নতুন লেনদেন ব্যবস্থায় গতি আনতে উদ্যোগ

dse1নিজস্ব প্রতিবেদক :

শেয়ার কেনাবেচায় লটবিহীন নতুন লেনদেন পদ্ধতিতে গতি আনতে শেয়ার কেনাবেচার ওপর লেনদেনপ্রতি ২ টাকা হারে প্রযোজ্য হাওলা চার্জ সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হবে। এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার শেয়ার কেনাবেচায় নতুন লেনদেন প্রযুক্তি চালু করেছে ডিএসই। এ পদ্ধতি চালুর প্রথম দিন থেকে শেয়ারের লট প্রথা তুলে নেওয়া হলে অনেক বিনিয়োগকারী মাত্র ১টি শেয়ার থেকে শুরু করে ১০ বা ১৫টি শেয়ার বিক্রির আদেশ দেন। ফলে অন্য বিনিয়োগকারীর শেয়ার কেনার সময় আগের চেয়ে বেশি সংখ্যক লেনদেন করতে হয়।

ডিএসই সূত্র জানিয়েছে, ডিএসই ফ্লেক্সটিপি লেনদেন ব্যবস্থা চালুর প্রথম দিনে ৮০২টি ট্রেডের প্রতিটির ক্ষেত্রে মাত্র একটি করে শেয়ার হাতবদল হয়েছে। এ ছাড়া এক কোম্পানির ১০ হাজার শেয়ার ক্রয়ে ২২১টি এবং ৫০০ শেয়ার বিক্রি করতে গিয়ে ৮০টি লেনদেন হওয়ার তথ্যও পাওয়া গেছে।

অনেক ব্রোকারেজ হাউসই কেনাবেচায় অনেকটাই নিরুৎসাহিত ছিল। এছাড়া কোনো ব্রোকারেজ হাউস গ্রাহকের ওপর ওই চার্জ চাপিয়ে দেওয়ায় অনেক বিনিয়োগকারী শেয়ার কেনাবেচায় নিবৃত্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গিয়েছিল।

নতুন লেনদেন ব্যবস্থা চালুর আগের দিন ১০ ডিসেম্বর যেখানে ডিএসইতে ৪২১ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল, সেখানে পরদিন তা নেমে আসে ১৩৬ কোটি টাকায়। যদিও গত তিন দিনে লেনদেন বেড়ে ২৮৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। নতুন লেনদেন ব্যবস্থায় এ সমস্যাটি হতে পারে বলে আগেই অনুমান করা হয়েছিল জানিয়ে ডিএসই এমডি বলেন, এ কারণে এর সমাধান করতেও কম সময় লেগেছে।

এদিকে নতুন সিদ্ধান্তে লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে বলে মনে করছেন ব্রোকারেজ হাউসের মালিকরা। এসব হাউজের ট্রেডাররা জানান, নতুন লেনদেন ব্যবস্থায় এরই মধ্যে সবাই অভ্যস্ত হয়েছেন। ব্রোকারদের মধ্যে লাগা ও হাওলা চার্জ নিয়ে কিছুটা দ্বিধা ছিল। এ সমস্যার সমাধান হওয়ায় শিগগিরই লেনদেন স্বাভাবিক হয়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে