রেকিট বেনকিজারের লেনদেন সোমবার বন্ধ

recitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেকিট বেনকিজারের শেয়ার রেকর্ড ডেটের কারণে লেনদেন আগামী ১৫ ডিসেম্বর সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবছরের জন্য ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের হিসেব অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে।

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেট হচ্ছে আগামীকাল। যার কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে/

মার্কিন শেয়ারবাজারে সর্বনিম্ন দরে জ্বালানী খাতের শেয়ার

usaস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের শেষ দিনে শুক্রবার ব্যাপক হারে সুচক পতন ঘটেছে আমেরিকার শেয়ারবাজারে। গত ৩ বছরের মধ্যে এক সপ্তাহে সবচেয়ে বড় সুচক পতন ঘটেছে।

এবার কাল হয়ে দাঁড়িয়েছে তেলের মুল্য হ্রাস। এদিন জ্বালানি তেলের সাথে আরও কমেছে শিল্প, স্বাস্থ সহ প্রায় সব ক্যাটাগরির শেয়ারের দাম । তবে গত সপ্তাহে বিশেষ করে জ্বালানী খাতের শেয়ারের দাম কমেছে প্রায় ১৬.৫ ভাগ যা বিগত তিন বছরের মধ্যে একই সপ্তাহে এ খাতের সবচেয়ে বড় পতন ।

এছাড়া মোট লেনদেনের পরিমান কমেছে প্রায় এক-তৃতীয়াংশ । ফলে সপ্তাহ শেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৩১৫.৫১ পয়েন্ট কমে দড়িয়েছে ১৭,২৮০.৮৩ পয়েন্ট, এছাড়া S&P 500 ইন্ডেক্স ৩৩.৭৭ পয়েন্ট কমে ২,০০২.৬৩ পয়েন্টে অবস্থান করছে।

জ্বালানী তেলের বাজারে অস্থিতিশিলতাকে সুচক পতনের কারন হিসাবে অভিহিত করছেন বিশ্লেষকরা । ‘Michael James’ , managing director of equity trading at Wedbush বলেন, ‘ আমারা মনে করি তেলের মুল্যের দর পতন বিনিয়োগকারিদের মাঝে ছোট ছোট সংশয় জাগাচ্ছে যা সমষ্টিগতভাবে শেয়ার বাজারে বড় ধরনের পতনের কারন হয়ে দাঁড়াচ্ছে।’
সুত্র-ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

 

স্পট মার্কেটে ডেল্টা স্পিনার্স

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা স্পিনার্স লিমিটেডের শেয়ার লেনদেন ১৫ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে যাচ্ছে। আর রেকর্ড ডেটের কারণে একদিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের আগে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন চলবে। স্পট মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন ব্লক ও অডলটে করা যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের কারণে আগামি বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ফু-ওয়াং ফুডে এজিএম-ভেন্যু পরিবর্তন

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের ১৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এজিএম আগামী ২৮ ডিসেম্বর ঢাকার মহাখালীতে রাওয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মনিপুর হোতাপাড়া গাজীপুর এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে/

  1. অগ্নি সিস্টেমস
  2. আরএন স্পিনিং
  3. সামিট এলায়েন্স পোর্ট
  4. গ্রামীণফোন
  5. বেক্সিমকো ফার্মা
  6. কেয়া কসমেটিকস
  7. বেক্সিমকো লিমিটেড
  8. তুং হাই নিটিং
  9. বিডি থাই
  10. স্কয়ার ফার্মা।

সূচক নিম্নমুখী হলেও লেনদেন সামান্য বেড়েছে

indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে আজ রবিবার নিম্নমুখী প্রবণতা বিরাজ করেছে। দিনভর সূচক নিম্নমুখী ছিল আর টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৯২ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২০০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগেরদিন লেনদেন হয় ১৩৬ কোটি ৮৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে- অগ্নি সিস্টেমস, আরএন স্পিনিং, সামিট এলায়েন্স পোর্ট, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, তুং হাই নিটিং, বিডি থাই ও স্কয়ার ফার্মা।

ডিএসইতে নতুন ট্রেডিং সফটওয়্যার ইস্যুতে পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অনেকে লেনদেন থেকে বিরত ছিলেন। এ সফটওয়্যারের বিষয়ে বিনিয়োগকারীরা অভ্যস্ত না হওয়ায় অনেকে বাজার পর্যবেক্ষণ করেছেন।

এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, নতুন ট্রেডিং সিস্টেম চালু হওয়ার কারণে লেনদেন কমেছে আমাদের কাছে এ রকম অভিযোগ আছে। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় বিনিয়োগকারীরা সিস্টেমটি বোঝেননি। সিস্টেমটি সম্পর্কে পুরোপুরি বুঝলে এ রকম অবস্থা থাকবে না।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির।

এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে/

আটটি মিউচুয়াল ফান্ডের ন্যাভ প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৯ ডিসেম্বরের হিসাব অনুযায়ী ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ৭৪.৩৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩০.০২ টাকা।

৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ১১১.২৬ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৪.৮৪ টাকা।

৬ষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ৬১.৯২ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৬.৪২ টাকা।

৫ম আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ২৫২.৮০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৫৬.৪১ টাকা।

৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ২৮৮.৯৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭০.৭১ টাকা।

৩য় আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ৩২৫.৪৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৬৬.১৬ টাকা।

২য় আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ৩০৫.৪৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৯৫.০৯ টাকা।

১ম আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি বাজার ‍মূল্য অনুসারে ১ হাজার ৫২৩.৭৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২২২.৮৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

নতুন যন্ত্র স্থাপন করবে জুট স্পিনার্স

jute_spinnersস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সে নতুন মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা বোর্ড। এ লক্ষ্যে কোম্পানিটি ২ কোটি টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী ৫০ ‍লুম বিশিষ্ট স্যাকিং মেশিন এবং এনসিলারি মেশিন স্থাপন করা হবে। বিদ্যমান নাজুক অবস্থা কাটিয়ে উঠার লক্ষ্যে নতুন মেশিন স্থাপন করা হবে বলে জুট স্পিনার্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

জুট স্পিনার্স ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। বর্তমানে এ কোম্পানির লোকসান ৮ কোটি ৪৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

শাশা ডেনিমসের আইপিও আবেদন শুরু

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া শাশা ডেনিমস লিমিটেডে আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ ১৪ ডিসেম্বর, রোববার থেকে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিতে আবেদন শেষ হবে ২১ ডিসেম্বর। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

বিএসইসির ৫২৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার হল্টেড

weastaernস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবারের লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা ছিল না।

বিশ্লেষকদের মতে, যেকোন নতুন শেয়ার বাজারে আসলেই লাফিয়ে লাফিয়ে দর বাড়তে থাকে। তাই এ ধরনের শেয়ার বিনিয়োগকারীরা বেশি দরের আসায় এখনই বিক্রি করতে চাচ্ছেন না। এতে বিক্রেতা উধাও হয়ে যাচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ওয়েস্টার্ন মেরিনের স্ক্রীনে সর্বশেষ ৮০১টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫২ টাকা ৫০ পয়সায়। গত বৃহস্পতিবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৭ টাকা ৪০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর