প্রথম প্রান্তিকে আয় ও মুনাফা বেড়েছে অলিম্পিকের

olympicস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৩০ সেপ্টেম্বর ২০১৪ (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা এবং আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ১৮ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা এবং ১.৫৮ টাকা।

এদিকে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ঘোষিত ৩৫ শতাংশ বোনাস শেয়ার অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৪ তে ইপিএস হয়েছে ১.৪৯ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ১.১৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

নতুন রেকর্ড গড়লো ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

একদিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম দিনে আবারো সূচক বৃদ্ধি পেল ভারতের শেয়ারবাজারে। তবে এবার ছাঁড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন রেকর্ড গড়েছে Sensex এবং Nifty উভয় সূচক। সোমবার দিনশেষে BSE Sensex Index ১৩১.২১ (০.৪৭%) বেড়ে নতুন সূচক দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৭.৮৮ পয়েন্ট। যা ভারতের শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড।

ইতিপূর্বে এত বেশি সূচকের মুখ দেখেনি ভারতের শেয়ারবাজার।

উল্লেখ্য, গত ১৩ নভেম্ব্রর ২৮,১২৬ পয়েন্টের মাইল ফলক স্পর্শ করেছিল সেনসেক্স।

অন্যদিকে Sensex এর সাথে পাল্লা দিয়ে সমান তালে বেড়েছে Nifty Index। দিনশেষে Nifty Index ৪০.৮৫ (০.৪৯%) পয়েন্ট বেড়ে ৮,৪৩৮.০১ পয়েন্টে অবস্থান করছে । Nifty এর ইতিহাসে এটিই সূচকের সবচেয়ে বড় উত্থান । বাজারে বড় ধরনের কোন পরিবর্তন না হলে এই ধারা অব্যহত থাকবে বলে আশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

প্রথম কার্যদিবসে খান ব্রাদার্সের দর ৬৮০ শতাংশ

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

লেনদেনের প্রথম কার্যদিবসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৬৮ টাকা বা ৬৮০ শতাংশ বেড়েছে। এ পরিমাণ দর বেড়ে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিও প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতার পর খান ব্রাদার্স শেয়ারবাজারে প্রথম কার্যদিবসে ৪৭ টাকা দর দিয়ে লেনদেন শুরু করে। যা ৮০ টাকা পর্যন্ত উঠে। সর্বশেষ ৭৮ টাকায় কোম্পানিটির প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে। কোম্পানিটির মোট ৯৬ লাখ ২০ হাজার শেয়ার ১৭ হাজার ৪২৮ বার হাতবদল হয়েছে। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ২০০ টাকার।

‘এন’ ক্যাটাগরির আওতায় খান ব্রাদার্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

  1. খান ব্রাদার্স পিপি
  2. যমুনা ওয়েল
  3. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  4. শাহজিবাজার পাওয়ার কোম্পানির
  5. বিইডিএল
  6. ডেসকো
  7. কেয়া কসমেটিকস
  8. অলিম্পিক
  9. সাইফপাওয়ার
  10. ফার্মা এইডস।

শেয়ারবাজারে কমেছে সূচক, দর ও লেনদেন

dse cseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে কমেছে সূচক। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে। এ নিয়ে টানা চতুর্থ দিন পতনে রয়েছে সূচক। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৬৪ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮৯৮ পয়েন্টে। ডিএসইতে মোট ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৯৯ লাখ টাকার।

এদিন ডিএসইতে বেশি লেনদেন হয়েছে-খান ব্রাদার্স পিপি, যমুনা ওয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার কোম্পানির, বিইডিএল, ডেসকো, কেয়া কসমেটিকস, অলিম্পিক, সাইফপাওয়ার ও ফার্মা এইডস।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৯২৪৯ পয়েন্টে। সিএসইতে মোট ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

লভ্যাংশ ঘোষণার পরই উদ্যোক্তাদের বোনাস বিক্রির হিড়িক

devidenedনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির লেনদেন শুরুর পর পরই বোনাস লভ্যাংশ ঘোষণার প্রবণতা দেখা গেছে। এমন লভ্যাংশ ঘোষণার অন্যতম কারণ হচ্ছে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ। কোনো নিষেধাজ্ঞা না থাকায় ঘোষিত লভ্যাংশের শেয়ার বিও হিসাবে আসার পর পরই তা বিক্রির ঘোষণা দিচ্ছেন উদ্যোক্তারা।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথমবার বোনাস লভ্যাংশ ঘোষণার পর সাত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের স্বল্প সময়ের মধ্যে বোনাস শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি লক্ষ করা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে— ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সানলাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

এসব কোম্পানির কোনো কোনো উদ্যোক্তা বিও হিসাবে বোনাস শেয়ার জমা হওয়ার সাতদিনের মধ্যে তা বিক্রির ঘোষণা দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই প্রাপ্ত বোনাস শেয়ারের সবই বিক্রি করেছেন।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক কোম্পানির প্রসপেক্টাস ইস্যুর পরবর্তী তিন বছর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বোনাস শেয়ার বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের প্রসপেক্টাস অনুমোদন দেয় বিএসইসি। গত ১৬ অক্টোবর বিও হিসাবে বোনাস শেয়ার জমা হওয়ার সাতদিন পর থেকেই তা বিক্রির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চার উদ্যোক্তা-পরিচালক।

২০১৩ সালের ৩১ জানুয়ারিতে লেনদেন শুরুর পর দুই হিসাব বছরে ৫ শতাংশ করে বোনাস লভ্যাংশ দেয় সানলাইফ ইন্স্যুরেন্স। বিও হিসাবে ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ জমার পর এ প্রতিষ্ঠানের প্রায় সব উদ্যোক্তা-পরিচালক বোনাস শেয়ার বিক্রি করে দিয়েছেন।

২০১৫ সালের ২ অক্টোবর এ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সাধারণ শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। গত ২৩ সেপ্টেম্বর বিও হিসাবে ঘোষিত লভ্যাংশের শেয়ার জমার পর প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, চেয়ারম্যান ও পরিচালকসহ মোট ১০ জন ৭ লাখ ১৪ হাজার বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকদের চলতি বছরের ৩০ নভেম্বর শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। তবে এর আগেই বোনাস শেয়ার বিক্রির মাধ্যমে উদ্যোক্তা- পরিচালকরা বাজার থেকে অর্থ তুলে নিয়েছেন। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর নভেম্বর সময়ে নয় উদ্যোক্তা-পরিচালক ৯ লাখ ১৩ হাজার ৮০০ শেয়ার বিক্রি করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইফাদ অটোসের আইপিও আবেদন রবিবার থেকে

ifadস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা তোলার অনুমোদন পেয়েছে ইফাদ অটোস লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৭তম সভায় প্রতিষ্ঠানটিকে এই অনুমোদন দেয়া হয়।

আগামী ২৩, রবিবার থেকে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত কোম্পানিটির আইপিওর আবেদনপত্র জমা দানের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৬ ডিসেম্বর পর্যন্ত। নতুন ও পুরাতন উভয় পদ্ধতিতে পুঁজিবাজার থেকে কোম্পানিটি আইপিও টাকা উত্তোলন করবে বলে জানানো হয়।

ইফাদ অটোস পুঁজিবাজার থেকে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগৃহিত অর্থ দিয়ে কোম্পানির এসেম্বিং প্লান্ট, গাড়ির বডি বিল্ডিং ইউনিট নির্মাণ এবং প্রায় ৯ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।

ইফাদ গ্রুপের ইফাদসহ রয়েছে মোট ৮টি প্রতিষ্টান। এরমধ্যে ৬টি কোম্পানি তাদের ব্যবসায়িক কার্যক্রম বেশ ভালেভাবেই পরিচালনা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস লিমিটেড, ইফাদ এন্টারপ্রাইজ লিমিটেড, ইফাদ অটোমোবাইলস লিমিটেড, ইফাদ এগ্রো কমপ্লেক্স লিমিটেড, ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেড ও ইফাদ মাল্টি এন্ড ক্যামিকেলস লিমিটেড।

ইফাদ গ্রুপের ইফাদ অটোসের শেয়ারপ্রতি ফেস ভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর সঙ্গে বাড়তি ২০ টাকা প্রিমিয়াম মিলে শেয়ারপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। কোম্পানিটির ২০১২ সালে ইপিএস ছিল ২.৯৬ টাকা। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ২.৯৮ টাকা এবং এরপরে ২০১৪ সালে ইপএিস প্রায় দ্বিগুণ হয়ে ৫.১৬ টাকায় দাঁড়ায়।

কোম্পানির আল আরাফা ব্যাংকে এখন পর্যন্ত কোম্পানির সর্বোচ্চ ঋণ রয়েছে ১০৭ কোটি টাকা। গত বছরের আমাদের বার্ষিক বিক্রয় হয়েছে প্রায় ৮১৫ কোটি টাকা। তবে গত বছরগুলোতে গড় বিক্রয়ের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে হয়েছিল।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইফাদ অটোসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৪৪ টাকা ১২ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. খান ব্রাদার্স
  2. শাহজিবাজার পাওয়ার কোম্পানির
  3. যমুনা ওয়েল
  4. জেএমআই সিরিঞ্জ
  5. ফার্মা এইডস
  6. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  7. অলিম্পিক
  8. সিভিও
  9. সাপোর্ট
  10. ডেসকো।

সূচকের উত্থানে শুরু কার্যদিবসের লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে সূচকের উত্থানে শুরু হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১১টায় ব্রড ইনডেক্স ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজা ৯২৬ পয়েন্টে। এ সময়ে মোট মোট ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৫১ লাখ টাকার।

এসময় ডিএসইতে বেশি লেনদেন হয়েছে-খান ব্রাদার্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানির, যমুনা ওয়েল, জেএমআই সিরিঞ্জ, ফার্মা এইডস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক, সিভিও, সাপোর্ট ও ডেসকো।

স্টকমার্কেটবিডি.কম/এআর

সোনালী আঁশের দর বাড়ার কারণ নেই

indeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত পাট খাতের সোনালী আাঁশ কোম্পানি দর বাড়ার কারণ জানেনা। কোম্পানিটির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে ১৭ নভেম্বর সোমবার ডিএসইর নোটিশের জবাবে সোনালী আাঁশ এ কথা জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, কোম্পানিটির গত ১ মাসের গ্রাফ অনুযায়ী চলতি মাসের ১০ তারিখ হতে ১২ তারিখে পর্যন্ত টানা ৩ কার্য দিবস দর বাড়ে এবং ১৩ তারিখে সামান্য পতন ছাড়া ১৬ তারিখে আবার অস্বাভাবিক দর বাড়ে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে