বঙ্গজ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজের উদ্যোক্তা পরিচালক মাহবুব-উল হক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৮৭ হাজার শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

মাহবুব-উল হকের কাছে কোম্পানির মোট ৫ লাখ ৪৯ হাজার ৭৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বেচবেন।

উল্লেখ, আজ মঙ্গলবার বঙ্গজের শেয়ার ২৮২ টাকায় লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

কারণ ছাড়াই বাড়ছে বেক্সিমকো সিনথেটিক্সের দর

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ছে বলে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ছে। যা ডিএসইর নজরে আসে। ডিএসই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায়। কোম্পানিটি নোটিশের জবাবে গত ৮ ডিসেম্বর ডিএসইকে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দরে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, এ জন্য কোম্পানির কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য গত সাত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর ১.৮ টাকা বা ১৫.৯২ শতাংশ বেড়েছে। অর্থাৎ এ সাত কার্যদিবসে শেয়ার দর ১১.৩ টাকা থেকে বেড়ে ১৩.১ টাকা পর্যন্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. গ্রামীন ফোন
  2. কাসেম ড্রাইসেল
  3. ইউএলসি
  4. বিডি থাই
  5. সামিট পোর্ট অ্যালায়েন্স
  6. বেক্সিমকো ফার্মা
  7. হামিদ ফেব্রিক্স
  8. স্কয়ার ফার্মা
  9. ফুয়ান ফুড
  10. বেক্সিমকো লিমিটেড।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৯৭ কোটি টাকার লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৯৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে।

এসময় লেনদেনের শীর্ষে রয়েছে- গ্রামীন ফোন, কাসেম ড্রাইসেল, ইউএলসি, বিডি থাই, সামিট পোর্ট অ্যালায়েন্স, বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, স্কয়ার ফার্মা, ফুয়ান ফুড ও বেক্সিমকো লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৩২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৫৬টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সোনালী আঁশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য নগদ এই লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ২১ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৩০ ডিসেম্বর হোয়াইট হল, শান্তিনগর, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থ বছরে সোনালী আঁশের মুনাফা হয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকা, প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৬০ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২২৫.৫৮ টাকা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ঋণাত্মক ১৫.৫৩ টাকা। যা আগের বছরে ছিল যথাক্রমে ৭১ লাখ ৯০ হাজার টাকা, ২.৬৫ টাকা, ২২৬ টাকা ও ঋণাত্মক ২৪.২৩ টাকা।

আগের বছরও সোনালী আঁশ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

লেনদেনে এগিয়ে ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ার

high indexনিজস্ব প্রতিবেদক :

মূল্য আয় অনুপাতের (পিই রেশিও) হিসাবে ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ারগুলোর দর বেড়েছে সোমবার। দর বাড়ার তালিকার প্রথম ১০টি কোম্পানির মধ্যে ৮টির পিই রেশিও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৪০-এর উপরে রয়েছে ৪টি এবং ঋণাত্মক পিইতে রয়েছে ৪টি কোম্পানি। এর মধ্যে অধিকাংশ কোম্পানি দুর্বল মৌলভিত্তির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার দর বাড়ার শীর্ষ-১০ তালিকার মধ্যে রয়েছে যথাক্রমে কাশেম ড্রাইসেলস, আনোয়ার গ্যালভানাইজিং, আজিজ পাইপস, ‍প্রিমিয়ার লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, দুলামিয়া কটন, সমতা লেদার, সামিট এ্যালায়েন্স পোর্ট, বিআইএফসি ও শ্যামপুর সুগার।

সোমবার কাশেম ড্রাইসেলসের শেয়ার দর বেড়েছে ৯.৯৫ শতাংশ বা ৬.২ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩৬ কোটি ৮৯ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ২৭.৬২।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বেড়েছে ৯.৮৮ শতাংশ বা ৩.৩ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৩ কোটি ২০ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ৪৩.৬৯ টাকা।

আজিজ পাইপসের শেয়ার দর বেড়েছে ৯.৬৯ শতাংশ বা ২.২ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪ কোটি ৯০ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ঋণাত্মক।

প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৯.৩৮ শতাংশ বা ০.৯ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৪০ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ১৩০।

মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর বেড়েছে ৯.০৯ শতাংশ বা ০.৭ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। এ শেয়ারের পিই রেশিও ঋণাত্মক।

দুলামিয়া কটনের শেয়ার দর বেড়েছে ৮.৭০ শতাংশ বা ০.৬ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭ কোটি ৬০ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ঋণাত্মক।

সমতা লেদারের শেয়ার দর বেড়েছে ৮.৪৯ শতাংশ বা ১.৮ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩০ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ২৮১.২৫ টাকা।

সামিট এ্যালায়েন্স পোর্টের শেয়ার দর বেড়েছে ৭.৭২ শতাংশ বা ৬ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৬৩ কোটি ৬০ লাখ টাকা। এ শেয়ারের পিই রেশিও ৯৪.৭৭।

বিআইএফসির শেয়ার দর বেড়েছে ৬.৭৪ শতাংশ বা ১.১ টাকা। এ শেয়ারের পিই রেশিও ১২.৭৪ এবং শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ৪.৯৪ শতাংশ বা ০.৪ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। এ শেয়ারের পিই রেশিও ঋণাত্মক।

অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলেন, এত বেশি পিই রেশিও এবং কম পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার দর বাড়ার বিষয়টি ভাল নয়। কয়েক দিন আগে বড় মূলধনী কোম্পানির শেয়ার দর বাড়িয়ে বাজার ঊর্ধ্বমুখী রাখা হয়েছে। এবার ছোটগুলো ধরা হয়েছে। পুঁজিবাজারের সঙ্গে জড়িত অনেক চক্র ঝুঁকিপূর্ণ শেয়ারগুলোর দিকে আকৃষ্ট করার জন্য এমনটা করতে পারে বলে তাদের অভিমত। তাই সাধারণ বিনিয়োগকারীদের সবকিছু বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা।

এ ব্যাপারে একটি সিকিউরিটিজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্বল মৌলভিত্তি ও মার্জিন অযোগ্য পিইর শেয়ার নিয়ে প্রায় সময়ই কারসাজি হয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করে মুনাফা করার পাঁয়তারা করে অনেকে। তবে সবাইকে দেখেশুনে বিনিয়োগ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর