প্রথম প্রান্তিকে ওয়েস্টার্ন মেরিনের আয় কমেছে

weastaernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪৯ পয়সা। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫১ পয়সা।

কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৩ কোটি ২৭ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৪ সালের সমাপ্ত বছরের ১০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে কোম্পানির ইপিএস হতো ৪৫ পয়সা। এই হিসাবে আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস হতো ৪৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

বুধবার স্পট মার্কেটে ২ কোম্পানি

spotস্টকমার্কেট ডেস্ক :

তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আজ বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- আফতাব অটো মোবাইলস ও আল-আরাফাহ ব্যাংক লিমিটেড।

জানা গেছে, এই ২ কোম্পানির লেনদেন আগামীকাল ২৬ নভেম্বর বুধবার এবং ২৭  নভেম্বর বৃহস্পতিবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী  ৩০ নভেম্বর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর