ইইউ শেয়ারবাজারে প্রণোদনাকে নাকচ করেছে কেন্দ্রীয় ব্যাংক

ecbস্টকমার্কেট ডেস্ক :

গতকাল অপ্রত্যাশিত ভাবেই সুচকের নিম্নমুখী প্রবনতার মধ্যদিয়ে শেষ হয়েছে ইউরোপের শেয়ার বাজারের লেনদেন। অন্যদিকে শেয়ারবাজারে আপাতত সব ধরণের প্রণোদনাকে নাকচ করে দিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। সিএনএন সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) এর প্রেসিডেন্টের Mario Draghi এক বিবৃতিতে জানিয়ে দেন যে, আগামি জানুয়ারি মাসের আগে বাজারে কোন ধরনের প্রনোদনা কার্যক্রম সম্ভব নয়।

এর আগে গত ১৮ নভেম্বর চলমান মন্দাভাব কাটাতে শেয়ার বাজারে প্রনোদনা সহায়তার ঘোষনা দিয়েছিল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) এর প্রেসিডেন্ট । ফলে আশায় বুক বেধেছিলেন বিনিয়োগকারিরা।

ইসিবির এই বক্তব্যে হতাশ হাজার হাজার বিনিয়োগকারিকে। গতকালই মারাত্বক ভাবে কমেছে লেনদেন। গতকাল লন্ডন FTSE 100 Index  ৩৭.২৬( 0.৫৫ %)পয়েন্ট কমে দাড়িয়েছে ৬,৬৭৯.৩৭ পয়েন্টে ।

অন্যদিকে জার্মান DAX Index  ১২০.৪৪ (১.২১%) পয়েন্ট কমে দায়িয়েছে ৯,৮৫১.৩৫ পয়েন্টে।  এছাড়া CAC 40 Index ৬৭.৯৭ (১.৫৫%) কমে ৪,৩২৩.৮৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন নিম্নগামী ছিল ব্যাংক,জ্বানালী ও সেবা খাত সহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম ।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/সি

প্যারামাউন্ট টেক্স ও হাক্কানি পাল্পের এজিএম রবিবার

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর, রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো: প্যারামাউন্ট টেক্সটাইল ও হাক্কানি পাল্প। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#৭, গুলশান, ঢাকাতে প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম এবং হাক্কানি পাল্পের এজিএম একই দিন সকাল ১১টায়, ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টার, হালিশহর, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুটির এজিএম এ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন হতে পারে।

এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ শতাংশ স্টক এবং হাক্কানি পাল্প ৫ শতাংশ নগদ (পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য) ও ৩ শতাংশ নগদ (স্পন্সারদের জন্য) ঘোষণা করে।

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কারণে প্যারামাউন্ট টেক্সটাইলের রেকর্ড ডেট ছিলো ৯ নভেম্বর আর হাক্কানি পাল্পের রেকর্ড ডেট ছিলো ১০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

আরএন স্পিনিংয়ের ওপর নিষেধাজ্ঞা উঠচ্ছে

rnনিজস্ব প্রতিবেদক :

আরএন স্পিনিং মিলস লিমিটেডের ওপর লভ্যাংশ ঘোষণা এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আগামী বুধবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের রায় দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। গত বুধবার রিটের শুনানির পর আদালত এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং মোঃ খসরুজ্জামানের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে কোম্পানির পক্ষে অংশ নেন সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।এ মামলায় সংযুক্ত পক্ষ (এডেড পার্টি) ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, বারের সাবেক সাধারণ সম্পাদক এসএম মনির।

রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করায় ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে কমিশনে দাখিল করা রাইট শেয়ার সংক্রান্ত কাগজপত্রে জালিয়াতির দায়ে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির এই মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে কোম্পানি কর্তৃপক্ষ। হাইকোর্ট ওই আবেদনের প্রেক্ষিতে বিএসইসির নির্দেশনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মামলার কারণে ২০১১ সালের পর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। আলোচিত বছরগুলোর জন্য কোনো লভ্যাংশ ঘোষণাও করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সূচক ও লেনদেন

high indexস্টকমার্কেট ডেস্ক :

টানা দুই সপ্তাহ পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসই’র লেনদেন বেড়েছে ২১ দশমিক ৫২ শতাংশ। আর বেড়েছে সব ধরনের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে বড় মূলধনী কোম্পানিকে কেন্দ্র করে বাজারে লেনদেন ও সূচকে পরিবর্তন এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ কোটি ১ লাখ ৯২ হাজার টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৭ কোটি ৫০ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬২৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮০ দশমিক ৯৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ০২ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১২ দশমিক ৫২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ।

এদিকে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক  ৯৭ শতাংশ বা ১৮৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ৭০ শতাংশ বা ৮২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক  ৯৩ শতাংশ বা ৫৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির। আর দর কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

রবিবার ৩ কোম্পানির লেনদেন চালু

lendenস্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের পর তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেন চালু হবে আগামী ৭ ডিসেম্বর রবিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, মেঘনা পেট্রোলিয়াম ও রহিমা ফুড।

উল্লেখ্য, কোম্পানিগুলোর রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ছিল। এর আগে ২ ও ৩ ডিসেম্বর এই তিন কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সি অ্যান্ড এ টেক্সটাইলের লটারির ড্র ১১ ডিসেম্বর

cnaস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের লটারির ড্র আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সূত্র থেকে জানা গেছে, ওই দিন কোম্পানিটির লটারির ড্র রাজধানীর রমনায় অবস্থিতি ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সেমিনার হলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৮ কোটি ৯০ লাখ ৬৭ হাজার টাকা বা ১৯.৩০ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৫ কোটি ৭১ লাখ ০৭ হাজার টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে কোম্পানিটির আইপিওতে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ২২ নভেম্বর পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট।

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৩৮ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

নভেম্বরে রাজস্ব আদায় কমেছে ২৪ শতাংশ

taxস্টকমার্কেট ডেস্ক :

চলতি বছরের নভেম্বর মাসেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে। অক্টোবরের তুলনায় ২৩ দশমিক ৬১ শতাংশ বা ৫ কোটি ৫১ লাখ ৩৮ হাজার ২২৭ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, নভেম্বর মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১৭ কোটি ৮৩ লাখ  ৬৬৮ টাকার। যা গত অক্টোবর মাসে ছিল ২৩ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৮৯৫ টাকার।

সংশ্লিস্টদের মতে, গত ২ মাস ধরে শেয়ারবাজারে মন্দাবস্থা পার করছে। এতে রাজস্ব আদায়ের উপরও প্রভাব পড়েছে।

আলোচিত মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসইর ১১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ১০ টাকা রাজস্ব আদায় করেছে। যা অক্টোবরে ১২ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৯১ টাকা ছিল। যা অক্টোবরের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ বা ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৮১ টাকা কম।

উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়ও কমেছে। এই মাসে ৬ কোটি ২৮ লাখ ৬ হাজার ৬৫৮ টাকা রাজস্ব আদায় করেছে ডিএসই। যা অক্টোবর মাসের তুলনায় ৪ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ১৪৬ টাকা কম। অক্টোবর মাসে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল ১০ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৮০৪ টাকা।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৩-১৪ হিসাব বছরের নভেম্বর মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ফারইস্ট প্রোপার্টিজের মালিকানা ফারইস্ট লাইফ

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের অঙ্গপ্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী প্রোপার্টিজের আরো ৭ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা দরে কিনবে। ফলে ফারইস্ট লাইফ এ প্রতিষ্ঠানের মোট ৫৮ লাখ শেয়ার গ্রহণ করছে, যা মোট শেয়ারের ৫৮ শতাংশ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিল ৬৪ কোটি ৩ লাখ টাকা বেড়েছে, যা আগের হিসাব বছরের একই সময়ে বাড়ে ৬২ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত এর তহবিল বাড়ে ১৫৫ কোটি ৫১ লাখ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে বাড়ে ১৪৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। ৩০ সেপ্টেম্বর এ তহবিলের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬৮০ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

ব্যাংক ধর্মঘট নিয়ে আতংকে ভারতের বিনিয়োগকারীরা

sensexস্টকমার্কেট ডেস্ক :

ব্যাংক কর্মচারি ইউনিয়নের ডাকে ভারত জুড়ে চলছে ব্যাংক ধর্মঘট। ধর্মঘটে শামিল হয়েছেন সরকারি-বেসরকারি সকল ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা। এই ধর্মঘটের  নেতিবাচক প্রভাব দেশের শেয়ারবাজারেও পড়তে পারে বলে আতংকে আছেন দেশটির বিনিয়োগকারীরা।

বেতন বৃদ্ধির দাবিতে গত ১২ নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং দাবি মানা না হলে পর্যায়ক্রমে অঞ্চল ভিত্তিত্তে ধর্মঘটের ঘোষনা দেওয়া হয়। গতকাল পুরো পশ্চিম ভারত জুড়ে ধর্মঘটের পর আজ পুর্ব ভারত জূড়ে ধর্মঘট পালিত হচ্ছে।

এদিকে ব্যাংকিং কার্যক্রম মারাত্তকভাবে ব্যহত হওয়ায় শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তারল্য সংকট দেখা দিয়েছে বাজারে।

বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে লেনদেন ব্যাপক ভাবে কমতে পারে যা ভারতের শেয়ার বাজারে চলমান উর্দ্ধমুখী সুচকের ধারাকে ব্যহত করবে।
ফলে লোকসানের সম্মুখীন হতে পারেন সাধারন বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/সি

রেকিট বেনকিজারের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

recitস্টকমার্কেট ডেস্ক :

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে রেকিট বেনকিজার। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লাভ-লোকসানের হিসাবের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে কোম্পানির মুনাফা হয়েছে ১৫ কোটি ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ৩১.৭৫ টাকা। উল্লেখ্য, চলতি বছর এটা রেকিট বেনকিজারের দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা।
এর আগে গত ২৬ জুন রেকিট বেনকিজার ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবছরের জন্য ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে