ব্র্যাক ইপিএলকে সতর্ক করলো বিএসইসি

eplস্টকমার্কেট ডেস্ক :

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসি ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের তিন কর্মকর্তাকে তাদের প্রতিষ্ঠান যে শেয়ার লেনদেন করেছে সেই একই শেয়ার লেনদেনে লিপ্ত হওয়ায় তাদের কমিশন সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

ফার্স্ট লিড ও প্রাইম সিকিউরিটিজকে জরিমানা

bsecস্টকমার্কেট ডেস্ক :

আইন ভঙ্গের দায়ে ফার্স্ট লিড সিকিউরিটিজ ও প্রাইম ইসলামী সিকিউরিটিজকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসি ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফার্স্ট লিডি সিকিউরিটিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটি মার্জিন রুলস লঙ্ঘন করে কতিপয় গ্রাহককে মার্জিন ঋণসুবিধা দেওয়ায়, ২০১০ সালের শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অফিস ও অ্যাডমিনিষ্ট্রেশন বাবদ ১৫ লাখ ৪ হাজার ২৩ অতিরিক্ত দেখানোর জন্য, ‘জেড’ ক্যাটাগরি শেয়ারে ঋণ দেওয়া এবং এক বছরের অধিক ডিলার হিসাবে লেনদেন করেছে।

এছাড়া প্রাইম ইসলামী সিকিউরিটিজ ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ লাখ টাকার উপর চেকে অর্থ না নিয়ে নগদে অর্থ নেওয়ায়, ২০১১ ও ২০৩১ সালের শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কনসোলিটেড কাস্টমার হিসাবে পরিশোধযোগ্য গ্রাহকদের পর্যাপ্ত তহবিল এ ঘাটতি রাখা, নিজ প্রতিষ্ঠানের চেয়ারপার্সনকে মার্জিণ ঋণ দেওয়ায়, ‘জেড’ ক্যাটাগরি ও ৪০ এর ঊর্ধ্বে প্রাইস আর্নিং রেশিওর শেয়ারে ঋণ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই সিকিউরিটিজের বিরুদ্ধে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

হামিদ ফেব্রিকসের ১০% নগদ ও ১০% বোনাস লভ্যাংশ

hamid-fabrics-ltdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।  কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে  আগামী ২২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

শাহজিবাজারকে এনফোর্সমেন্টে পাঠাবে বিএসইসি

sahzibazerস্টকমার্কেট ডেস্ক :

সাম্প্রতিক শাহজিবাজার পাওয়ার কোম্পানির  অস্বাভাবিক লেনদেনের জন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এনফোর্সমেন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশন সভায় সাম্প্রতিক কোম্পানির অস্বাভাবিক লেনদেনের জন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এই প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।  এতে কমিশন পরবর্তী কার্যক্রমের জন্য প্রতিবেদনটি  এনফোর্সমেন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

উল্লেখ, শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি আছে কি-না তা খতিয়ে দেখতে বিএসইসি গত ৯ নভেম্বর একটি কমিটি গঠন করে। কমিটিকে তাদের রিপোর্ট দেওয়ার জন্য ১৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

প্রিমিয়ামসহ বিএসআরএমের আইপিও অনুমোদন

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটি বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের প্রতিটি সাধারণ শেয়ার ৩৫ টাকা করে আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৫ টাকা প্রিমিয়াম নেবে। কোম্পানিটি বাজারে ১ কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে অনগোয়িং এক্সপানশন/বিএমআরই, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যায় করা হবে।

কোম্পানিটির ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫.০৬ টাকা। নেট সম্পদ মূল্য (এনএভি পুনঃমূল্যায়ন করা) ৫২.০৯ টাকা।

এ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

দর বাড়ার পেছনে কোনো কারণ নেই ইউএলসির

ulcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকাভুক্ত ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড লিজিং কোম্পানির (ইউএলসি) শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই। অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গতকাল ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষনে দেখা যায়, গত ১২ কার্যদিবসের মধ্যে মাত্র ১ দিন শেয়ারটির দর সংশোধন হয়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৫ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা পর্যন্ত। অর্থ্যাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২১ টাকা ৯০ পয়সা থেকে ৩৭ টাকা ৯০ পয়সা পর্যন্ত।
স্টকমার্কেটবিডি.কম/এলকে/এএআর

জ্বালানী তেলের দর কমায় নিম্নমুখী আমেরিকার শেয়ারবাজার

usaস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের মিশ্রভাব কাটিয়ে উঠেতে না উঠতেই সোমবার সপ্তাহের প্রথম দিনে আবারো ব্যাপক হারে সুচক পতন ঘটেছে আমেরিকার শেয়ারবাজারে।

এদিন মুলত কমেছে শিল্প ও জ্বালানি, স্বাস্থ্যসহ প্রায় সব ক্যাটাগরির শেয়ারের দাম। তবে জ্বালানী খাতের শেয়ারের দাম কমেছে প্রায় ৩.৯৮ ভাগ যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পতন।

এছাড়া মোট লেনদেনের পরিমান কমেছে প্রায় এক-তৃতীয়াংশ । সোমবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ১২৪.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭,৮৩৪.০২ পয়েন্ট, TR-US INDEX 0.২ (০.০৪%) পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫.০৯ পয়েন্টে ।

এছাড়া S&P 500 ইন্ডেক্স ১৫.৭৭ পয়েন্ট কমে ২,০৫৮.৬০ পয়েন্টে অবস্থান করছে জ্বালানী তেলের বাজারে অস্থিতিশিলতাকে সুচক পতনের কারণ হিসাবে অভিহিত করছেন বিশ্লেষকরা ।

ইক্যুইটি ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেমস বলেন, তেলের মুল্যের দর পতন বিনিয়োগকারিদের মাঝে ছোট ছোট সংশয় জাগাচ্ছে। যা সমষ্টিগতভাবে শেয়ার বাজারে বড় ধরনের পতনের কারন হয়ে দাঁড়াচ্ছে।

সূত্র : ব্রুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর

  1. গ্রামীন ফোন
  2. বেক্সিমকো ফার্মা,
  3. স্কয়ার ফার্মা
  4. কাসেম ড্রাইসেল
  5. হামিদ ফেব্রিকস
  6. সামিট পোর্ট অ্যালায়েন্স
  7. বিডি থাই
  8. ইউএলসি
  9. লাফার্জ সিমেন্ট
  10. বেক্সিমকো লিমিটেড।

দিনভর সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও দেশের উভয় শেয়ারবাজারে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনভর লেনদেন হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন প্রায় আগের দিনের মতোই রয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৪ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- গ্রামীন ফোন, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাসেম ড্রাইসেল, হামিদ ফেব্রিকস, সামিট পোর্ট অ্যালায়েন্স, বিডি থাই, ইউএলসি, লাফার্জ সিমেন্ট ও বেক্সিমকো লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৯২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির।

লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

প্রথম প্রান্তিকে কেয়া কসমেটিকসের আয় বেড়েছে

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের ৩০ সেপ্টেম্বর ২০১৪ (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও আয় আগের বছর থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ৯ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং ০.৫৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর