আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক মুনাফা কম

alhazস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল।

বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে আলহাজ টেক্সটাইলের করপরবর্তী মুনাফা হয়েছে ৩৯ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৩১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮২ লাখ ৪০ হাজার টাকা ও ০.৬৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রতিবেদন

nationalস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ন্যাশনাল পলিমারের করপরবর্তী মুনাফা হয়েছে ৯৯ লাখ ৯৮ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৮২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬৮ লাখ ৯৯ হাজার টাকা ও ০.৫৬ টাকা।

২০১৪ সালের জন্য প্রস্তাবিত ১৮ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে প্রথম প্রান্তিকে এ কোম্পানির প্রতি শেয়ারে আয় হবে ০.৬৯ টাকা। একই হিসেবে যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

প্রধানমন্ত্রীর ঘোষনায় রেকর্ড জাপানের শেয়ারবাজারে

japanস্টকমার্কেট ডেস্ক :

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের এক ঘোষনা মিডিয়ার প্রচারিত হবার পর শেয়ারবাজারে হুমড়ি খেয়ে পড়েন বিনিয়োগকারিরা।

গতকাল এই ঘোষণায় দেশটির প্রধানমন্ত্রী বিক্রয় কর বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার ঘোষনা দেন।

এদিন জাপানের সবগুলো শেয়ারবাজারে সুচক ছিল উর্দ্ধমুখী। তবে ৭ বছরের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌছেচে Nikkei.  এদিন Nikkei শেয়ার ইন্ডেক্স ০.৪% বেড়ে ১৭১৯৭.০৫ পয়েন্টে পৌছায়।  যা ২০০৭ সালের পর সুচকের সর্বোচ্চ অবস্থান।

প্রাতিষ্ঠানিক খাতের মধ্যে J.Front Retailing Co এর সুচক বেড়েছে ৩.১ শতাংশ , Takashimaya ২.৯ % এবং Marui Group এর সুচক বেড়েছে ৩.২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

যমুনা অয়েলের বোর্ড সভার দিন ঘোষণা

jomunaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েলের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠক থেকে আলোচ্য বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

গত বছর কোম্পানিটি ১০০% লভ্যাংশ দিয়েছিল। তার মধ্যে ছিল ৯০% নগদ ও ১০% বোনাস লভ্যাংশ। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ২১ টাকা ৮১ পয়সা।

কোম্পানিটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

জাহিন স্পিনিংয়ের প্রসপেক্টাস অনুমোদন

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলেনর অনুমোদন পাওয়া জাহিন স্পিনিং লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২.৫৯ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দােিয়ত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. যমুনা ওয়েল
  2. বেক্সিমকো
  3. আমরা টেকনো
  4. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  5. বেক্সিমকো ফার্মা
  6. সাইফ পাওয়ার
  7. আরএসআরএম
  8. আরকে সিরামিকস
  9. ন্যাশনাল পলিমার
  10. সিভিও।

আধ-ঘণ্টায় ডিএসইতে ১৫১ কোটি টাকার লেনদেন

h indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায় ডিএসইতে ১৫১ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির। আর দর কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- যমুনা ওয়েল, বেক্সিমকো, আমরা টেকনো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, আরএসআরএম, আরকে সিরামিকস, ন্যাশনাল পলিমার ও সিভিও।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

মার্কিন শেয়ারবাজারে সূচক পতন অব্যহত

usaস্টকমার্কেট ডেস্ক :

তেলের বাজারের অস্থিরতার কারণে বুধবারও সুচক কমেছে মার্কিন শেয়ার বাজারে। গতসপ্তাহে রেকর্ড লেনদেনের পর চলতি সপ্তাহের শুরু থেকেই আবার সূচক কমতে শুরু করে।

বুধবার আমেরিকার শেয়ার বাজারে প্রায় সবগুলো ইন্ডেক্স ছিল নিম্নমুখী। দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৬১.৬৭ বা ০.৩৫ শতাংশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৩.২৩ পয়েন্ট, S&P 500 .SPX ইন্ডেক্স ০.২৬ শতাংশ বা ৫.৩৩ পয়েন্ট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০১৪.৩৫ পয়েন্ট। Nasdaq Composite .IXIC ইন্ডেক্স ০.১৭ শতাংশ বা ৮.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৪২ পয়েন্ট।

অন্যদিকে TR US INDEX 0.৪২ বা ০.২৩ শতাংশ পয়েন্ট কমে ১৮৩.৯৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

জেমিনি সি ফুডের বোর্ড সভা সোমবার

zeminiস্টকমার্কেট ডেস্ক :

বাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে এই সভাটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।

বৈঠকে কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

গত ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এবছর কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ১৫ টাকা ৩৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আইসিবি-এএমসিএল ফান্ডের মেয়াদ শেষ

mutualনিজস্ব প্রতিবেদক :

মেয়াদ ১০ বছর শেষ হওয়ায় তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত মেয়াদি এ ফান্ড আগামী ২৯ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হচ্ছে। তবে এর পর তিন-চতুর্থাংশ ইউনিটমালিকদের সম্মতিতে ফান্ডটি বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত হতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংজ্ঞা অনুযায়ী, মেয়াদ ১০ বছর অতিক্রম করায় ১ম বিএসআরএস ও আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড অবসায়নে যায়।

সম্প্রতি দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশ ইউনিটমালিকদের মতামত নিয়ে এইমস প্রথম এবং গ্রামীণ ওয়ান স্কিম-১ মিউচুয়াল ফান্ডের আরো ১০ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু গত ৯ সেপ্টেম্বর বিএসইসি ওই প্রস্তাব নাকচ করে দেয়।

এছাড়া গত ২৯ অক্টোবর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আটটি মিউচুয়াল ফান্ডকে শর্তসাপেক্ষে অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তরের অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর প্রতি তিন মাসে একটি ফান্ড অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তর হতে পারবে। এক্ষেত্রে আট মিউচুয়াল ফান্ড অবসায়নে যেতে ২৪ মাস বা দুই বছর সময় পাবে আইসিবি।

আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী, মেয়াদি এ মিউচুয়াল ফান্ড ২৯ ডিসেম্বর তালিকাচ্যুত হচ্ছে।

এজন্য ২৪ ডিসেম্বর থেকে ইউনিটমালিকদের জমাকৃত লভ্যাংশ ও রিফান্ড সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। সর্বশেষ ৫ নভেম্বর দেয়া হিসাবে বর্তমান বাজারদর অনুযায়ী আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের সম্পদমূল্য হচ্ছে ১৯ টাকা ২৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে