ন্যাশনাল ফিডের আইপিও লটারির ফলাফল

National-feedনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ন্যাশনাল ফিড মিল লিমিটেডের লটারির ড্র আজ ২৭ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন কোম্পানিটির লটারির ড্র রাজধানীর রমনায় অবস্থিত ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সেমিনার হলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

 

 

 

আইপিও লটারির ফল পেতে ক্লিক করুন

ব্যাংক ব্রাঞ্চ কোড

নিবাসি বাংলাদেশী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বাংলাদেশী

মিউচ্যুয়াল ফান্ড

টপটেন গেইনারের শীর্ষে হাক্কানী পাল্প

hakkaniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানী পাল্প পেপার মিলস লিমিটেড টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে। শেষদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৯০ শতাংশ বা ১.১০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত তিন কার্যদিবস এই শেয়ারের দর বেড়েছে। তাই আজ কোম্পানিটির শেয়ারের দর বাড়াটা স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

টপটেন গেইনারের তালিকার থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪.৩৬ শতাংশ বা ২.৫০ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ বা ১.১০ টাকা, মেঘনা সিমেন্টের ৩.০৫ শতাংশ বা ৩.৯০ টাকা, ঢাকা ইন্স্যুরেন্সের ০.৩৮ শতাংশ বা ০.১০ টাকা, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৫ শতাংশ বা ৩৭.৮০ টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ বা ০.০৭ টাকা, ফ্যামিলি টেক্সের ২.৭৪ শতাংশ বা ০.৬০ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩.৪১ শতাংশ বা ৯.৬০ টাকা এবং প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৪.৫৫ শতাংশ বা ০.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

টানা তিনদিন ফারইস্ট ফিন্যান্সের দর বৃদ্ধি

farestনিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফিন্যান্সের। তিন কার্যদিবস টানা এ শেয়ারের দর বেড়েছে।

বজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল এর দর বাড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা। দিনভর দর ১৩ টাকা ৩০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৫০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১৪ টাকা ৩০ পয়সায়। এদিন ৭৩৩ বারে মোট ১৪ লাখ ৬ হাজার ৫০০ শেয়ার লেনদেন হয়। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা ৩০ পয়সা।

এদিকে সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪২ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর কর-পরবর্তী লোকসান ছিল ১১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৬৯ পয়সা।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর কর-পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস ৮১ পয়সা। অন্যদিকে আগের বছরের একই সময়ে এর কর-পরবর্তী লোকসান ছিল ৯ কোটি ৬৩ লাখ টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৬০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে