বিনিয়োগকারীদের বিওতে ব্যাটবিসির লভ্যাংশ

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো (ব্যাটবিসি) সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানি বিনিয়োগকারীর ব্যাংক একাউন্টে তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠিয়েছে। আর যাদের অনলাইন সুবিধা নেই; তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেক পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো (ব্যাটবিসি) শেয়ারধারীদের জন্য ১০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন এ লভ্যাংশ পেতে শেয়ার নিবন্ধনের তারিখ (রেকর্ড ডেট) ছিল ৩ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. ডেসকো
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. এমজেএলবিডি
  4. সাইফ পাওয়ারটেক
  5. ব্র্যাক  ব্যাংক
  6. তিতাস গ্যাস
  7. সামিট অ্যালায়েন্স পোর্ট
  8. বেক্সিমকো ফার্মা
  9. স্কয়ার ফার্মা
  10. মার্কেন্টাইল ব্যাংক।

কেয়া কসমেটিকসের এজিএম ১৪ জানুয়ারি

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের ১৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন আগামী ১৪ জানুয়ারি ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওইদিন সকাল ১০টায় গাজীপুরে কোনাবাড়িতে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের ফ্যাক্টরি প্রাঙ্গনে এজিএম অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

নতুন মেশিন কিনবে হামিদ ফেব্রিকস

hamid-fabrics-ltdস্টকমার্কেট ডেস্ক :

পুরাতন তাঁত মেশিনের স্থলে নতুন মেশিন সংযোজন করবে হামিদ ফেব্রিকস। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পাওয়া অর্থ থেকে নতুন মেশিন কেনা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ‍পুরাতন ১২০টি তাঁত বিক্রি করে এর স্থলে ১২০টি নতুন তাঁত মেশিন কেনা হবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নীতি নির্ধারক প্রতিষ্ঠানের সম্মতির পর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

হামিদ ফেব্রিকস চলতি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর