দর কমলেও স্কয়ার ফার্মার লেনদেন বেড়েছে

squreস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মার শেয়ারের দর কমলেও লেনদেন বেড়েছে। এদিন ১ হাজার ১২৮ বারে এর মোট ১ লাখ ৬৫ হাজার ৪১৩টি শেয়ার লেনদেন হয়। লেনদেনে এগিয়ে থাকা কোম্পানির তালিকায় এটি ছিল ষষ্ঠ।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গতকাল এ শেয়ারের দর কমে দশমিক ৭২ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। দিনভর এর দর ২৫৮ থেকে ২৬২ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২৬০ টাকা ৫০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ২৬০ টাকা ৮০ পয়সায়।

গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ২৫০ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৬৪ টাকা ৮০ পয়সা। গত ছয় মাসে এর সর্বনিম্ন দর ছিল ২৩০ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৮৫ টাকা ১০ পয়সা।

কোম্পানিটি ২০১৩ সালের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস শেয়ার।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সপ্তাহের ব্যবধানে কমেছে লেনদেন ও সূচক

indexস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্য সূচক কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৮ দশমিক ৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে  ১৭৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮০২ কোটি ২৩ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৭ কোটি  ৫০ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষকদের মতে, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে  স্বয়ংক্রিয় লেনদেন (অটোমেটেড ট্রেডিং সিস্টেম) ব্যবস্থা চালু করা হয়। আর এই নতুন সফটওয়্যার চালুর ফলে লেনদেনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন লেনদেন পদ্ধতি সম্পর্কে বিনিয়োগকারীরা পুরোপুরি বুঝে উঠতে না পারায় লেনদেনে সতর্ক ছিল। এতে সাপ্তাহিক লেনদেনেও প্রভাব পড়েছে।

গত সপ্তাহে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছ  দশমিক  ৫৮ শতাংশ বা ২৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৯ শতাংশ বা ২০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে  দশমিক ৫২  শতাংশ বা  ৬ পয়েন্টে।

এদিকে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে  ৭৮ দশমিক ৯২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১ দশমিক ৮২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির। আর দর কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/সি

লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

enzineerস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন অটোমেশন ট্রেডিং প্ল্যাটফর্মে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাত। এ প্ল্যাটফর্মে প্রথমদিন এ খাতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা। যা মোট লেনদেনের ১৯ শতাংশের বেশি। ডিএসই’র সূত্রে জানা গেছে।

জানা গেছে, এদিন প্রকৌশল খাতের ২৭ কোম্পানিতে মোট ৪৬ লাখ ৪২ হাজার ৮৮৭টি শেয়ার ৯ হাজার ৫৩৫ বার হাতবদল হয়েছে।

এ সময়ে প্রকৌশল খাতে লেনদেন করা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় হয়েছে কাশেম ড্রাইসেল শেয়ার। এ দিন এ কোম্পানিটির ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটির ৯ লাখ ৪৪ হাজার ২২৩টি শেয়ার ১ হাজার ৩৪৩ বার হাতবদল হয়।

২য় স্থানে রয়েছে বিডিথাইয়ের শেয়ার। এদিন এ কোম্পানিতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির ৯ লাখ ৩৩ হাজার ৬০৫টি শেয়ার ১ হাজার ৫৯০ বার হাতবদল হয়েছে।

৩য় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন কোম্পানির শেয়ার। এদিনে লেনদেন করেছে ৪ কোটি ৩৭ লাখ টাকা। ৪র্থ স্থানে থাকা আরএসআরএম লেনদেন করেছে ১ কোটি ৩৭ লাখ টাকা। ৫ম স্থানে থাকা আফতাব অটো লেনদেন করেছে ১ কোটি ১২ লাখ টাকা।
এছাড়াও নাভানা সিএনসি লেনদেন করেছে ৮৩ লাখ, এপোলো ইস্পাত ৫৪ লাখ, বেঙ্গল উইন্ডসর ৪৪ লাখ, সিঙ্গার বিডি ৪৭ লাখ, বিডি বিল্ডিং সিস্টেম ৪২ লাখ, সুহৃদ ২৬ লাখ, দেশবন্ধু পলিমার ৩৭ লাখ, এস আলম ক্লোড ৭১ লাখ, ন্যাশনাল টিউব ১১ লাখ, রংপুর ফাউন্ড্রি ১৭ লাখ, রেনউইক ১ লাখ, এটলাস ৭ লাখ, ন্যাশনাল পলিমার ২১ লাখ, বিডি ল্যাম্পস ৭ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৬৬ লাখ, গ্লোডেন সন ৫১ এবং মুন্নু স্টাফলার্স ২ লাখ টাকার লেননেদ হয়েছে।।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/সি

হংকংয়ে সিজিএন পাওয়ারের প্রথম দিনেই ব্যাপক সাড়া

hongস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আইপিওতে আসা চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত্র সর্ববৃহত এনার্জি উতপাদনকারী কোম্পানি CGN Power এর প্রথম দিনেই ব্যাপক সাড়া জাগিয়েছে হংকং শেয়ারবাজারে।

বুধবার লেনদেনের প্রথম দিনে ২.৭৮ হংকং ডলারে আইপিওতে আসা বা প্রায় ২৪.১% শতাংশ বেড়ে গেছে। ফলে প্রথম দিন শেষে শেয়ার প্রতি মুল্য ২.৭৮ হংকং ডলার থেকে বেড়ে দাড়িয়েছে ৩.৩১ হংকং ডলার।

উল্লেখ্য শেয়ার বাজার থেকে ৩.২ বিলিয়ন ডলার মুলধন সংগ্রহের লক্ষ্যে এই আইপিও বাজারে আনা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে CGN Power এর শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে হংকং শেয়ারবাজারে। দিনশেষে Hang Seng ইন্ডেক্স ৩৮.৬৯ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৫২৪.৫২ পয়েন্টে অবস্থান করছে।

সুত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর/সি

সি এন্ড এ টেক্সটাইলের রিফান্ড বিতরণ রবিবার থেকে

cnaনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) শেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারি সম্পন্ন করেছে সি এ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। লটারি শেষে কোম্পানির কর্তৃপক্ষ রিফান্ড বিতরণের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর, রোববার থেকে রিফান্ড বিতরণ করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সেমিনার হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লটারি শুরু হয়ে দুপুরে শেষ হয়েছে।

প্রত্যেক বিনিয়োগকারী তাদের নিজ নিজ ব্যাংক হিসাব থেকে রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন। বিনিয়োগকারীরা ১৪ ডিসেম্বর রোববার থেকে ১৯ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত এ সুযোগ পাবেন।

জানা গেছে, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক রশিদের বিনিময়ে বরাদ্দপত্র এবং রিফান্ড ওয়ারেন্ট পল্টন কমিউনিটি সেন্টার ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ঝিলপাড়ে  বিতরণ করা হবে।

অপরদিকে, যারা নির্ধারিত তারিখের মধ্যে রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন না, তাদের নিজ ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে তা পাঠানো হবে। এছাড়া, অনলাইন ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমেও রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর/সি

 

রবিবার থেকে সিএসইতে লট থাকবে না

cseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) শেয়ারের লট (গুচ্ছ) থাকছে না। আগামী রবিবার থেকে সিএসইতে লট ছাড়া শেয়ার লেনদেন হবে।

বৃহস্পতিবার সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর রবিবার থেকে সিঙ্গেল (একক) শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হবে। এ জন্য প্রতিটি শেয়ারের টিক প্রাইস (সর্বনিম্ন কমা বা বাড়ার সীমারেখা) হবে ০.১০ টাকা।

অর্থাৎ কোনো শেয়ারের দর ০.১০ টাকার কম বাড়িয়ে বা কমিয়ে কেনাবেচার আদেশ দেওয়া যাবে না। তবে করপোরেট বন্ডের জন্য পূর্বের টিক প্রাইস ০.৫০ টাকা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ডিএসইতে স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে শেয়ার বা ইউনিটের মার্কেট লট উঠিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে সর্বনিম্ন ১টি শেয়ার বা ইউনিট লেনদেন করা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর/সি