ঢাকা ডায়িংয়ের ১০ শতাংশ স্টক লভ্যাংশ

dyinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ হিসাবে ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ  অনুমোদন হয়।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আমেরিকার শেয়ারবাজারে সব সূচক বাড়ল

us sockস্টকমার্কেট ডেস্ক :

তেলের বাজারের অস্থিরতার কারণে বুধবারও সূচক কমলেও বৃহস্পতিবারের লেনদেনে সুচক বেড়েছে মার্কিন শেয়ার বাজারে।

এদিন Dow এবং  S&P 500  উভয় সূচক গড়ে ২.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৪২ মার্কিন ডলার। দিনশেষে Dow Jones industrial average .DJI  ইন্ডেক্স ৪৭.৬৯ (০.২৭%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬৫৯.৮৯ পয়েন্ট, S&P 500 .SPX ইন্ডেক্স ৩.৮৪ পয়েন্ট (০.১৯%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৪২.০৯ পয়েন্ট।

Nasdaq Composite .IXIC ইন্ডেক্স ১৩.৭৬ (০.২৯%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬৮৮.৯০ পয়েন্ট । অন্যদিকে TR US INDEX  2.41 ০.২4 শতাংশ বা ১৮৭.৮৫ পয়েন্টে অবস্থান করছে।

সুত্র-রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর