1. কেয়া কসেমটিকম
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. সাইফ পাওয়ার
  4. অলিম্পিক ইন্ড্রা.
  5. বেক্সিমকো
  6. এবি ব্যাংক
  7. সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড
  8. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  9. এসিআই ফরমুলেশন
  10. অগ্নি সিস্টেম।

আরএসআরএমের এজিএম আজ

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৫ টাকা ২৪ পয়সা।

সর্বশেষ প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এর কর-পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ২৬ লাখ টাকা ও ইপিএস ১ টাকা ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ২১ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ন্যাশনাল ফিডের রিফান্ড ওয়ারেন্ট বিতরণ শুরু

natinalনিজস্ব প্রতিবেদক :

ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ  শুরু হয়েছে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক রসিদ বিনিময়ে বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে। এ কার্যক্রম চলবে পল্টন কমিউনিটি সেন্টার ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়।

কোম্পানির সূত্রে জানা গেছে, আজ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের অনুমোদিত সব শাখার বরাদ্দপত্র এবং রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে পল্টন কমিউনিটি সেন্টারে। একই দিন ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও বিতরণ হবে।

আগামীকাল যমুনা ব্যাংক লিমিটেডের অনুমোদিত সব শাখার বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট পল্টন কমিউনিটি সেন্টারে বিতরণ করা হবে। একই দিনে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় ইস্টার্ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অনুমোদিত সব শাখারও বিতরণ করা হবে।

মঙ্গলবার পল্টন কমিউনিটি সেন্টারে ওয়ান ব্যাংক লিমিটেডের কারওয়ান বাজার, মতিঝিল এবং প্রিন্সিপাল শাখা অনুমোদিত সব শাখার বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে। একই দিনে মার্কেন্টাইল ব্যাংক ও প্রাইম ব্যাংকের অনুমোদিত শাখাগুলোর বিতরণ হবে।

বুধবার পল্টন কমিউনিটি সেন্টারে কারওয়ান বাজার, মতিঝিল শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংক অনুমোদিত শাখাগুলোর বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে। একই দিনে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় সোস্যাল ইসলামী ব্যাংক অনুমোদিত শাখাগুলোর বিতরণ করা হবে।

বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংক অনুমোদিত শাখাগুলোর বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট পল্টন কমিউনিটি সেন্টারে বিতরণ করা হবে। একই দিনে ইউসিবির অনুমোদিত অনিবাসী বাংলাদেশী ও স্টক ব্রোকার্স (ডিএসই/সিএসই) ও মার্চেন্ট ব্যাংকার্সদের বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় বিতরণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

চলতি বছর আইপিও অনুমোদন সবচেয়ে বেশি

ipoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে চাহিদা ও জোগানের সমন্বয় করতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়ে থাকে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি বছর অক্টোবর পর্যন্ত মোট ১৭টি কোম্পানিকে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে সংস্থাটি। যা যে কোনো বছরের চেয়ে বেশি। তবে অধিকাংশ ক্ষেত্রে হ্রাসকৃত মূল্যে আইপিও আসায় কোম্পানিগুলোর অর্থ সংগ্রহের পরিমাণ তুলনামূলক কম।

পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের প্রথম ১০ মাসে ১৭টি কোম্পানি আইপিওর অনুমোদন পেয়েছে। বছর শেষ হতে এখনো এক মাস বাকি। এ সময়ে আরো দুটি আইপিও অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আগের বছর শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে মাত্র ১০টি কোম্পানিকে আইপিও অনুমোদন দেয়া হয়েছিল। আর ২০১২ সালে ১৪টি কোম্পানি আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ পেয়েছিল। বাজার ধসের পর ২০১১ সালে এ সংখ্যা ছিল মাত্র সাত।

নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি চলতি বছরের প্রথম ১০ মাসে যেসব কোম্পানির আইপিওর অনুমোদন দিয়েছে, এর মধ্যে আটটি এসেছে অভিহিত দরে শেয়ার ছেড়ে। আর নয়টি কোম্পানি এসেছে প্রিমিয়ামে। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় ও বিনিয়োগকারীদের স্বার্থে কিছুটা হ্রাসকৃত মূল্যে প্রিমিয়ামে আসা কোম্পানিগুলোর আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় ও বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিগুলো যে প্রিমিয়াম চেয়েছে, কমিশন সবকিছু বিচার বিবেচনায় তা অনুমোদন করেছে। বাজারে এর ইতিবাচক প্রভাবও পড়েছে।

হ্রাসকৃত মূল্য ছাড়াও নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে মার্জিন ঋণসুবিধা দেয়ায় বর্তমানে আইপিও বাজারে চাঙ্গাভাব লক্ষ করা গেছে। কোনো কোনো ক্ষেত্রে কোম্পানির অর্থ চাহিদার পরিমাণের চেয়ে আইপিওতে প্রায় ৫০ গুণ বেশি আবেদন জমার রেকর্ড রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে