সিভিও পেট্রোকে বি ক্যাটাগরিতে পরিবর্তন

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে ১০ শতাংশের কম অর্থাৎ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় সিভিও পেট্রোকেমিক্যাল ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে করা হয়েছে।

আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে নতুন ক্যাটাগরির অধীনে এই কোম্পানির শেয়ার লেনদেন হবে।

গত ১০ অক্টোবর সিভিও পেট্রোকেমিক্যাল ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ বিওতে

paramountস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমেটেড লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়ে দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি গতকাল রবিবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এ লভ্যাংশ পাঠিয়েছে।

উল্লেখ্য, বস্ত্র খাতের এই কোম্পানি ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫% বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সিএসইতে শেয়ার লেনদেনের নতুন চার্জ

cseনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় বৃহৎ শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) শেয়ার লেনদেনের ওপর নতুন চার্জ নির্ধারণ করেছে। আগামীকাল থেকে এ কমিশন হার কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন চার্জ অনুযায়ী মঙ্গলবার থেকে ০ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একশত টাকা লেনদেনে ১৮ পয়সা কমিশন নির্ধারণ করা হয়েছে। ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত এ কমিশনের হার হবে ১৫ পয়সা। ১০ কোটি টাকার ওপরে হলে এটি হবে ১৩ পয়সা। এছাড়া হাওলা বা কন্ট্রাক্ট চার্জ নির্ধারণ করা হয়েছে ২ টাকা।

এখন থেকে সিএসই’র ব্রোকাররা প্রতি লেনদেনের ওপর ব্রোকারেজ কমিশন চার্জ ১ শতাংশ বা ৮ টাকার কম নিবে না।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. ওয়েষ্টার্ণ মেরিন
  3. স্কয়ার ফার্মা
  4. আইডিএলসি
  5. আরএকে সিরামিক
  6. কেয়া কসমেটিকস
  7. অগ্নি সিস্টেমস
  8. বেক্স-ফার্মা
  9. এমজেএলবিডি
  10. তুং হাই নিটিং।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনের শেষে ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গতকাল লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়েষ্টার্ণ মেরিন, স্কয়ার ফার্মা, আইডিএলসি, আরএকে সিরামিক, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেমস, বেক্স-ফার্মা, এমজেএলবিডি ও তুং হাই নিটিং।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

ইউনাইটেড লিজিংয়ের নতুন নাম অনুমোদন

ulcস্টকমার্কেট ডেস্ক :

ইউনাইটেড লিজিংয়ের নাম পরিবর্তন করে রাখা নতুন নাম ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৬ জানুয়ারি থেকে নতুন নাম কার্যকর হবে। কোম্পানির ট্রেডিং কোড `ULC’ স্থলে ‘UNITEDFIN’ হবে। এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৫ জানুয়ারি। কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে ইউনাইটেড লিজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নাম পরিবর্তনের আবেদন অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, শুরুর দিকে এনবিএফআইগুলো শুধু লিজ ফাইন্যান্স করত। সে কারণে প্রায় সব এনবিএফের নামের সাথে ‘লিজিং’ শব্দটি ছিল। কিন্তু পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে এনবিএফআইগুলোর ব্যবসার পরিধি বাড়ে।

প্রতিষ্ঠানটি মেয়াদী ঋণ থেকে শুরু করে নানা ধরণের অর্থায়ন সেবা দিয়ে থাকে। তাই কোম্পানিগুলো তাদের নাম থেকে লিজিং শব্দ ছেঁটে ফেলে ফাইন্যান্স শব্দ যোগ করছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিওতে বাটা সু র অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ

bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু র অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গতকাল রোববার বিনিয়োগকারীদের বিও হিসাবে এ লভ্যাংশ পাঠিয়েছে।

উল্লেখ্য, বাটা সু ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭৫% অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

আইসিবি মিউচ্যুয়াল ফান্ড মঙ্গলবার স্পট মার্কেটে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামীকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার এবং ২৪ ডিসেম্বর বুধবার এই ফান্ডের ইউনিট লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।

এই ফান্ডটির রেকর্ড ডেট আগামী ২৮ ডিসেম্বর। আর রেকর্ড ডেটের জন্য ওই দিন এই ফান্ডের লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

সহযোগী প্রতিষ্ঠান বিক্রি করবে আরএকে সিরামিক

RAK-CERAMIKনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক সহযোগী কোম্পানি আরএকে ফার্মাসিটিক্যালস কোম্পানিটি বিক্রি করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, আরএকে ফার্মাসিটিক্যালস কোম্পানি কিনবে গাল্ফ ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ জুলফার পিজেএসসি।

আরএকে সিরামিক সহযোগী প্রতিষ্ঠানের ৫ কোটি ১৭ লাখ বা ৫৫ শতাংশ শেয়াররের মালিক। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ৭ টাকা মূল্যে বিক্রয় করবে। এই হিসাবে মোট শেয়ারের মূল্য দাঁড়াবে ৩৬ কোটি ১৯ লাখ ৪ হাজার ৫৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. ওয়েষ্টার্ণ মেরিন
  3. এমজেএলবিডি
  4. কেয়া কসমেটিকস
  5. আরএকে সিরামিক
  6. তুং হাই নিটিং
  7. স্কয়ার ফার্ম
  8. আইডিএলসি
  9. অগ্নি সিস্টেমস
  10. কাসেম ড্রাইসেল।