এনভয় টেক্সটাইল বোর্ড সভা আজ

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল বোর্ড সভা আহ্বান করেছে । আগামী ১৯ নভেম্বর, বুধবার এ কোম্পানির বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে এনভয় টেক্সটাইলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ফার্মা এইডসের বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ

Pharma-Aid-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।

আজ বুধবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ  অনুমোদন হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৫  টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

নতুন কোম্পানিগুলোর দর বাড়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত : ফায়েকুজ্জামান

icbনিজস্ব প্রতিবেদক :

নতুন কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পরামর্শক কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা ছাড়াও ডিএসই, সিএসই, আইডিআরএ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সভায় বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স সভাপতি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অনেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএসইসিকে সহযোগিতা দিতে ২০১১ সালের ২৮ মার্চ ১৫ সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়। পরে ওই বছরের ২৫ জুলাই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণী দুই মাস পর পর কমিটি একবার বৈঠকে বসবে, এমন সিদ্ধান্ত হয়।

তবে গত তিন বছরে এ কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। যদিও বিএসইসির পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বৈঠকের বিষয়টি পুরোপুরি কমিশনের ইচ্ছার ওপর নির্ভর করে। কমিশন যখন বিবেচনা করবে, তখনই কেবল এ বৈঠক হবে।

নতুন কোম্পানিগুলোর এই অস্বাভাবিক দর বাড়ার প্রবণতা থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে করণীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিএসইসিকে আহ্বান করেন ফায়েকুজ্জামান। এ সময় অবহেলিত ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

ইস্টার্ণ লুব্রিকেন্টসের ইপিএস কমেছে ৬০ শতাংশ

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ৬০ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩ মাসে (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) কোম্পানিটিরকর পরবর্তী মুনাফা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১৩ লাখ টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৩০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রহিম টেক্সটাইলের শেয়ার প্রতি আয় বেড়েছে

rahimস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩ মাসে (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯৫ লাখ ২০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১০ লাখ ৫০ হাজার টাকা। আর ইপিএস ছিল ৩৮ পয়সা।

সর্বশেষ অর্থবছরে কোম্পানির ২৬ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে ইপিএস হতো ২ টাকা ৭৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রথম প্রান্তিকে মালেক স্পিনিংয়ের ইপিএস কমেছে

malekস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মালেক স্পিনিংয়ের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ২৯ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী কনসুলেটেড মুনাফা হয়েছে ৮ কোটি ৮৬ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১২ কোটি ৫৮ লাখ টাকা। আর ইপিএস ছিল ৬৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. ডেসকো
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. যমুনা ওয়েল
  4. আরএসআরএম
  5. কেয়া কসমেটিকস
  6. অলিম্পিক
  7. এমজেএলবিডি
  8. বিইডিএল
  9. বেক্সিমকো লিমিটেড
  10. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।

ডিএসইতে আবারো সূচকের ৫ হাজার অতিক্রম

dse cseনিজস্ব প্রতিবেদক :

দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন। দুই কার্যদিবস পতনের পর সপ্তাহের তৃতীয় ও চতুর্থ কার্যদিবসে সূচক বেড়ে আবারো ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আজ সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫ পয়েন্টে। মোট ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ৩২ লাখ টাকার।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- ডেসকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,যমুনা ওয়েল, আরএসআরএম, কেয়া কসমেটিকস, অলিম্পিক, এমজেএলবিডি, বিইডিএল, বেক্সিমকো লিমিটেড ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।

এদিকে গতকাল ডিএসই ব্রড ইনডেক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৩৪ পয়েন্টে। আর টাকার পরিমাণে এদিন লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৭৭ লাখ টাকার।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসপিআই সূচক ২৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৬৫ পয়েন্টে। মোট ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৩ লাখ টাকা। টাকার গতকাল এর পরিমাণ ছিল ৭৩ কোটি ৮২ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফার্মা এইডসের সভা বিকেলে

Pharma-Aid-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। ১২ নভেম্বর, বুধবার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে । কোম্পানির ইপিএস বেশ ভালো। যে কারণে অনেক বিনিয়োগকারী আশা করছেন এবারে কোম্পানিটি ভালো লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

বৈঠকে কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৯ পয়সা। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৮৭ সালে বাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রাণেতে প্রাণের সঞ্চার, আয় বৃদ্ধি

Pran-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাণ কোম্পানির (এএমসিএল) শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১১.৩৮ মিলিয়ন টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১.৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১০.১৮ মিলিয়ন টাকা। আর ইপিএস ছিল ১.২৭ পয়সা।

কোম্পানির ধারাবাহিক প্রতিবেদনে দেখা যায়, এএমসিএল (প্রাণ) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সালে চলতি অর্থবছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এএমসিএল (প্রাণ) কোম্পানির মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে।

৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৩) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে মোট ২ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ০৩ টাকা।

গত বছর একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল মোট ২ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ২ দশমিক ৭০ টাকা।

সুতরাং গত বছরের তুলনায় চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে এ কোম্পানির মুনাফা বেড়েছে ২৬ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে, গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৭৬ টাকা।

গত বছরের একই সময়ের মধ্যে কর পরবর্তী মুনাফা হয়েছিল ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছিল ১ দশমিক ৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ