যমুনা অয়েল বুঝে পায়নি ওমেরার শেয়ার

Jamuna-Omeraস্টকমার্কেট ডেস্ক :

জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওমেরা ফুয়েলস লিমিটেড তার স্পন্সর শেয়ারহোল্ডার যমুনা অয়েল কোম্পানির নামে এখনও শেয়ার বরাদ্দ করেনি। কোম্পানির ৪৩ লাখ ৭০ হাজার শেয়ারের মালিক যমুনা অয়েল; যা মোট শেয়ারের ২৫ শতাংশ।

যমুনা অয়েল কোম্পানির নিরীক্ষক তার পর্যবেক্ষণে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ, যমুনা অয়েল কোম্পানির জমিতে স্থাপিত হয়েছে ওমেরা ফুয়েলস লিমিটেডের প্রকল্প। ওই সুবাদে কোম্পানির ২৫ শতাংশ মালিকানা পেয়েছে যমুনা অয়েল। ওমেরা ফুয়েলসের ১৪ টি সুপরিসর ট্যাঙ্ক রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালে ৬ দশমিক ১৭ একর জমিতে এসব ট্যাঙ্কের অবস্থান। ট্যাঙ্কগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা ৭০ হাজার মেট্রিক টন।

বেসরকারি বিদ্যুতকেন্দ্রগুলোর জন্য আমদানি করা ফার্নেস অয়েল সংরক্ষণের সেবা দিয়ে থাকে ওমেরা ফুয়েলস। আগামী দিনে কোম্পানিটি সব ধরনের জ্বালানি তেল নিজেরাই আমদানি করে সংরক্ষণ ও বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সি অ্যান্ড এ র ১৯ গুণ আবেদন

cnaস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) বিনিয়োগকারীদের কাছ থেকে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডে ৮৬৮ কোটি টাকা বা ১৯ গুণ আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৮ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ১১২ কোটি টাকা বা ১৯.৩০ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৫ কোটি ৭১ লাখ ০৭ হাজার ১১২ কোটি টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। ১৩ নভেম্বর পর্যন্ত জমা পড়া আবেদনের হিসাব তুলে ধরা হয়েছে।

এর আগে কোম্পানিটির আইপিওতে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ২২ নভেম্বর পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট।

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৩৮ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১৮ নভেম্বর ২০১৪ তারিখের হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট এ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয়মূল্য অনুসারে ২২২.৮২ টাকা আর বাজারমূল্য অনুসারে ১ হাজার ৫৬৭.৮৩ টাকা, দ্বিতীয়টির এনএভি ক্রয়মূল্য অনুসারে ৯৫.০৬ টাকা আর বাজারমূল্য অনুসারে ৩০৯.৫৩ টাকা।

তৃতীয়টির ক্রয়মূল্য অনুসারে ৬৬.১১ টাকা আর বাজারমূল্য অনুসারে ৩৬১.৭৭ টাকা, চতুর্থটির ক্রয়মূল্য অনুসারে ৭০.৬৯ টাকা আর বাজারমূল্য অনুসারে ২৯১.৩৫ টাকা।

পঞ্চমটির ক্রয়মূল্য অনুসারে ৫৬.৪০ টাকা আর বাজারমূল্য অনুসারে ১১১.৪৫ টাকা, ষষ্ঠটির ক্রয়মূল্য অনুসারে ২৬.৪১ টাকা আর বাজারমূল্য অনুসারে ৬২.২৭, টাকা।

সপ্তমটির ক্রয়মূল্য অনুসারে ৩৪.৫৫ টাকা আর বাজারমূল্য অনুসারে ১১১.৪৫ টাকা এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট এসেট ভ্যালু (এনএভি) ক্রয়মূল্য অনুসারে ৩০ টাকা আর বাজারমূল্য অনুসারে ৭৫.২২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

অতিরিক্ত প্রিমিয়াম বন্ধ করতে বিক্ষোভ

Investor-Human-chaiনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে আইপিও অনুমোদন বন্ধ করারসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য। নিয়ন্ত্রক সংস্থা ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বাজারে স্থিতিশীলতা আনয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে সংগঠনটির পক্ষ থেকে একটি স্মারকলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পেশ করা হয়।

রবিবার বেলা ১২টায় বিএসইসি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিন আকন্দ। এর পর দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির কয়েকজন নেতাকর্মী বিএসইসির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আলমের কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধন চলাকালে রুহুল আমিন বলেন, ‘বিএসইসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছি, দ্রুত শেয়ারবাজার ঠিক করেন, নইলে পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে বলছি, বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেন। কোনো কারণ ছাড়াই অযাচিত হস্তক্ষেপ করবেন না। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’
স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, অতিরিক্ত প্রিমিয়ামে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন বন্ধ করতে হবে। ট্যাক্স আইডেন্টিটি নম্বর (টিআইএন) সংক্রান্ত এ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) দ্রুত স্থগিত করতে হবে। শেয়ারবাজার নিয়ে ব্যাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। নো-ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনতে হবে।

মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডগুলো বন্ধ না করে স্বল্প সময়ের জন্য বর্ধিত করা বিশেষ প্রয়োজন। মিউচ্যুয়াল ফান্ডের উন্নয়নে বিএসইসিকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। যুগোপযোগী পাবলিক ইস্যু রুলস প্রণয়ন করতে হবে।

ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আপ্যায়ন স্বরূপ উপহার সামগ্রী প্রদানের বিষয়টি অব্যাহত রাখার দ্রুত নির্দেশ দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. যমুনা ওয়েল
  3. খান ব্রাদার্স পিপি
  4. বিইডিএল
  5. ফার্মা এইড
  6. মেঘনা পেট
  7. স্কয়ারফার্মা
  8. জেএমআই সিরিঞ্জ
  9. আরএসআরএম
  10. কেয়া কসমেটিক।

সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে ব্যাপক পতন

dse cseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন সপ্তাহ। দুই বাজারেই টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে অনেক কমেছে।

রবিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৬১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৫ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৯৯ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৭০ লাখ টাকার।

এদিন ডিএসইতে বেশি লেনদেন হয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যমুনা ওয়েল, খান ব্রাদার্স পিপি, বিইডিএল, ফার্মা এইড, মেঘনা পেট, স্কয়ারফার্মা, জেএমআই সিরিঞ্জ, আরএসআরএম ও কেয়া কসমেটিক।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ১১৮ পয়েন্ট কমে অবস্থান করে ৯ হাজার ১৩৫ পয়েন্টে। সিএসইতে মোট ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৪ লাখ টাকার। গতকাল মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৬ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

মহীন্দ্রা ব্যাংকের ঘোষণায় আরো চাঙ্গা শেয়ারবাজার

mahindraস্টকমার্কেট ডেস্ক :

চাঙ্গা বাজারকে শনিবার আরও উৎসাহিত করল আইএনজি বৈশ্য ব্যাংক কেনা নিয়ে কোটাক মহীন্দ্রা ব্যাংকের ঘোষণা। ফলে সেনসেক্স বেড়েছে ২৬৭.০৭ পয়েন্ট। এবং ২৮,৩৩৪.৬৩ অঙ্কে আবার গড়েছে উচ্চতার নতুন নজির। ৮,৪৭৭.৩৫তে পৌঁছে রেকর্ড করেছে নিফ্টিও। এ দিন ডলারের সাপেক্ষে রুপির দামও বেড়েছে ১৮ পয়সা। এক ডলার হয়েছে ৬১.৭৬ টাকা।

মোদী সরকার শীতকালীন অধিবেশনে কিছু সংস্কারমুখী বিল আনবে, এই আশায় বেশ কিছু দিন ধরেই ঊর্ধ্বমুখী বাজার। মাঝেমধ্যে তা একটু পড়েছে উঁচু বাজারে মুনাফা ঘরে তোলার জন্য শেয়ার বিক্রির জেরে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক ঘোষণা করে আইএনজি বৈশ্য ব্যাংক ক্রয়ের কথা। যা ভারতে ব্যাংকি জগতের বৃহত্তম সংযুক্তি। আর তার পরই এ দিন বিভিন্ন ব্যাংকের শেয়ার কিনতে তুমুল উৎসাহিত হয়ে ওঠেন বিনিয়োগকারীরা।

তাদের আশা, এ ভাবে সংযুক্তির মাধ্যমে বড় মাপের ব্যাংক তৈরির ঘটনা ব্যাংকিং খাতে আরও উন্নয়ন ঘটবে। মজবুত হবে এই শিল্পের পায়ের তলার মাটি। শুধু এসবিআই, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক ও এইচ ডি এফ সি ব্যাংকের জন্যই সেনসেক্স উঠেছে প্রায় ১৫০ পয়েন্ট। কোটাক মহীন্দ্রা ব্যাংকের শেয়ার দরও ৩.৭% বেড়েছে। বেড়েছে সম্প্রতি শেয়ার ভাঙা স্টেট ব্যাংকের দরও।

এ দিন অবশ্য বিভিন্ন দেশের সূচকই বেড়েছে। যার অন্যতম কারণ চীনের শীর্ষ ব্যাংকের সুদ কমানোর খবর। এশীয় বাজারের পাশপাশি বেড়েছে ইউরোপের অনেক সূচকও।

সূত্র- আনান্দবাজার

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ফার্মা এইড
  3. জেএমআই সিরিঞ্জ
  4. যমুনা ওয়েল
  5. খান ব্রাদার্স পিপি
  6. বিইডিএল
  7. জিএসপি ফিন্যান্স
  8. এবি ব্যাংক
  9. আরএসআরএম
  10. সোনালী আঁশ।

৩০ মিনিটে লেনদেন ৪৬ কোটি টাকা

dse1নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায় ডিএসইতে মাত্র ৪৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির। আর দর কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইড, জেএমআই সিরিঞ্জ, যমুনা ওয়েল, খান ব্রাদার্স পিপি, বিইডিএল, জিএসপি ফিন্যান্স, এবি ব্যাংক, আরএসআরএম ও সোনালী আঁশ।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮৮পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ পয়েন্টে।

অন্যদিকে বেলা ১১ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১২০ পয়েন্টে। এসময় লেনদেন হয়েছে ৩ কোটি টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

বেঙ্গল উইন্ডসর ২৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bengleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ  অনুমোদন করা হয়।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩  টাকা ৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী  ২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে