1. অগ্নি সিস্টেমস
  2. আরএন স্পিনিং
  3. সামিট পোর্ট অ্যালায়েন্স
  4. তুংহাই
  5. যমুনা ওয়েল
  6. কেয়া কসমেটিকস
  7. কাসেম ড্রাইসেল
  8. ওয়েষ্টার্ন মেরিন
  9. বিডি থাই
  10. হামিদ ফেব্রিকস।

গোল্ডেন হারভেস্টের এজিএম সোমবার

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার সকালে অনুষ্ঠিত হবে।

গাজীপুরের বোকরানে কারখানা প্রাঙ্গণে এসব সভার আয়োজন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ২৩ টাকা ৫ পয়সা।

এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ আইপিওর অতিরিক্ত খরচ, আইপিও তহবিল ব্যবহারের সময় বৃদ্ধি এবং এ তহবিলের অর্থ অঙ্গপ্রতিষ্ঠানে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরো কিছু বিষয় ইজিএমে উপস্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

ডিএসইতে এক ঘন্টায় ৪৩ কোটি টাকার লেনদেন

dse cseস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ধীরগতিতে লেনদেন চলছে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টি কোম্পানির। আর দর কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- অগ্নি সিস্টেমস, আরএন স্পিনিং, সামিট পোর্ট অ্যালায়েন্স, তুংহাই, যমুনা ওয়েল, কেয়া কসমেটিকস, কাসেম ড্রাইসেল, ওয়েষ্টার্ন মেরিন, বিডি থাই ও হামিদ ফেব্রিকস।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৪০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

মিলেনিয়ামের ৫১ শতাংশ শেয়ার কিনবে আল আরাফা

al arafa bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ মিলেনিয়াম ইনফর্মেশন সল্যুশন লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মিলেনিয়াম ইনফর্মেশনের ৯৩ লাখ ৬৯ হাজার ৩৪৩টি শেয়ার কেনা হবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ১৬.০১ টাকা। সে হিসেবে আল-আরাফা ব্যাংকে কোম্পানিটির শেয়ার কিনতে ১৫ কোটি টাকা খরচ হবে।

এ বিষেেয় বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে আল-আরাফা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

৩ বন্ডের লেনদেন বন্ধের নোটিশ

bondস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ৩ বন্ডের লেনদেন বন্ধের নোটিশ দিয়েছে। অনিবার্য কারণেই বন্ডগুলোর লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্পোরেট বন্ডগুলো হচ্ছে- এসিআই ২০% কনভারটেবল জিরো কুপন বন্ড, ব্রাক ব্যাংকের সাব-অর্ডিনেটেড ২৫% কনভারটেবল বন্ড ও ইসলামী ব্যাংকের মুদরাবা বন্ড।

জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ বন্ডের লেনদেন অনিদৃষ্টকালের জন্য বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ