1. বেক্স-ফার্মা
  2. হামিদ ফেব্রিকস
  3. বেক্সিমকো লিমিটেড
  4. এবি ব্যাংক
  5. মেঘনা পেট্রোলিয়াম
  6. কেয়া কসমেটিক
  7. সাপোর্ট
  8. ফ্যামিলি টেক্সটাইল
  9. যমুনা ওয়েল
  10. জিএসপি ফিন্যান্স।

হামিদ ফেব্রিক্সের বোর্ড সভা মঙ্গলবার

hamid-fabrics-ltdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য লেনদেন শুরু হওয়া বস্ত্র খাতের হামিদ ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিরি বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য কোম্পানিটি চলতি মাসের ৪ তারিখ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ২০০ কোটি টাকা এবং ৭৮ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ৭ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৫১.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ১৪.৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪.২৪ শতাংশ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এক ঘন্টা পর ডিএসইতে সূচক নিম্নমুখী

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উঠার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও এখন তা নিম্নমুখী। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ লেনদেন শুরুর ২০ মিনিটে সাধারণ সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। এক ঘন্টা পরে ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৪ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির। আর দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এসময়ে লেনদেনের শীর্ষে রয়েছে- বেক্স-ফার্মা, হামিদ ফেব্রিকস, বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, কেয়া কসমেটিকস, সাপোর্ট, ফ্যামিলি টেক্সটাইল, যমুনা ওয়েল ও জিএসপি ফিন্যান্স।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৬৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৬৫টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

ইউনাইটেড এয়ারের এজিএম ২৪ ডিসেম্বর

united airস্টকমার্কেট ডেস্ক :

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের পুনরায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বুধবার কোম্পানির নবম এজিএম অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা-৮ নং সেক্টরের পলয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইউনাইটেড এয়ারওয়েজের এজিএম গত ২ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটি ওইদিন এজিএম স্থগিত করে

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর

উর্ধ্বমূখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু

h indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ সপ্তাহের প্রথমদিন রবিবার লেনদেন শুরুর ২০ মিনিটে সাধারণ সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।

বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইতে সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে।। আর এসময় ২১ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৩ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। আর দর কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

একই সময়ে লেনদেনের শীর্ষে রয়েছে- হামিদ ফেব্রিকস, জিএসপি ফিন্যান্স, বেক্স-ফার্মা, সাপোর্ট, মেঘনা পেট্রোলিয়াম, ইউএলসি, কেয়া কসমেটিকস, পিএলএফএসএল, বিচ হ্যাচারি ও খান ব্রাদার্স।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

ভারতে SAIL Steel এর শেয়ারে দ্বিগুন আবেদন

sailস্টকমার্কেট ডেস্ক :

ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের একাংশ বিক্রি করার প্রথম উদ্যোগেই সফল হয়েছে দেশটি। ভালো সাড়া মিলেছে রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা SAIL Steel  এর শেয়ার বিক্রিতে।

শুক্রবার বাজারে আসে সংস্থার ২০.৬৫ কোটি শেয়ার (৫%)।যা বিক্রি করে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ কোটি রুপি তোলার আশা করছে ভারতের কেন্দ্রিয় সরকার।

ঘোষিত ২০.৬৫ কোটি শেয়ার কিনতে আবেদন পড়েছে প্রায় ৪২.৯৩ কোটি। যা মোট শেয়ারের দ্বিগুনেরও বেশি।

দেশটির অর্থমন্ত্রনালয় জানিয়েছে, পরিকল্পনা মাফিক ৫% শেয়ার বিক্রি করে ১,৭১৫ কোটি রুপি ঘরে তুলতে চায় তারা। এর ফলে সংস্থায় সরকারের মালিকানা কমে গিয়ে দাঁড়াবে ৭৫%। সংস্থার প্রতিটি শেয়ারের দর ধরা হয়েছে ৮৩ রুপি।

অর্থমন্ত্রনালয়ের দাবি, এই ধরনের বিনিযোগে খুচরা বিনিয়োগকারিদের এমন অভূতপুর্ব সাড়া সত্যিই নজিরবিহিন। এদিকে চলতি অর্থবছরে রাজকোষে ঘাটতি জাতীয় আয়ের ৪.১ শতাংসে নামাতে রাষ্ট্রায়ত্ত অন্যান্ন সংস্থার শেয়ার বিক্রি করে মোট ৪৩,৪২৫ কোটি রুপি সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে নতুন সরকার। আর SAIL Steel এর শেয়ার বিক্রির মধ্যমে সে প্রক্রিয়া শুরু করল ভারত সরকার।

সূত্র- দি টেলিগ্রাফ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

ইতিবাচক ধারায় বড় মূলধনী কোম্পানি

dse-30নিজস্ব প্রতিবেদক :

একটানা নিম্নমুখী প্রবণতার পর বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে। তবে সপ্তাহজুড়ে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার ইতিবাচক ধারায় আসছে। এসব শেয়ারের দর বাড়ার কারণে সার্বিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অধিক অংশগ্রহণের কারণে কিছুটা কৃত্রিমভাবে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে।

শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। বাকি দুই কার্যদিবস সূচক কমেছে। ফলে সপ্তাহ শেষে মূল্যসূচক, বাজার মূলধন ও লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় উঠে এসেছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান। ফলে সুচক আর লেনদেনে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের।

তাদের মতে, শেয়ারবাজারে সদ্য আইপিওতে আসা নতুন শেয়ারগুলোর প্রভাব বেড়েছে। নতুন শেয়ার বাজারের সূচক একদিনে ১০০ পয়েন্ট যোগ করাতে পারে, তেমনি পারে সূচককে তলানিতে নিতে। তবে বড় মূলধনী নতুন কোম্পানির ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বেড়েছে ৩.৯৭ শতাংশ বা ১৮৯ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল ১.৭০ শতাংশ বা ৮৪ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে