বিএসইসিতে ঐক্য পরিষদের ১১ দফা দাবি পেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) স্মারকলিপি দাখিল করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ওই স্মারকলিপিতে বাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় বিএসইসির কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে স্মারকলিপিটি দাখিল করা হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেছেন বিএসইসির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আলম। সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐক্য পরিষদ ১১ দফা দাবিগুলো হল— প্রণোদনা প্যাকেজ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, দ্রুত বাইব্যাক আইন পাস করা। এক্ষেত্রে ইস্যু মূল্য বা নিট সম্পদ মূল্য (এনএভি) এবং ৫ শতাংশ মূল্যের মধ্যে যেটা বেশি সেই মূল্যে কোম্পানিগুলোকে শেয়ার বাইব্যাক করতে হবে, স্বল্পমূলধনী কোম্পানিগুলোর গণহারে আইপিও অনুমোদন বন্ধ রাখা। শূন্য লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত রাখা, বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, বিভিন্ন দেশে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের শাখা খোলা, অডিট ফার্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনা, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত বিনিয়োগকারীদের মার্জিন লোনের সুদ মওকুফ করা, ইব্রাহীম খালেদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী শেয়ারবাজার লুণ্ঠনকারীদের আইনের আওতায় আনা, সর্বশেষ ঐক্য পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

সপ্তাহের শুরুতেই মিশ্রভাব ইউরোপের শেয়ারবাজার

euস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের শুরুতে ইউরোপের শেয়ারবাজারে চরম মন্দাভাব থাকলেও কেন্দ্রিয় ব্যাংকের উদ্যোগে উর্দ্ধমূখী সূচকে শেষ হয়েছিল গত সপ্তাহের শেষ কর্মদিবসের লেনদেন। তবে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল সোমবার মিশ্রভাব লক্ষ্য করা গেছে ইউরোপের বড় বড় শেয়ারবাজারগুলোতে।

এদিন জার্মান DAX Index ৫২.৯৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৯,৭৮৫.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া CAC 40 Index ২১.২১ পয়েন্ট বেড়ে ৪,৩৪৭.২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে লন্ডন FTSE 100 Index ২০.৯৭ বা ০.৩১% পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৭২৯.৭৯ পয়েন্টে।

এছাড়া TR EUROPE ইন্ডেক্স সামান্য বেড়ে ১৬,৫০৮ পয়েন্টে অবস্থান করছে। তবে আগামী দু-একদিনের মধ্যে লেনদেন বাড়তে পারে বলে বিশ্লেষকরা আশা করছেন ।

সূত্র : রয়টার্স
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

আজ বিএমবিএর সংবাদ সম্মেলন

BMBA_Logoনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক্যার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আজ বুধবার সংবাদ সম্মেলন করবে । সকাল ১০ টায় রাজধানীর হোটেল পূর্বাণীতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএমবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও গত সপ্তাহে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিএমবিএ’র দেওয়া প্রস্তাবগুলো সংবাদ সম্মলনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বিএমবিএ’র সভাপতি তানজিল চৌধুরী, প্রথম সহ-সভাপতি আক্তার হোসেন সান্নামাত, দ্বিতীয় সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, নির্বাহী কমিটির সদস্যসহ বিএমবিএ’র সদস্যরা উপস্থিত থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেএয়া হয়েছে : অর্থমন্ত্রী

malস্টকমার্কেট ডেস্ক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার শেয়ারবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার স্থিতিশীল শেয়ারবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

আবুল মাল আবদুল মুহিত বলেন, শেয়ারবাজারে সিকিউরিটিজের সরবরাহ বাড়ানোর লক্ষ্যে আইপিও, আরপিও এবং রাইট ইস্যুর প্রস্তাবে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিরীক্ষা কার্যক্রম অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে আইনে।

মন্ত্রী বলেন, মিউচ্যুয়াল ফান্ড সেক্টরকে আরো শক্তিশালী ও বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করার লক্ষ্যে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর সংশোধন করা হয়েছে। ফলে ইউনিটধারীদের অনুমোদন সাপেক্ষে মেয়াদী স্কিমকে বে-মেয়াদী স্কিমে রূপান্তর করা যাবে। মিউচ্যুয়াল ফান্ডের (স্কীমে) তহবিলের ন্যুনতম ২৫ ভাগ পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করতে হবে।

স্কিমের সর্বশেষ ‘এনএভি (নেট অ্যাসেট ভ্যালু)-এর ভিত্তিতে নতুন ইউনিট ইস্যুর মাধ্যমে ফান্ডের মুনাফা বণ্টন, বা পুনঃবিনিয়োগ করা যাবে।

মন্ত্রী বলেন, গুজবভিত্তিক বাজার প্রতিরোধে ‘বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালাইসিস) রুলস, ২০১৩ প্রণয়ন করা হয়েছে। ‘বন্ড মার্কেট’ উন্নয়নে ‘সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুল, ২০১২ প্রণয়ন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর আওতায় স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা হয়েছে। এটি স্টক এক্সচেঞ্জ পরিচালনায় অধিকতর সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০০৬ এর সংশোধনের মাধ্যমে বুকবিল্ডিং পদ্ধতি সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘স্পেশাল ট্রাইব্যুনাল’ গঠন এবং তাতে একজন বিচারক (জেলা জজ) নিয়োগ দেওয়া হয়েছে।

‘সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬-এর সংশোধনের মাধ্যমে রাইট ইস্যুকে আরও জবাবদিহীতার আওতায় আনা হয়েছে। এখন প্রিমিয়ামে কোনো কোম্পানি রাইট শেয়ার ইস্যু করতে চাইলে আগের তিন বছরে বাণিজ্যিক কর্মক্রম এবং মুনাফার রেকর্ড থাকতে হয়।

মন্ত্রী বলেন, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ক্ষেত্রে বিদেশী ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদি দাখিল সাপেক্ষে দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া বিদেশী প্রতিষ্ঠান এবং অ-নিবাসী বাংলাদেশীদের ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের উপর আরোপিত শতকরা ১০ ভাগ ‘ক্যাপিটাল গেইন’ ট্যাক্স প্রত্যাহার, শেয়ারবাজার স্থিতিশীলতার স্বার্থে তালিকাভুক্ত কোম্পানীসমূহের ‘স্পনসর ও ডাইরেক্টর-দের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ ভাগ এবং ব্যক্তিগতভাবে পরিচালকদের ২ ভাগ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পাবলিক ইস্যুতে ২০ ভাগ কোটা সংরক্ষণ রাখা হয়েছে। এছাড়া ২০১১-১২ অর্থবছরে তাদের নেওয়া মার্জিন ঋণে আরোপিত সুদের ৫০ ভাগ মওকুফ, অবশিষ্ট সুদ একটি সুদবিহীন ব্লক হিসাবে স্থানান্তর করে তিন বছরে ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।এ প্যাকেজের আওতায় বরাদ্দকৃত ৯শ’ কোটি টাকা থেকে ইতোমধ্যে ১ম কিস্তিতে ৩শ’ কোটি টাকা ১০ হাজার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীর মধ্যে বিতরণ করা হয়েছে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রাইভেট প্লেসমেন্টের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর ফলে কোনো কোম্পানি ১শ’ জনের বেশি ব্যক্তিকে প্লেসমেন্টে শেয়ার বরাদ্দ দিতে পারবে না। মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানিগুলো মূলধনের সর্বনিম্ন ৫১ ভাগ প্যারেন্ট কোম্পানি থেকে এবং অবশিষ্ট অংশ অন্য যে কোনো উদ্যোক্তা থেকে সংগ্রহ করতে পারবে। এতে মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধি পাবে। দীর্ঘ মেয়াদে তারল্য সংকটের অবসান হবে।

অর্থমন্ত্রী বলেন, উন্নত সার্ভেইল্যান্স সফটওয়্যার স্থাপনের মাধ্যমে ‘ইনসাইডার ট্রেডিং’ সনাক্ত করা হচ্ছে এবং সে অনুসারে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, দেশের শেয়ারবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ১০ বছরের ‘মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের সফলতার হার প্রায় শতভাগ।

সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ভিডিও টিউটোরিয়াল চালু করল হংকং শেয়ারবাজার

hongস্টকমার্কেট ডেস্ক :

মাত্র দুই সপ্তাহ আগে স্ংযুক্ত হয়েছে হংকং-সাংহায় শেয়ারবাজার। নিয়ম-কানুনে এসেছে কিছু নতুন পরিবর্তন। সেই সাথে বিনিয়োগকারিদের জন্য সৃষ্টি করা হয়েছে নতুন নতুন সুযোগ সুবিধা। আর তাই শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য চালু করেছে ভিডিও টিউটোরিয়াল।

নিয়ম-কানুন, লেনদেন পদ্ধতি, বিনিয়োগের নীতিমালাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অবহিত করতে এই ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে এশিয়ান অন্যতম বৃহৎ হংকং শেয়ারবাজার। ইন্টারনেটে নিচের লিংকে ক্লিক দিয়েই দেখা যাবে ভিডিওটি ।

http://www.hkex.com.hk/eng/market/sec_tradinfra/chinaconnect/videos.html

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. বেক্সিমকো ফার্মা
  3. বেক্সিমকো
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. যমুনা অয়েল
  6. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  7. গ্রামীণফোন
  8. ইউসিবিএ
  9. আরএন স্পিনিং
  10. সাইফ পাওয়ারটেক।

বড় দরপতনের পর ঘুরল বাজার

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

গতকালের বড় দরপতনের পর আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাই সূচকের ইতিবাচক এই প্রবণতা। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮০৪ পয়েন্টে। এর আগে আজ দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৩৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮০২ পয়েন্টে।

সিএসইতে ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ইউসিবিএল, আরএন স্পিনিং, সাইফ পাওয়ারটেক প্রভৃতি।

স্টকমার্কেটবিডি.কম/এআর

হাওয়েল টেক্সটাইলের এজিএম-ভেন্যু পরিবর্তন

hawelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজাের বস্ত্র খাতের হা-ওয়েল টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধরণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর কোম্পানির ১২তম এজিএম ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় হা-ওয়েল টেক্সটাইলের ফ্যাক্টরি প্রাঙ্গন ময়মনসিংহে এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনাতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংঘ স্বারকে যে রেজিস্টার অফিস দেখানো হয়েছে এর বাইরে এজিএম করতে পারবে না।

আর এই নির্দেশনার পর থেকে বেশ কিছু কোম্পানি এজিএমের ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. খান ব্রাদার্স পিপি
  3. বেক্সিমকো
  4. বেক্স-ফার্মা
  5. সাইফ পাওয়ার
  6. লাফার্জ সিমেন্ট
  7. যমুনা ওয়েল
  8. এসপিসিএল
  9. গ্রামীন ফোন
  10. আরএন স্পিনিং।

সূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন চলছে

high indexস্টকমার্কেট ডেস্ক :

মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন চলছে শেয়ারবাজারে। এদিন বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৫টি কোম্পানির। আর দর কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খান ব্রাদার্স পিপি, বেক্সিমকো, বেক্স-ফার্মা, সাইফ পাওয়ার, লাফার্জ সিমেন্ট, যমুনা ওয়েল, এসপিসিএল, গ্রামীন ফোন ও আরএন স্পিনিং।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৮৭টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর