এমারেল্ড অয়েলের এজিএম ২৮ ডিসেম্বর

emarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের ৭ম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন আগামী ২৮ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আনুষ্ঠিত হয়। কিন্তু সভায় কোম্পানির এজিএম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

প্রিমিয়ার লিজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

premiarস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রিমিয়ার লিজিং কোম্পানি। শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২.২ টাকা বা ২৭.৫ শতাংশ। এ সময়ের মধ্যে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।

তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৪-সেপ্টেম্বর ’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিজিংয়ের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৯ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.০০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান ছিল ০.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

কেয়া কসমেটিকসের একীভূতকরণ প্রস্তাব অনুমোদন

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের সঙ্গে একই গ্রুপের তিন প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত।

রবিবার বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ সব কোম্পানির একীভূতকরণের আবেদন মঞ্জুর করে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। তবে পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।

এর ফলে ওষুধ ও রসায়ন খাতের কেয়া কসমেটিকসের সঙ্গে বস্ত্র খাতের কেয়া নিটিং মিলস, কেয়া কটন মিলস ও কেয়া স্পিনিং মিলস লিমিটেড একীভূত হবে।

একীভূতকরণের ফলে এ সব কোম্পানির দায় বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী স্থানান্তর হবে। কোম্পানিগুলো একীভূত হবে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনানুযায়ী।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

  1. বেক্সিমকো ফার্মা
  2. সামিট পোর্ট অ্যালায়েন্স
  3. হামিদ ফেব্রিক্স
  4. কেয়া কসমেটিকস
  5. কাশেম ড্রাইসেলস
  6. স্কয়ার ফার্মা
  7. আরএন স্পিনিং
  8. বেক্সিমকো
  9. গ্রামীণফোন
  10. বিডি থাই।

দুই শেয়ারবাজারেই বেড়েছে সূচক ও লেনদেন

dse cseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন বেড়েছে। তবে দুই শেয়ারবাজারেই এদিন সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

আজ সোমবার ডিএসইতে ৪২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দিনশেষে ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫২ পয়েন্টে। তবে এস৩০ সূচক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮২০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির কোম্পানির।

এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা, সামিট পোর্ট অ্যালায়েন্স, হামিদ ফেব্রিক্স, কেয়া কসমেটিকস, কাশেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণফোন এবং বিডি থাই।

অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক বেড়েছে। সিএসইতে সোমবার ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২১০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর

আএএল এর ৪০ শতাংশ মালিকানা কিনছে সিঙ্গারবিডি

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গারবিডির পরিচালনা পর্ষদ ইন্টারন্যাশনাল এপ্লিয়েন্স লিমিটেড(আইএএল) এর মূলধনী অংশীদার হওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গারবিডি আইএএলের ৪০ শতাংশের অংশীদারি স্বত্ব কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আইএএল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটি রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজার্স তৈরী করে।

সিঙ্গারবিডি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূধলন ৬১ কোটি ৪০ লাখ টাকা।

কোম্পানির মোট ৬ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৫৯৩টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.৮৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এআর

দর বাড়ার কারণ নেই কে অ্যান্ড কিউ’র

knqস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ এর শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ছে বলে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ছে যা ডিএসইর নজরে আসে। এরপর ডিএসইর কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে গত ৭ ডিসেম্বর জানানো হয়েছে, তাদের শেয়ার দরে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এ জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর ২.৮ টাকা বা ২২.৪০ শতাংশ বেড়েছে। অর্থাৎ শেয়ারটির দর ১২.৫ টাকা থেকে ১৫.৩ টাকা পর্যন্ত উঠেছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. সামিট পোর্ট অ্যালায়েন্স
  2. আরএন স্পিনিং
  3. কেয়া কসমেটিকস
  4. বেক্সিমকো ফার্মা
  5. হামিদ ফেব্রিক্স
  6. কাসেম ড্রাইসেল
  7. ডেল্টা স্পিনিং
  8. এসপিসিএল
  9. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  10. গ্রামীন ফোন।

এক ঘন্টায় ৮৯ কোটি টাকার লেনদেন

dse cseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৮৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টি কোম্পানির। আর দর কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৪ পয়েন্টে। তবে কমেছে ডিএস৩০ সূচক। এই সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২১ পয়েন্টে।

লেনদেনের শীর্ষৈ রয়েছে- সামিট পোর্ট অ্যালায়েন্স, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, কাসেম ড্রাইসেল, ডেল্টা স্পিনিং, এসপিসিএল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও গ্রামীন ফোন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৫৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৬২টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর

প্রথম প্রান্তিকে বিএসসির আয় বেড়েছে

bscস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ২৯ শতাংশ। কোম্পানির  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর, ১৪ পর্যন্ত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল  ১ কোটি ৭৫ লাখ  টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৩২ কোটি ৩ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে