শেয়ার বেচবেন এ্যাপোলো ইস্পাতের পরিচালক

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের প্রকৌশল খাতের এ্যাপোলো ইস্পাতের উদ্যোক্তা পরিচালক আব্দুর রহমান শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই পরিচালক ১৫ লাখ ২৫ হাজার শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আব্দুর রহমানের কাছে কোম্পানির মোট ৭০ লাখ ৭৫ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বেচবেন।

উল্লেখ, বর্তমানে এ্যাপোলো ইস্পাতের শেয়ার ২১ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

ইউনাইটেড এয়ারের এজিএম স্থগিত

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার কোম্পানির এজিএম হবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, কোম্পানির পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সিলেটে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানি কতৃপক্ষ এই এজিএম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, পরবর্তী নোটিশে কোম্পানির এজিএমের তারিখ ও ভেন্যু জানানো হবে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

  1. গ্রামীণফোন
  2. এবি ব্যাংক
  3. স্কয়ার ফার্মা
  4. কেয়া কসমেটিকস
  5. সামিট পোর্ট অ্যালায়েন্স
  6. যমুনা অয়েল
  7. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  8. বেক্সিমকো ফার্মা
  9. লাফার্জ সুরমা সিমেন্ট
  10. এমজেএলবিডি।

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

index hনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন সিএসইতেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৩৭৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩২ কোটি  ৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩৪১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৭ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২০টি কোম্পানির। আর দর কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। এরপরে রয়েছে- এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট অ্যালায়েন্স,  যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট এবং এমজেএলবিডি।

অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৮৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর

আবার চালু হলো জাপান শেয়ারবাজারের ওয়েবসাইট

japanস্টকমার্কেট ডেস্ক :

সংষ্কার কার্যক্রমের জন্য ২ দিন বন্ধ থাকার পর আবারো চালু হলো টোকিও শেয়ার বাজারের ওয়েব সাইট।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওয়েব সাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে আগেই জানানো হয়েছিল যে ওয়েব সাইটটি সংষ্কারে সময় কিছুটা বেশিও লাগতে পারে। সংষ্কার শেষে রবিবার সকালে কিছু সময়ের জন্য খুলে দেওয়া হলেও মুলত গতকাল সোমবার দিনের শুরু থেকে আবারো পুর্নাঙ্গ ভাবে সচল হয়েছে এশিয়ার অন্যতম বৃহত এই শেয়ার বাজারেরে ওয়েব সাইট।

সূত্র- টোকিও স্টক একচেঞ্জ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

জমি কিনছে লংকাবাংলা ফাইন্যান্স

24স্টকমার্কেট ডেস্ক :

জমি কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি ১.০১৭৫ বিঘা জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২৩-২৪, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ওই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ কোটি টাকা। তবে তা রেজিস্ট্রেশনের খরচ ব্যতীত। নতুন কেনা জমিতে ভবিষ্যতে করপোরেট অফিস স্থানান্তর করা হবে বলে লংকাবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

সোমবারও সূচক কমেছে ইইউ‌‌‌’র শেয়ারবাজারে

euস্টকমার্কেট ডেস্ক :

সংকট কিছুতেই পিছু ছাড়ছে না ইউরোপের শেয়ারবাজারের। গত মাসের প্রায় পুরোটা সময় জুড়ে সূচকের নিম্নমুখী প্রবনতায় হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। কেন্দ্রিয় ব্যাংকের শত চেষ্টা সত্বেও দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছিল নভেম্বরের লেনদেন। তাই এবার সতর্ক বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

এসবের প্রভাব পড়েছে সোমবারের লেনদেনে। এদিন লেনদেন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। কমেছে খাত ভিত্তিক শেয়ারের দাম। এদিন লন্ডন FTSE 100  ইন্ডেক্স ৬৬.২৫ পয়েন্ট কমে ৬,৬৫৬.৩৭ পয়েন্টে এবং জার্মান DAX ইন্ডেক্স ১৭.৩৪ পয়েন্ট কমে ৯,৯৬৩.৫১পয়েন্টে অবস্থান করছে।

তবে TR Europe ইন্ডেক্স ০.০৯% বেড়ে দাড়িয়েছে ১৬৬.৪১ পয়েন্টে। যা আগের চেয়ে প্রায় ০.১৬ পয়েন্ট বেশি।

সুত্র-ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

শুরুতেই ধাক্কা খেলো আমেরিকার শেয়ারবাজার

usaস্টকমার্কেট ডেস্ক :

ডিসেম্বরের প্রথম সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় ধরনের ধাক্কা খেলো আমেরিকার শেয়ারবাজার। গত সপ্তাহের মিশ্রভাবের পর এদিন সুচক কমেছে আমেরিকার সবগুলো শেয়ারবাজারে।

এদিন কমেছে জ্বালানী, স্বাস্থ্য, প্রযুক্তি এবং শিল্প খাতের শেয়ারের দর। কমেছে মোট লেনদেনের পরিমাণ।

সোমবার দিনের শুরু থেকেই সুচক নামতে থাকে যা দিনের শেষ অবধি অব্যহত ছিল। এদিন DOW  ইন্ডেক্স ১৬.০৬ পয়েন্ট কমে ১৭,৮১২.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

S&P 500 ইন্ডেক্স ৮.৭১ পয়েন্ট কমে ২,০৫৮.85 পয়েন্টে, NASDAQ  ইন্ডেক্স ৪৩.৪৪ পয়েন্ট কমে ৪,৭৪৮.১৯ পয়েন্টে এবং TR US Index  ১.৩১ পয়েন্ট কমে ১৮৫.৩৪ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র-সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

  1. এবি ব্যাংক
  2. গ্রামীন ফোন
  3. কেয়া কসমেটিকস
  4. লাফার্জ সিমেন্ট
  5. বেক্স-ফার্মা
  6. যমুনা ওয়েল
  7. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  8. স্কয়ার ফার্মা
  9. এমজেএলবিডি
  10. আরএন স্পিনিং।

সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শরু

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত আধ-ঘণ্টায় ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। আর ৪৯ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল শুরুর প্রথম ৩০ মিনিটে সাধারণ সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট। আর ৩০ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ শুরুতেই আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির। আর দর কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- এবি ব্যাংক, গ্রামীন ফোন, কেয়া কসমেটিকস, লাফার্জ সিমেন্ট, বেক্স-ফার্মা, যমুনা ওয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, এমজেএলবিডি ও আরএন স্পিনিং।

এসময় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০৯ পয়েন্টে।

অন্যদিকে বেলা ১১ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫১ পয়েন্টে। এসময় লেনদেন হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকার। একই সময়ে আগেরদিন লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে