্রণজনিত ভুল রয়েছে। তবে আমরা সব সময় বিনিয়োগকারীদের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধাণ্য দিই।’

এসব তথ্যের সঠিকতা যাচাইয়ের প্রধান দায়িত্ব ছিল নিয়ন্ত্রক সংস্থার। এ ক্ষেত্রে তারা তা করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, বিষয়গুলো খতিয়ে দেখে অনিয়ম বা আইন লঙ্ঘন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্টমার্কেটবিডি.কম/এইচ/সি

 

 

 

সিঅ্যান্ডএ টেক্সটাইলের অনিয়মের আরো খবর আসছে………….