বাংলাদেশ স্টিলের প্রসপেক্টাস অনুমোদন

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিএসইসির ৫৩৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও’র অনুমোদন দেয়া হয়।

আইপিও’র মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫২.০৯ টাকা।

আইপিও ব্যবস্থাপনায় কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, আগামীকাল ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারা দেশে সরকারি ছুটি রয়েছে।

এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ৩ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

আইসিবির এএমসিএল ফান্ড তালিকাচ্যুত

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত থেকে তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। আগামী ২৯ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে এ ফান্ডের ইউনিট লেনদেন হবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এ ফান্ডের ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ফান্ডটির মেয়াদ আগামী ২৮ ডিসেম্বর ১০ বছর পূর্ণ হবে। এ পরিস্থিতিতে ফান্ডটির মেয়াদ বাড়ানো হবে কিনা, সে ব্যাপারে ইউনিটহোল্ডারদের সম্মতি নেওয়া হয়েছে।

এক-তৃতীয়াংশ ইউনিটহোল্ডারের মতামত অনুযায়ী ফান্ডটিকে বাজার থেকে তালিকাচ্যুত করা হবে। এখন থেকে শেয়ারবাজারের বাইরে এ ফান্ডের ইউনিট লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

বিনিয়োগকারীদের বিওতে আরএসআরএম লভ্যাংশ

rsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টীল রি-রোলিং মিল (আরএসআরএম)সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানি বিনিয়োগকারীর ব্যাংক একাউন্টে তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠিয়েছে। আর যাদের অনলাইন সুবিধা নেই; তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেক পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. স্কয়ার ফার্মা
  2. গ্রামীণফোন
  3. সাইফ পাওয়ার
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. বেক্স- ফার্মা
  6. অগ্নি সিস্টমেস
  7. এমজেএলবিডি
  8. ব্রাক ব্যাংক
  9. আইডিএলসি
  10. সামিট অ্যালায়েন্স পোর্ট।

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবারে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৬ পয়েন্টে।

দিনভর ডিএসইতে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ২০২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

ডিএসইতে দিনশেষে লেনদেনের শীর্ষে ছিল- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্স- ফার্মা, অগ্নি সিস্টমেস, এমজেএলবিডি, ব্রাক ব্যাংক, আইডিএলসি ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

অপরদিকে সিএসই আজ ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সার্বিক সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫০ পয়েন্টে।

স্টমার্কেটবিডি.কম/এএআর/এলকে

ইফাদ অটোসের আইপিও লটারির ফলাফল প্রকাশ

ifadনিজস্ব প্রতিবেদক :

ইফাদ অটোস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ফলাফল আজ ২৪ ডিসেম্বর সকালে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আইপিওতে আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে আজ ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে লটারি করার ঘোষণা দেয় কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির আইপিওতে গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৬ ডিসেম্বর পর্যন্ত।

ইফাদ অটোস শেয়ারবাজার থেকে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলনের জন্য ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট।

কোম্পানিটির আইপিওতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ফলাফল লিঙ্ক :

ব্রাঞ্চ কোড

 বাংলাদেশী

ক্ষতিগ্রস্ত

প্রবাসী

মিউচ্যুয়াল ফান্ড

 

 

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

আমেরিকার শেয়ারবাজারে সূচকের রেকর্ড

usaস্টকমার্কেট ডেস্ক :

চলতি সপ্তাহে সুচক বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে আমেরিকার শেয়ারবাজারে। গত সপ্তাহে বাজার কিছুটা খারাপ থাকলেও সোমবার থেকে বাড়তে থাকে সুচক। তবে মঙ্গলবার অনন্য এক রেকর্ড গড়ে প্রথমবারের মতো সুচক ১৮ হাজারের মাইল ফলক স্পর্শ করেছে ।মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে যা সর্বকালের সবচেয়ে বড় রেকর্ড বলে রয়টার্স সুত্রে জানা যায়।

ইতোঃপূর্বে বাজার কখনোই ১৭ হাজারের গন্ডি অতিক্রম করতে পারেনি। গতকাল Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৬৪.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,০২৪.১৭ পয়েন্টে।

মুলত জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরায় এবং মাসের তৃতীয় প্রান্তিকে জাতীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার ফলেই সুচকের এই বৃদ্ধি ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

  1. সাইফ পাওয়ার
  2. গ্রামীণফোন
  3. অগ্নি সিস্টমেস
  4. লাফার্জ সুরমাসিমেন্ট
  5. ব্রাক ব্যাংক
  6. স্কয়ার ফার্মা
  7. আরএন স্পিনিং
  8. ইউএলসি
  9. সামিট অ্যালায়েন্স পোর্ট
  10. বিইডিএল

শুরুতেই কমেছে অধিকাংশ শেয়ারের দর

low indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিনের প্রথম ঘণ্টায় সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ শেয়ারের দর।

বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টি কোম্পানির। আর দর কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক একই সময়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে