ইউরোপে শেয়ারবাজারে সূচক-পতন অব্যহত

euস্টকমার্কেট ডেস্ক :

গত নভেম্বরে বড় ধরনের পতনের পরও অতি আশাবাদী যেসব বিনিয়োগকারি ভেবেছিলেন যে ডিসেম্বরে হয়ত বাজার ঘুড়ে দাঁড়াবে, তাদের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে ইউরোপের শেয়ারবাজারগুলো। গতকাল শুক্রবার সপ্তাহের শেষ দিনেও সূচক পতনের এই ধারা অব্যহত ছিল।

গত সপ্তাহ জুড়ে আশাবাদি হবার মতো তেমন কোন পরিবর্তনই দেখা যায়নি সুচকে বরং প্রতি কার্যদিবসেই ঘটেছে সুচক পতনের ঘটনা।জ্বানালী খাতে অস্থিরতা,তেলের মুল্য হ্রাস,আর বৈশ্বিক মন্দার মত নানা সমস্যার প্রভাব পড়েছে ইউরোপের শেয়ারবাজারে। এর ফলে বিনিয়োগকারিদের মধ্যেও সৃষ্টি হচ্ছে আস্থাহীনতা।

গতকাল শুক্রবার সপ্তাহের শেষ দিনেও সুচক পতনের এই ধারা অব্যহত ছিল। এদিন লন্ডন FTSE 100 Index   ৮২.১৪ (১.২৭ %)পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৩৭৯.৫৬ পয়েন্টে।

এছাড়া CAC 40 Index   ৫৭.৭১ (১.৩৭%)পয়েন্ট কমে ৪,১৬৮.১৫ পয়েন্টে অবস্থান করছে ।এছাড়া TR EUROPE ইন্ডেক্স ১.২৬ (০.৭৮%)কমে ১৬০.৯২ পয়েন্টে নেমে এসেছে ।

সংশ্লিষ্টরা বলছেন-‘এশিয়া এবং আমেরিকা জুড়ে চলা তেলের মুল্যের অস্থিতিশিলতার পাশাপাশি সুদ কমানো নিয়ে ইউরোপিয় কেন্দ্রিয় ব্যংকের দ্বিমুখী নীতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে শেয়ার বাজার।’

সুত্র- সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

নির্বাচনকে ঘিরে সতর্ক জাপানের বিনিয়োগকারীরা

japanস্টকমার্কেট ডেস্ক :

আগামিকাল ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি জাপানের ৪৭ তম সাধারন নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেকটা আশা-নিরাশার দোলাচলে রয়েছেন শেয়ার বাজারে বিনিয়োগকারিরা। ফলে লেনদেনের ক্ষেত্রে বেশ সতর্ক পদক্ষেপে এগোচ্ছেন দেশটির বিনিয়োগকারীরা।

অনেক বিনিয়োগকারী মনে করছেন নতুন সরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ভর্তুকির মত পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে শেয়ার বাজারের দিকে সরকারের নজর একটু কমই থাকতে পারে এমনকি প্রনোদণা কমে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

অনেকেই গতকাল তাদের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। আবার কিছু বিনিয়োগকারি আশায় বুক বেধে তাদের শেয়ার ধরে রাখছেন। নতুন সরকার গঠনের পর শেয়ার বাজার আরও চাঙ্গা হবে বলে তাদের বিশ্বাস।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিঃ হারুহিতো বলেন, “নির্বাচন নিয়ে বিনিয়োগকারিদের আশংকার কিছুই নেই, কেননা নতুন সরকার গঠনের পর সার্বিক অর্থনিতিতে স্থিতিশিলতা আসতে পারে যা বাজারের জন্য লাভজনকই হবে।’’

এদিকে শুক্রবার সপ্তাহের শেষদিনে নিক্কেই ইন্ডেক্স সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৭১.৫৮ পয়েন্টে।

সুত্র- Financial Times

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

সপ্তাহশেষে ডিএসইতে পিই কমেছে

peস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্যসূচক কমেছে আর দুই কার্যদিবস সূচক সামান্য বেড়েছে। ফলে সপ্তাহশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭.৮৮ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে অবস্থান করে ১৭.৯৪ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩৩ শতাংশ বা ০.০৬ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০.৪৪ পয়েন্টে, আর্থিক খাতের ১৫.৩৪ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.৮৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.১৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৯৯, পাট খাতের পিই ১৮৮ তে অবস্থান করছে।

এছাড়া বস্ত্র খাতের পিই ১২.৬৯, ওষুধ ও রসায়ন খাতের ২২.৫৪, সেবা ও আবাসন খাতের ৪৬.৩৬, সিমেন্ট খাতের ২১.০৮, তথ্যপ্রযুক্তি খাতের ২৪.০৩, চামড়া খাতের ২২.৯৫, সিরামিক খাতের ৩৪.২২, বীমা খাতের ২১.০১, বিবিধ খাতের ৩২.১৭, পেপার ও প্রকাশনা খাতের ১১.৫৪, টেলিযোগাযোগ খাতের ২৩.৮০, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬.৬৪ পয়েন্টে।

আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করে ১০.৪২ পয়েন্টে, আর্থিক খাতের ১৫.৩০ পয়েন্ট, প্রকৌশল খাতের ২২.৪১, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৬২, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৫৪, পাট খাতের ১৮৫.৬৬, বস্ত্র খাতের ১২.৫৯, ওষুধ ও রসায়ন খাতের ২৩.১৯, সেবা ও আবাসন খাতের ৩৮.৬৯, সিমেন্ট খাতের ২০.৮৮, তথ্যপ্রযুক্তি খাতের ২৩.৩০, চামড়া খাতের ২৩.২৪, সিরামিক খাতের ৩৪.৫০, বিমা খাতের ২১.৬০, বিবিধ খাতের ২৯.৫৮, পেপার ও প্রকাশনা খাতের ১১.৫৫, টেলিযোগাযোগ খাতের ২৩.১৪, ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করে ১৬.৪০ পয়েন্টে।

সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিই’র হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৭.০৪ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ২৫.৮৩, ‘জেড’ ক্যাটাগরির ৯৫.৭৮ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৭.৮১ পয়েন্টে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

মুম্বায় এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

sensexস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের শেষ দিনটিও ভালো গেল না শেয়ারবাজারে। শেষ দিনেও সপ্তাহ জুড়ে চলা সুচক পতনের ধাক্কা সামলে উঠতে পারেনি দেশটির শেয়ারবাজার। ফলে টানা চতুর্থ দিনের মত সুচক পতন ঘটলো বাজারে। অন্যদিকে উদ্বিগ্ন বিনিয়োগকারি গতকাল  মুম্বায় স্টক একচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন।

গতকাল দিনের শুরুতে নিফটি খোলার সময় দাম বেশ সবুজ থাকলেও পরে তা পড়তে শুরু করে। দিনের শেষে ৬৮ পয়েন্ট কমে এনএসই সুচক পৌঁছায় ৮,২২৪.১০ পয়েন্টে। অন্যদিকে বড় ধরনের পতন ঘটেছে সেনসেক্স ইন্ডেক্সে।

দিনশেষে সেনসেক্স ২৫১ পয়েন্ট নেমে ২৭,৩৫০.৬৮ পয়েন্টে অবস্থান করছে।এদিন মুলত তেল-গ্যাস,মুলধনী পন্য এবং রিয়েলিটি সংস্থার শেয়ার পড়তে দেখা গিয়েছে। মুলধন হারানোর আশংকায় উদ্বিগ্ন কিছু বিনিয়োগকারি এদিন মুম্বায় স্টক একচেঞ্জের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।

সুত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

প্রিমিয়ামসহ আসা কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের অনীহা বাড়ছে

primiumনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরে শেয়াবাজারে লেনদেন শুরুর কয়েক মাসের মধ্যেই ইস্যু মূল্যের নিচে নেমে গেছে প্রিমিয়ামসহ আসা দুই কোম্পানির শেয়ারের দর। আরো দুই কোম্পানির শেয়ার লেনদেনর প্রায় শুরু থেকেই ধারাবাহিকভাবে দর কমছে। এসব কারণেই মূল মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা। প্রিমিয়ামসহ আইপিওতে আসা কোম্পানিগুলোতে অনীহা জন্ম দিয়েছে এসব ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা।

তবে লেনদেনের এতো অল্প সময়ে শেয়ার দর ইস্যু মূল্যের নিচে নামাকে বিনিয়োগকারীদের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে দর উঠা-নামার ক্ষেত্রে কোম্পানির কিছু করার নেই। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইস্যু মূল্যের নিচে শেয়ার লেনদেন হয়েছে।

ফারইস্ট নিটিং গত ২৮ আগস্ট শেয়ারবাজারে লেনদেন শুরু করে। ওই দিন কোম্পানিটি ডিএসইতে ৩৯ টাকা দরে লেনদেন শুরু করে। প্রথমদিন লেনদেন শেষ হয় ৪৮ টাকা ৫০ পয়সা দরে। কিন্তু গত কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়। অর্থ্যাৎ গত ৪ মাসে শেয়ারটির দর কমেছে ২১ টাকা ৭০ পয়সা বা ৪৫ শতাংশ।

কোম্পানিটি আইপিওতে ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই হিসাবে শেয়ারটি বুধবারে ইস্যু মূল্য থেকে ২০ পয়সা বা দশমিক ৭৪ শতাংশ কম মূল্যে লেনদেন হয়েছে। তবে এর মাঝে ফারইস্ট নিটিং ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

অপরদিকে পেনিনসুলা লেনদেনের ৬ মাসের মধ্যে ইস্যু মূল্যের নিচে নেমে এসেছে। কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ মূল্যে শেয়ার ইস্যু করেছিল বাজারে। কিন্তু আজ বুধবার সর্বশেষ শেয়ারটি ২৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। অর্থ্যাৎ ইস্যু মূল্য থেকে শেয়ারটি ২ টাকা ৩০ পয়সা বা ৭ শতাংশ কম দরে লেনদেন হয়েছে।

আর ডিএসইতে এই কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম দিনে ৩৪ টাকা দরে লেনদেন শেষ করেছিল। এই হিসাবে শেয়ারটির দর কমেছে ৬ টাকা ১০ পয়সা বা ১৮ শতাংশ। তবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে ১০ শতাশ নগদ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের।

শেয়ারবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ বলেন, প্রিমিয়াম নিয়ে আসা শেয়ার এতো তাড়াতাড়ি ইস্যু মূল্যের নিচে আসা ঠিক হয়নি। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচিৎ হয়নি এ ধরনের কোম্পানিকে অনুমোদন দেওয়া।

শেয়ার ইস্যু মূল্যের নিচে নেমে যাওয়া মানে বিনিয়োগকারীদের জন্য একটি দুর্ভাগ্য। এ ধরনের শেয়ার থেকে বিনিয়োগকারীদের দূরে থাকার পরামর্শ দেন অন্যান্য বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর