লন্ডন স্টক এক্সচেঞ্জ ছাড়বে ভিটিবি

londonস্টকমার্কেট ডেস্ক :

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি লন্ডন স্টক এক্সচেঞ্জ শিঘ্রই লন্ডন স্টক এক্সচেঞ্জ ছাড়চ্ছে। সোমবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন ভিটিবি।

ভিটিবি’র প্রধান নির্বাহী এন্ড্রে কস্টিন বলেন  London Stock Exchange ত্যাগ করার মতই একটা উপায় আমরা খুঁজছি, লন্ডন স্টক এক্সচেঞ্জ এ আমাদের অংশগ্রহনকে আমরা সত্যিকারের গুরুত্বের সাথেই বিবেচনা করি, এখন আমরা চায়নার সাথে কাজ করার কথা ভাবছি।

উলেখ্য , ইউক্রেন সংকটে রাশিয়ার ভূমিকার কারনে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাঙ্গার ফলে রাশিয়ার এ ব্যাংকটির ঋন ও মুলধন সংগ্রহ কার্যক্রম মারাত্বকভাবে ব্যহত হচ্ছে।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/সি

অবশেষে সংযুক্ত হলো হংকং-সাংহাই স্টক এক্সচেঞ্জ

hongস্টকমার্কেট ডেস্ক :

দীর্ঘ অপেক্ষার পর হংকং ও সাংহাই স্টক এক্সচেঞ্জ পরস্পর সংযুক্ত হতে যাচ্ছে, যাকে বলা হচ্ছে সাংহাই-হংকং স্টক কানেক্ট। কর্তৃপক্ষ এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সোমবার চীনা কর্তৃপক্ষ এর অনুমোদন দেয় বলে বিবিসি সূত্রে জানা যায়।

এ সংযুক্তির ফলে বিনিয়োগকারীরা প্রথমবারের মতো সীমান্ত ছাড়িয়ে লেনদেন করতে পারবেন। এ কার্যক্রম শুরু হবে ১৭ নভেম্বর থেকে। এখন থেকে বৈশ্বিক  বিনিয়োগকারীরা হংকংয়ে বসেই চীনা স্টক একচেঞ্জে লেনদেন করতে পারবেন।

ধারণা করা হচ্ছে, এ সংযোগের ফলে দৈনিক লেনদেন বেড়ে হবে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার (২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড)।

হংকং স্টক এক্সচেঞ্জ (এইচকেইএক্স) এক বিবৃতিতে বলছে, হংকংস সিকিউরিটিজ অ্যান্ড ফিউচারস কমিশন (এসএফসি) এবং চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) এক যৌথ ঘোষণায় জানিয়েছে সাংহাই-হংকং স্টক কানেক্ট অনুমোদন করা হয়েছে এবং ১৭ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে।

এ পদ্ধতি চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হংকংয়ের আন্দোলনের কারণে তা পিছিয়ে যায়। এ মেলবন্ধনকে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহত্ অর্থনীতির দেশ চীনের শেয়ারবাজার বিমুক্তিকরণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। দেশটি যেখানে কর্তৃপক্ষ ইউয়ান মুদ্রার ওপর কঠোর কর্তৃত্ব বজায় রাখে, সেখানে এ ধরনের একটি পদক্ষেপ সত্যি গুরুত্বপূর্ণ।

হংকং মনিটারি অথরিটি এক বিবৃতিতে বলছে, তারা চীনের এ সিদ্ধান্তে খুশি।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

বাংলাদেশ বিল্ডিংয়ের রাইট আবেদন নাকচ করেছে বিএসইসি

bbsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসকে রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবারের কমিশনের ৫৩১তম সভায় ৪ কোম্পানির আবেদন নাকচ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর পরই রাইট শেয়ার ইস্যুর আবেদন করে।

কমিশনের ভাষ্যমতে, তালিকাভুক্তির পর কোম্পানিগুলো রাইট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট সময় নেয়নি। ফলে বিষয়টি কোম্পানি সম্পর্কে বিনিয়োগকারীদের অবহিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়নি।

তাই বিনিয়োগকারী এবং শেয়ারবাজারের স্বার্থে উল্লিখিত কোম্পানিগুলোর রাইট শেয়ার ইস্যুর আবেদন বিবেচনা করেনি বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ওয়ালস্ট্রিটে লেনদেনে এগিয়ে যোগাযোগ ও স্বাস্থ্য খাত

wall stস্টকমার্কেট ডেস্ক :

দিনের চতুর্থ সেশনে রেকর্ড সুচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আমেরিকার শেয়ারবাজার ওয়ালস্ট্রিট । এদিন যোগাযোগ ও স্বাস্থ্য খাতের শেয়ারে দর ও লেনদেন বেড়েছে।

সোমবার যোগাযোগ ও স্বাস্থ খাতের শেয়্বারর দাম এবং মোট লেনদেনের পরিমান উল্লেখযোগ্য হারে বেড়েছে । দিনশেষে The Dow Jones Transportation Average ১.৩ শতাংশ হারে বেড়ে দাড়িয়েছে ১৭৬১৩.৭৪ পয়েন্ট। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রেল ও বিমান খাতের শেয়ার।

অন্যদিকে S&P 500 বেড়েছে  ৩.৬ শতাংশ, দিনশেষে এই সুচক দাঁড়িয়েছে ২,০৩৮ পয়েন্ট।

S&P500 সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে Union Pacific এর শেয়ার মুল্য ১.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে শেয়ার প্রতি ১২০ ডলার। এ ছাড়া JetBlue’র শেয়ার দর ৪.২ শতাংশ বেড়ে প্রতি শেয়ারের মুল্য ১৩.০৯ মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, আমেরিকার বাজারে তেলের মুল্য হ্রাস পাওয়ার রেলওবিমানসহ যোগাযোগ খাতের অন্যান্য শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।

সুত্র- রয়টার্স ।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

এসআর ক্যাপিটালককে ৫ লাখ টাকা জরিমানা

bsecস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য এসআর ক্যাপিটালক লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

মঙ্গলবার বিএসইসির ৫৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনস্টান্ট ওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের স্টক ব্রোকার এসআর ক্যাপিটাল লিমিটেডে গত বছরের ১১ জুলাই থেকে ১৮ আগস্ট (৫ দিন) আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ার ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে যথাক্রমে মোট ২ লাখ ৬৮ হাজার ৭০০টি শেয়ার শর্ট সেল হয়।

পরবর্তী সময়ে সার্ভিলেন্স বিভাগ বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণ করে। এনফোর্সমেন্ট বিভাগের কার্যক্রম শেষে এসআর কেপিটালকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ রেগুলেশন-২০০৫-এর ৪(১) ভঙ্গের জন্য ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ইউনাইটেড পাওয়ারকে আইপিওর অনুমোদন

unitedস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) ইউনাইটেড পাওয়ার জেনারেশনকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিডিং প্রক্রিয়ায় নির্ধারিত দর অনুযায়ী কোম্পানিটি মূলধন সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) ৫৩১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতির আওতায় প্রতিটি শেয়ার ৭২ টাকা (প্রিমিয়াম ৬২ টাকাসহ) দরে ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছাড়তে পারবে। এর মধ্যে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, প্রবাসী ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে।

বিএসইসি গত ১৬ ফেব্রুয়ারি তারিখে আলোচ্য কোম্পানিকে বিডিং এর অনুমোদন দেয়। বিডিংয়ে প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৬০ টাকা নির্ধারিত হয়। যা ৬টি ক্যাটাগরির ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থিত হয়। পরবর্তীতে ৬৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিডিংয়ে অংশগ্রহণের মাধ্যমে নির্দেশক মূল্য ৭২ টাকা নির্ধারিত হয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানি ২৩৭ কোটি ৬০ লাখ টাকা পুঁজি উত্তোলন করে প্রেফারেন্স শেয়ারের দায়মোচন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সালের শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতি শেয়ারে আয় (ইপিএস) ৫.৯৮ টাকা এবং প্রতিশেয়ারে নেট এসেট ভ্যালু (এনএভি) ২৩.৬৪ টাকা।

উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিস্ট্রার টু দ্য ইস্যু আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এআর

প্রথম প্রান্তিকে মডার্ন ডাইং লোকসানে

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইং প্রথম প্রান্তিকে কর পরবর্তী লোকসান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী মডার্ন ডাইংয়ের কর পরবর্তী লোকসান হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ০.৫৪ টাকা। যা আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৪ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ছিল ০.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. বিইডিএল
  3. পেনিনসুলা
  4. কেয়া কসমেটিকস
  5. সাইফ পাওয়ার
  6. ডেসকো
  7. এমজেএলবিডি
  8. স্কয়ার ফার্মা
  9. অরিয়ন ফিউশন
  10. শাহজিবাজার পাওয়ার কোম্পানি।

ডিএসইতে সূচক বেড়েছে ২০ পয়েন্ট

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন। দুই কার্যদিবস পতনের পর আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিইডিএল, পেনিনসুলা, কেয়া কসমেটিকস, সাইফ পাওয়ার, ডেসকো, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, অরিয়ন ফিউশন ও
শাহজিবাজার পাওয়ার কোম্পানি।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৪ পয়েন্টে। মোট ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৭৭ লাখ টাকার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৭৫ পয়েন্টে। মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮২ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

শাশা ডেনিমসের প্রসপেক্টাস অনুমোদন

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়ার শাশা ডেনিমস লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

বিএসইসির ৫২৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে