জিপিএইচ ইস্পাতের বোনাস শেয়ার বিওতে প্রেরণ

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাতের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে সাম্প্রতিক প্রেরণ করা হয়েছে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ এপ্রিল ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হয়।

এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো গত ২২ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মধুমিতা ভবনের ৫টি ব্রোকারেজ হাউজে চুরি

brokerage-houseনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা ভবনের ৫টি ব্রোকারেজ হাউজে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ব্রোকারেজ হাউজগুলো থেকে দুর্বৃত্তরা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

খুরশীদ আলম সিকিউরিটিজ, আল-মুনতাহা সিকিউরিটিজ, এম.এ. কাইয়ুম সিকিউরিটিজ, ওশাধি সিকিউরিটিজ ও টোটাল সিকিউরিটিজে এ চুরির ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, সিকিউরিটিজ হাউজগুলোর ভেঙ্গে ফেলা দরজাগুলো মেরামতের চেষ্টা চলছে। কর্মীরা রাতে চুরির সময় এলোমেলো করা কাগজপত্র এবং মালামাল ঠিক করছিলেন।

কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেল, রাতে গেট কেটে ভেতরে ঢুকে ভাংচুর ও মালামাল নষ্ট করা হয়েছে। নগদ টাকা এবং মোবাইল ফোন খোয়া গেছে। আল-মুনতাহা সিকিউরিটিজ হাউজের নিবার্হী শামসুল ইসলাম বলেন, আমাদের প্রায় সাড়ে ৫ লাখের বেশি টাকা এবং দুটি মোবাইল ফোন খোয়া গেছে। এসব অর্থের বেশিরভাগই গ্রাহকরা জমা দিয়েছিলেন। মামলার ব্যাপারে তিনি বলেন, আমরা আইনজীবীর সঙ্গে পরামর্শ করছি।

টোটাল কমউনিকেশন লিমিটেডে থেকে প্রায় নগদ ৮৫ হাজার টাকা চুরি হয়েছে। ৩টি সিসি ক্যামেরা এবং কম্পিউটারসহ অন্যান্য মালামাল ভাংচুর করা হয়েছে। কাইয়ুম সিকিউরিটিজের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার নগদ চুরি হয়েছে। ওশাধি সিকিউরিটিজ হাউসের কমপ্লায়েন্স অফিসার আমিনুল ইসলাম বলেন, হাউসের বিভিন্ন ড্রয়ার থেকে আনুমানিক ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ খোয়া গেছে। একই সঙ্গে সিসি ক্যামেরা সহ অন্যান্য জিনিসপত্র নষ্ট করেছে বলে জানান তিনি।

এছাড়া খুরশিদ সিকিউরিটিজের অ্যাকাউন্স থেকে প্রায় ২০ হাজার টাকার নগদ অর্থ চুরি হয়েছে।

চুরির ঘটনা প্রকাশের পরপরই সকালে মতিঝিল থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে ওই ভবনে কাজ করে এমন ৪ থেকে ৫ জন গার্ডকে জিঞ্জাষাবাদ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

এনভয় টেক্সটাইলের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ডসরডচস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয়  টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ২ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা(এজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ২.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সংকট কাটিয়ে রেকর্ড মার্কিন শেয়ারবাজারে

usaস্টকমার্কেট ডেস্ক :

তেলের বাজারের অস্থিরতার কারণে গত সপ্তাহে সূচকের মিশ্রভাব থাকলেও মঙ্গলবার রেকর্ড পরিমাণে সূচক বেড়েছে মার্কিন শেয়ারবাজারে। যা এ বছরের রেকর্ড সূচক হারে বৃদ্ধি।

মূলত স্বাস্থ্যে ও সেবা খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের এই বৃদ্ধি ঘটেছে। আনুপাতিক হারে সবচেয়ে বেশি বেড়েছে S&P 500 .SPX ইন্ডেক্স।

মঙ্গলবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৪২.১৩ (০.২১%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬৮৫.২২ পয়েন্ট, S&P 500 .SPX ইন্ডেক্স ৮.৪২ পয়েন্ট (০.৪২%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৪৯.৯০ পয়েন্ট। Nasdaq Composite .IXIC(০.৫৩%)পয়েন্ট বেড়ে ৪৬৯৫.৮৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. বিইডিএল
  3. যমুনা ওয়েল
  4. খান ব্রাদার্স পিপি
  5. ডেসকো
  6. আফতাব অটো
  7. কেয়া কসমেটিকস
  8. বেক্সিমকো
  9. ব্র্যাক ব্যাংক
  10. জেএমআই সিরিঞ্জ।

শেয়ারবাজারে চারদিন পর যোগ হলো সূচক

high indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচক যোগ হয়েছ। ডিএসইতে এদিন প্রধান সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। তবে দুই বাজারেই টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯২৬ পয়েন্টে। ডিএসইতে মোট ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৩২ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৯৯ লাখ টাকার।

এদিন ডিএসইতে বেশি লেনদেন হয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিইডিএল, যমুনা ওয়েল, খান ব্রাদার্স পিপি, ডেসকো, আফতাব অটো, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক ও জেএমআই সিরিঞ্জ।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯ হাজার ৩০৩ পয়েন্টে। সিএসইতে মোট ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৫ লাখ টাকার। গতকাল মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

বঙ্গজ পরিচালককের শেয়ার বিক্রয়ের ঘোষণা

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজের উদ্যোক্তা পরিচালক মাহফুজা হক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ৩০ হাজার শেয়ার বেচবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।

মাহফুজা হকের কাছে কোম্পানির মোট ৫৪ হাজার ৯০১টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বেচবেন।

উল্লেখ, বর্তমানে বঙ্গজের শেয়ার ৩৩২ টাকায় লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. বিইডিএল
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. খান ব্রাদার্স পিপি
  4. যমুনা ওয়েল
  5. আফতাব অটো
  6. ব্রাক ব্যাংক
  7. জেএমআই সিরিঞ্জ
  8. বেক্সিমকো
  9. ডেসকো
  10. গ্রামীন ফোন।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন।

বুধবার দিনের প্রথম দেড় ঘণ্টায় দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

দুপুর ১২টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বরকতুল্লাহ ইলেকট্রো ডায়ানামিকের। এ সময়ে এ কোম্পানির ৪৯ লাখ ৪৫ হাজার ২০০টি শেয়ার ১৯ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে।

এসময় ডিএসইতে বেশি লেনদেন হয়েছে-বিইডিএল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খান ব্রাদার্স পিপি, যমুনা ওয়েল, আফতাব অটো, ব্রাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো, ডেসকো ও গ্রামীন ফোন।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮৯৮ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৬২৭ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর ১২টায় ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩২২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ২০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এআর

সুদ না কমলেও তেজি ভারতের শেয়ার বাজার : আনন্দবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

সুদ কমার পথ প্রশস্ত করার জন্য যথেষ্ট মালমশলা জড়ো হয়েছে গত সপ্তাহে। সার্বিক মূল্যবৃদ্ধির হার আশাতীত ভাবে নেমে এসেছে মাত্র ১.৭৭ শতাংশে। আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে যা ছিল ২.৩৮ শতাংশ। একই সপ্তাহে প্রকাশিত হয়েছিল অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির হার ৫.৫২ শতাংশে নামার খবর। এই খবরে বাজার ধরেই নেয়, ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক সুদ কমাতে চলেছে।

ফলে আর শুধু স্পর্শ করে নেমে আসা নয়। সোমবার ২৮ হাজারে মজবুত ভাবে চেপে বসে সেনসেক্স। ১০৬ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ২৮,০৪৭ অঙ্কে। নিফ্টিও পৌঁছয় সর্বকালীন উচ্চতায়।
তবে আগামী ঋণনীতি পর্যালোচনার সময়ে রিজার্ভ ব্যাঙ্ক যদি সুদ কমানোর পথে না হাঁটে, তা হলে বাজার সাময়িক কিছুটা পড়লেও মাঝারি থেকে দীর্ঘ মেয়াদে কিন্তু তার তেজি থাকার সম্ভাবনা প্রবল। যে সব কারণে সূচকের আরও উত্থান আশা করা যায়, তা হল:

• এখনই যদি না-ও কমে, অদূর ভবিষ্যতে সুদ কমার সম্ভাবনা প্রবল। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে একটু রাশ টানতে পারলেই সুদ কমানো হবে বলে মনে করা হচ্ছে।
• শিল্পবৃদ্ধির হার গত জুলাই এবং অগস্টে ছিল যথাক্রমে ০.৪ ও ০.৪৮ শতাংশ। অথচ তা-ই এ বার সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ২.৫ শতাংশে।
• কয়েক দিন পরেই সংসদে বসবে শীতকালীন অধিবেশন। সকলের আশা, এই অধিবেশনে মোদী সরকার আর্থিক সংস্কারে গতি আনবে। আলোচনা হতে পারে বিমা বিল, পণ্য পরিষেবা বিল, প্রত্যক্ষ কর বিধি ইত্যাদি নিয়ে। সরকার সংস্কারের পথে হাঁটলে তা শক্তি জোগাবে সূচককে।
• খাদ্যে ভর্তুকি নিয়ে ভারতের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেওয়াতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে ভারতের লড়াইয়ের অবসান হবে। উন্নতি হবে ভারতের সঙ্গে পশ্চিম দুনিয়ার সম্পর্কের।
• আগামী কেন্দ্রীয় বাজেট পেশ হতে মাত্র সাড়ে তিন মাস দেরি। এই বাজেটে সরকার আগামী চার বছরের জন্য অর্থনৈতিক দিশা দেখাতে পারবে বলে আশা করা হচ্ছে।
• মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ বিশেষ করে রেল এবং প্রতিরক্ষা দফতর বণ্টন বাজারের পছন্দ হয়েছে।
গত সপ্তাহে শেষ হয়েছে দ্বিতীয় ত্রৈমাসিক তথা ষান্মাসিক কোম্পানি ফলাফল প্রকাশের পালা। ভাল-খারাপ মিলিয়ে এ বারের ফল মিশ্র বলা চলে। ভাল ফলাফল প্রকাশ করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৭২৫ কোটি টাকা বেড়ে ৩ মাসের লাভের অঙ্ক পৌঁছেছে ৩১০০ কোটি টাকায়। একই সঙ্গে কমেছে ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের অনুপাত।

তবে বিশ্ব বাজারে তেলের দাম কমায় ১০ শতাংশ নিট মুনাফা কমেছে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি-র। জুলাই-সেপ্টেম্বর, এই তিন মাসে সংস্থাটির নিট লাভ ৬,০৬৪ কোটি টাকা থেকে কমে হয়েছে ৫,৪৪৫ কোটি টাকা। বিক্রি বাড়লেও লাভ কমে গিয়েছে টাটা মোটরস-এর। ৬০,১৬৪ কোটি টাকা বিক্রির উপর গত ৩ মাসে সংস্থাটির নিট মুনাফা হয়েছে ৩,২৯১ কোটি টাকা।

আগের বছরের একই সময়ের তুলনায় ২৫১ কোটি টাকা কম। কলকাতার সংস্থা সিইএসসি-র নিট মুনাফা ১৭১ কোটি থেকে বেড়ে হয়েছে ১৯২ কোটি টাকা। গত তিন মাসে প্রায় ৯০০ কোটি টাকা লোকসান হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের। ৪৫ শতাংশ লাভ কমেছে স্টিল অথরিটির। ১,১৮০ কোটি টাকা থেকে নেমেছে ৬৪৯ কোটি টাকায়। জমি বিক্রি বাবদ লাভের সুবাদে গত তিন মাসে টাটা স্টিলের নিট মুনাফা ছুঁয়েছে ১,২৫৪ কোটি টাকা। এর মধ্যে ১,১৪৭ কোটি এসেছে মুম্বই শহরে একটি জমি বিক্রির লাভ থেকে।

এ দিকে, সুদ কমার সম্ভাবনা দেখা দেওয়ায় শেয়ার বাজার খুশি ঠিকই। কিন্তু এই খবর চিন্তায় রেখেছে অবসরপ্রাপ্ত বহু মানুষকে। বিশেষ করে কয়েক বছর আগে যাঁরা অবসর নিয়েছেন। যাঁদের হাতে লগ্নিযোগ্য তহবিল আছে, তাঁদের উচিত হবে সুদ কমার আগেই বর্তমান সুদে দীর্ঘ মেয়াদে তা লগ্নি করা।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে