বৃহস্পতিবার যমুনা অয়েলের লেনদেন বন্ধ

jomunaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি যমুনা অয়েল রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানির বোর্ড সভায় রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১১ ডিসেম্বর। আর আগামী ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজএম) অনুষ্ঠিত হবে।

সর্বশেষ বছরে যমুনা অয়েল ৯০% নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৮ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১৮ টাকা ৫৩ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. গ্রামীন ফোন
  2. হামিদ ফেব্রিকস
  3. স্কয়ার ফার্মা
  4. বেক্সিমকো ফার্মা
  5. যমুনা ওয়েল
  6. কাসেম ড্রাইসেল
  7. সামিট পোর্ট অ্যালায়েন্স
  8. ব্র্যাক ব্যাংক
  9. অগ্নি সিস্টেমস
  10. বিডি থাই।

ডিএসইতে লেনদেনে স্থির চিত্র

dse1নিজস্ব প্রতিবেদক :

আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতা ভেঙ্গে বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকে নিম্নমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন টানা তিনদিন আগের দিনের মতোই রয়েছে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের মতো রয়েছে। মাত্র দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।

আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- গ্রামীন ফোন, হামিদ ফেব্রিকস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, যমুনা ওয়েল, কাসেম ড্রাইসেল, সামিট পোর্ট অ্যালায়েন্স, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেমস ও বিডি থাই।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৮৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।

এদিন লেনদেন হয়েছে ৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/সি

কাশেম ড্রাইসেলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলস নিজেদের শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। কারণ জানতে চাইলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ জবাব দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত আট কার্যদিবস ধরে একটানা বেড়েছে কাশেম ড্রাইসেলসের শেয়ার দর। এ সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা বা ২৯.০৯ শতাংশ। এ সময়ের মধ্যে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।

আজ বুধবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ১.৬ টাকা বা ২.২৫ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৯.৪০ টাকায় লেনদেন হয়।

গত ২ নভেম্বর প্রকাশিত প্রথম প্রান্তিকের কাশেম ড্রাইসেলসের কর পরবর্তী ‍মুনাফা হয়েছে ২ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৬২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা ও ০.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

স্বয়ংক্রিয় লেনদেন নিয়ে ব্রোকারদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে : ড. স্বপন

saponনিজস্ব প্রতিবেদক :

আমরা যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি চালু করতে যাচ্ছি। সিস্টেমটি চালুর জন্য বিভিন্ন ব্রোকারকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা চালু হলে কোনো শংকা থাকবে বলে জানান ডিএসই এমডি ড. স্বপন কুমার বালা।

বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আয়োজিত নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার (অটোমেশন ট্রেডিং সিস্টেম) আনুষ্ঠানিক উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বপন কুমার বালা বলেন, এখানে লট সাইজ থাকবে না ঠিক আছে। তবে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে হাওলা চার্জের বিষয়টি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১১, ১৪ ও ১৫ তারিখের লেনদেন দেখার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। প্রয়োজেন হাওলা চার্জ উঠিয়ে দেওয়া হবে। এ পদ্ধতি বাস্তবায়নের জন্য ৩৫ কোটি টাকা লেগেছে বলে জানিয়েছেন ডিএসই এমডি।

আগামী ১১ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সকাল সাড়ে ৯টায় সিস্টেমটি উদ্ধোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসইর পরিচালক শাকিল রিজভী  খাজা গোলাম রসুল ও মো. শাহজাহান।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

টোকিও এক্সচেঞ্জে টয়োটা এবং সনির দর পতন

toyotaস্টকমার্কেট ডেস্ক :

গতকাল টোকিও স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত বিশ্বব্যাপি সমাদৃত জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা এবং ইলেকট্রনিক্স জায়ান্ট সনির শেয়ারের দর পতন ঘটেছে।

ইউরোপ-আমেরিকা জুড়ে চলা মন্দার প্রভাবে কোম্পানি দুটির রপ্তনি কমে যাওয়ার বাজারে তার প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, উভয় কোম্পানিই তাদের পন্যের একটি বড় অংশ ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি করে থাকে।

গতকাল টয়োটার শেয়ার প্রতি মুল্য দাঁড়ায় ৬৫.১৫ ডলার যা আগের চেয়ে প্রায় ০.৮৬ ডলার কম। অন্যদিকে সনির শেয়ার প্রতি মুল্য দাড়িয়েছে ২০.৮৮ ডলার যা আগের চেয়ে ০.৯৭ ডলার কম।

এদিকে টোকিও স্টক একচেঞ্জের সার্বিক সুচকও কমেছে। গতকাল Nikkei ইন্ডেকা ১২২ পয়েন্ট কমে ১৭,৮১৩.৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র- সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

ভারতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

sensexস্টকমার্কেট ডেস্ক :

গত মাসেই অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ২৮ হাজারে পৌঁছেছিল ভারতের সেনসেক্স সূচক। তবে চলতি সপ্তাহের প্রথম দুই দি্নেই বড় ধরনের পতন ঘটেছে। ফলে আবারো ২৭ হাজারে নেমে এসেছে সূচক। এমতাবস্থায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

গতকাল মুম্বাইয়ে ‘ভবিষ্যত বিনিয়োগ ও অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে আলোচনায় শেয়ার বাজারে বিনিয়োগকারিদের সতর্ক হবার পরামর্শ দেন বক্তারা।

আলোচনায় অংশ নিয়ে শেয়ার বাজার বিশ্লেষক ড.আরুন কুমার যাদব বলেন অনেকটা অস্বাভিক হারে বাজারে সূচক বেড়েছে, অনেক লগ্নিকারিই শুধুমাত্র সুচক বিবেচনা করেই তাদের মুলধন বাজারে ঢালছেন। যা ঠিক নয়, কেননা বিনিয়োগের জন্য সার্বিক অর্থনৈতিক চিত্রকে মাথায় রাখা দরকার।

তারা বলেন, অত্যধিক সুচক বৃদ্ধির ফলে যে কোন সময় বড় ধরনের পতনের আশংকা থেক যায়।তাই এখনি তাদের সতর্ক হওয়া দরকার’’।

এদিকে মঙ্গলবারও সূচক কমেছে ভারতের শেয়ারবাজারে। এদিন Sensex ইন্ডেক্স ৩২২.৩৯ পয়েন্ট কমে ২৭,৭৯৭.০১ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

সি অ্যান্ড এ র লটারির ড্র আজ

cnaস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের লটারির ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সূত্র থেকে জানা গেছে, ওই দিন কোম্পানিটির লটারির ড্র রাজধানীর রমনায় অবস্থিতি ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সেমিনার হলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৮ কোটি ৯০ লাখ ৬৭ হাজার টাকা বা ১৯.৩০ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৫ কোটি ৭১ লাখ ০৭ হাজার টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে কোম্পানিটির আইপিওতে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ২২ নভেম্বর পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট।

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৩৮ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করবে এসিআই

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তঅ্যাডভ্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) তথ্যপ্রযুক্তি খাতের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ ১৫ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনের পর বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

উল্লেখ্য, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড  ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

এনভয়ের সঙ্গে প্রোসপারিটির চুক্তি স্বাক্ষর

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল লিমিটেডের সঙ্গে চীনের প্রোসপারিটি টেক্সটাইল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী এনভয় টেক্সটাইলের কাছ থেকে প্রোসপারিটি টেক্সটাইল ফেব্রিক্স (কাপড়) নেবে। একই সঙ্গে উভয় কোম্পানির মধ্যে প্রযুক্তিগত বিষয় অভিজ্ঞতা আদান প্রদান করা হবে।

চীনের উত্তর গুয়াংডু প্রদেশের প্রোসপারিটি টেক্সটাইল বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি করেছে বলে এনভয় টেক্সটাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কোম্পানির প্রধান কার্যালয় ২৪এফ. ব্লক এ, পলি ইউনিভার্স প্লাজা, তিয়ানি নর্ড রোড ৬২৬, গুয়াংডু।

এছাড়া উভয় কোম্পানির মধ্যে কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার এনভয়ের করপোরেট অফিসে উভয় কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে