আফতাব অটোমোবাইলস লিমিটেড বোর্ড সভা

aftabস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ নভেম্বরে আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৮ নভেম্বর বিকেল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর আফতাব অটো বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমাের্কটবিডি.কম/এআর

ইউনাইটেড লিজিংয়ের নাম পরিবর্তন

ulcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করেছে। কোম্পানির নতুন নাম হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নাম পরিবর্তনের আবেদন অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, শুরুর দিকে এনবিএফআইগুলো শুধু লিজ ফাইন্যান্স করত। সে কারণে প্রায় সব এনবিএফের নামের সাথে ‘লিজিং’ শব্দটি ছিল। কিন্তু পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে এনবিএফআইগুলোর ব্যবসার পরিধি বাড়ে।

বর্তমানে এরা মেয়াদী ঋণ থেকে শুরু করে নানা ধরণের অর্থায়ন সেবা দিয়ে থাকে। তাই কোম্পানিগুলো তাদের নাম থেকে লিজিং শব্দ ছেঁটে ফেলে ফাইন্যান্স শব্দ যোগ করছে।

স্টকমাের্কটবিডি.কম/এআর

বিদ্যুতের দাম বাড়ায় মুনাফা ১৯ গুণ : ডেসকো

descoস্টকমার্কেট ডেস্ক :

চলতি বছরের মার্চে গ্রাহক পর্যায়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৭ দশমিক ৩৪ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিক্রি বাবদ আয় বেড়েছে ১৬ শতাংশ। আয় বাড়ায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯ গুণ।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষণে এমনই দেখা গেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আরজাদ হোসেন ও নির্বাহী পরিচালক মো. রফি উদ্দিন স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বিদ্যুতের খুচরা মূল্য ও গ্রাহক বাড়ায় আয় বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, হিসাব বছরের প্রথম তিন মাসে কোম্পানির মোট পরিচালন আয় হয়েছে ৮১২ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৭০০ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকা। এ সময় কোম্পানিটির বিদ্যুত্ বিক্রি বাবদ আয় হয়েছে ৮০৩ কোটি ১০ লাখ ৫৯ হাজার টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৬৯১ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে কোম্পানির আয় ১৬ শতাংশ বাড়লেও বিদ্যুত্ বিক্রি বাবদ ব্যয় বেড়েছে ৮ শতাংশ। এ সময় এ খাতে কোম্পানিটির ব্যয় হয়েছে ৭২৮ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৬৭৪ কোটি ১২ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রেকর্ড ডেটের কারণে এ শেয়ারের লেনদেন বন্ধ ছিল। এ শেয়ারের সর্বশেষ দর ৭৮ টাকা ৪০ পয়সা। গত দুই বছরের মধ্যে এর সর্বনিম্ন দর ৫৪ টাকা ও সর্বোচ্চ ৯৪ টাকা ৮০ পয়স

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার সুপারিশ করেছে। ২০১৩ সালের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিতে সমর্থ হয়।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৪৪ কোটি ২০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

সপ্তাহের ব্যবধানে সূচক কমলেও বেড়েছে লেনদেন

index upস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে দুই স্টক এক্সচেঞ্জ সূচক কমলেও বেড়েছে লেনদেন। বিদায়ী সপ্তাহে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩৬ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। তবে দুই বাজারেই কমেছে সব ধরনের সূচক।

ডিএসই ও সিএসই ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার  ৭৭৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৩৭৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৯৯ কোটি ৭২ লাখ টাকা বা ৩৫ দশমিক ৯৯।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে  ৭২ দশমিক ৮৯ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির ২ দশমিক ৪২ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির ২১ দশমিক ৬৪ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

এদিকে আলোচিত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে  দশমিক ৮১ শতাংশ বা ৪০ দশমিক ৬৪ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক  দশমিক ৩৭ শতাংশ বা ৬ দশমিক ৮৩ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরীয়াহ সূচক সপ্তাহের ব্যবধানে কমেছে  দশমিক ৪৯ শতাংশ বা ৫ দশমিক ৭৬ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির।

আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। গত সপ্তাহে সিএসই সার্বিক সূচক কমেছে  দশমিক  ৭৮ শতাংশ। আর সিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ বা  পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এআর

‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পরও হল্টট্রেড

talluস্টকমার্কেট ডেস্ক :

‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে্ দ্বিতীয় কার্যদিবসে বিক্রেতা সংকটে হল্টট্রেড হয়েছে বস্ত্র খাতের তাল্লু স্পিনিংর শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সম্প্রতি বস্ত্র খাতের তাল্লু স্পিনিং ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর প্রায় ৩৩.০৬ শতাংশ কমে সর্বশেষ ১৬.৪০ টাকায় লেনদেন হয়। কিন্তু গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ৯.৮০ শতাংশ বা প্রায় ১.৫ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ারের বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাল্লু স্পিনিং ২০১০ সালের ২৭ নভেম্বর ২১  অনুপাতে ৪ কোটি ২৮ লাখ ৫১৬টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়ার অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই এ শেয়ারের দর  ৫৫০ টাকা থেকে ৮১০ টাকায় উঠে যায়। ঘোষণা দেয়ার প্রায় সাড়ে ৫ মাস পর গত ২৪ এপ্রিল বিএসইসির অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি মোট ৪২ কোটি ৮০ লাখ ৫ হাজার ১৬০ টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে। এ কয়েক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮০ টাকার নিচে অবস্থান করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

হংকং শেয়ারবাজারে চাঙ্গা ব্যাংক ও ক্যাসিনো

hongস্টকমার্কেট ডেস্ক :

ব্যাংক ও ক্যাসিনো খাতের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার সূচক বৃদ্ধির মধ্যদিয়ে শেষ হয়েছে হংকং শেয়ারবাজারের লেনদেন। দিনশেষে HSI index  ৮১.৭৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে মোট সুচক দাঁড়িয়েছে ২৪ হাজার ০১৯.৯৪ পয়েন্ট।

অন্যদিকে  Hong Kong China Enterprises Index ০.৬৬ শতাংশ বেড়ে ১০ হাজার ৮০০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া  প্রতিষ্ঠান গুলোর মধ্যে Bank Of China এর শেয়ার মুল্য  ০.৫২% বেড়ে শেয়ার প্রতি মুল্য দাঁড়িয়েছে HK$ ৩.৮৬ হংকং ডলার।

সূত্র- Financial Times

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

রেকর্ড গড়েই নেমে গেল ভারতের শেয়ার সূচক

sensexস্টকমার্কেট ডেস্ক :

নতুন রেকর্ড গড়ার একদিন যেতে না যেতেই পরের কার্যদিবসেই সেনসেক্স সূচক কমেছে গেল ভারতের শেয়ারবাজারে। তেলের দামের উপর কর বৃদ্ধির সরকারী সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

অতীতের সব রেকর্ড ভেঙে গতকালই সেনসেক্স ২৮ হাজার ১২৬ পয়েন্টের মাইল ফলক স্পর্শ করে ভারতের শেয়ারবাজার। সেই রেষ যেতে না যেতেই বৃহস্পতিবার সুচকের এই পতন ঘটল।

এদিন BSE Sensex  সূচক .২৪ শতাংশ বা ৬৮.২৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ২৭ হাজার ৯৪0.৬৪ পয়েন্টে। এছাড়া Nifty Index .৩০ শতাংশ বা ২৫.৪৫ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৭.৮৫ পয়েন্টে নেমে এসেছে।

মুলত তেলের দামের উপর কর বৃদ্ধির ফলে শেয়ারবাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট্ররা মনে করছেন। উল্লেখ্য, ভারতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের উপর অতিরিক্ত ১.৫০ রুপি শুল্ক আরোপ করেছে দেশটির সরকার।

সূত্র : দি স্টেটমেন্ট

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

ইউরোপের শেয়ারবাজারে নেতিবাচক লেনদেন

euস্টকমার্কেট ডেস্ক :

তেল ও জ্বালানী খাতের অস্থরতার জন্য লেনদেনে নেতিবাচক প্রভাব লক্ষ্যকরা গেছে ইউরোপের শেয়ারবাজারে। বৃহস্পতিবার দিনের শুরুতেই সুচকের পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যহত থাকে।

বিশ্লেষকদের মতে, তেল ও জ্বালানি খাতে অস্থিরতার জেরে বিনিয়োগকারিরা মুখ ফিরিয়ে নেওয়ায় বাজারে এই সুচক পতন ঘটেছে। দিনেরশেষে FTSEurofirst 300 index of top European shares ০.৩ শতাংশ কমে ১৩৩.২৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ব্রিটেনের FTSE 100 ইন্ডেক্স ০.১ শতাংশ, ফ্রান্সের CAC INDEX  কমেছে ০.৪ শতাংশ এবং জার্মানির DAX INDEX কমেছে ০.১ শতাংশ কমেছে।

সূত্র : সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

রবিবার স্পট মার্কেটে মালেক স্পিনিং

malekস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের লেনদেন আগামী রবিবার স্পট ও ব্লক মার্কেটে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে এ শেয়ারের লেনদেন চলবে। পরদিন রেকর্ড ডেটের কারণে এর লেনদেন বন্ধ থাকবে। ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এ কোম্পানি। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। ১৮ ডিসেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এর এজিএম অনুষ্ঠিত হবে।

ডিএসইতে গতকাল দিনভর দর ২২ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২২ টাকা ৭০ পয়সায়। লেনদেন শেষে এর সর্বশেষ দর ছিল ২২ টাকা ৭০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আজ দুলামিয়া কটনের লেনদেন স্পট মার্কেটে

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটনের লেনদেন আজ রবিবার স্পট ও ব্লক মার্কেটে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

৬ নভেম্বর পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে এর লেনদেন চলবে। পরদিন রের্কড ডেটের কারণে এর লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি গত চার বছর কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০০৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এ কোম্পানি। ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে এ কোম্পানি।

এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৫ পয়সা, শেয়ারপ্রতি দায় ৩৪ টাকা ১৭ পয়সা। ২৪ ডিসেম্বর সুন্দরবন হোটেলে এর এজিএম অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে