ডেল্টা স্পিনার্সের ইজিএম ১০ জানুয়ারি

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ইজিএম ওই দিন বেলা ১১টায় ঢাকার খিলগাঁওয়ে শহীদ বাকি রোডে অবস্থিত পালিমা সংসদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ভারত শেয়ারবাজারে সূচকের ব্যাপক পতন

sensexস্টকমার্কেট ডেস্ক :
গত সাড়ে ৫ বছরের মধ্যে মঙ্গলবার সবচেয়ে বড় পতনের মুখোমুখি হল সেনসেক্স। লাগামছাড়া বিক্রির জেরে শেয়ারবাজারের এক ধাক্কায় সূচক পড়েছে প্রায় ৩% বা ৮৫৫ পয়েন্ট। ২৭ হাজার ভেঙে নেমে গেল ২৬ হাজারের ঘরে। সুত্র-হিন্দুস্থান টাইমস

গতকাল বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়ায় ২৬,৯৮৭.৪৬ পয়েন্টে, যদিও এক সময়ে তা তলিয়ে গিয়েছিল আরও নীচে, ২৬,৯৩৭.০৬ অঙ্কে। সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের ২৯টির দরই পড়েছে এ দিন। সবচেয়ে বেশি পড়েছে ওএনজিসি (৬%)। শুধু হিন্দুস্তান ইউনিলিভারের দর ছিল ঊর্ধ্বমুখী। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টিও ৩% বা ২৫১.০৫ পয়েন্ট পড়ে ছুঁয়েছে ৮১২৭.৩৫ অঙ্ক।

মূলত বিশ্ব অর্থনীতি নিয়ে দুশ্চিন্তাতেই এ দিন লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল ৫০ ডলারের নীচে নেমে আসা ও গ্রিসে আর্থিক সঙ্কট ও রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা ঘিরে অনিশ্চয়তা এই সূচক পতনের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত সাড়ে পাঁচ বছরের বেশি সময়ে তেল এত নীচে নামেনি। মার্কিন বাজারে এ দিন তা ব্যারেল প্রতি ৫০ ডলারেরও নীচে নেমে যাওয়ায় সারা বিশ্বের আর্থিক উন্নয়ন নিয়ে আতঙ্ক বাড়ে শেয়ার বাজারের লগ্নিকারীদের মধ্যে।

অন্য দিকে, আর্থিক সঙ্কটে নাজেহাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র গ্রিসে সাধারণ নির্বাচন ২৫ জানুয়ারি। সেখানে বামপন্থী ‘সাইরিজা পার্টি’ ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত প্রাক্ নির্বাচনী সমীক্ষায়। তারা আর্থিক ত্রাণ প্রকল্পের বিরোধী। বরং এর জেরে ঋণ মেটাতে গিয়ে বসানো চড়া কর, বেতন-পেনশন ছাঁটাই, সরকারি খরচে কোপের বিরুদ্ধে গণ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে দলটি। সে ক্ষেত্রে গ্রিস ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে তাকে ঋণ দেওয়া অন্য রাষ্ট্রগুলিও বিপুল আর্থিক চাপে পড়বে। এই আশঙ্কাও কালো ছায়া ফেলে ভারত-সহ এশীয় বাজারে।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

আরএসআরএম পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) উদ্যোক্তা পরিচালক মাকসুদুর রহমান কোম্পানিটির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী তিনি ২০ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মাকসুদুর রহমানের হাতে থাকা বিএসআরএমের ১ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার শেয়ার রয়েছে। অর্থাৎ তিনি তার পোর্টফলিওতে থাকা ২০ লাখ শেয়ার বিক্রি করবেন।

ঘোষণা অনুযায়ী তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বেচা শেষ করবেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো বেচবেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. ডেসকো
  3. এমজেএলবিডি
  4. বেক্সিমকো ফার্মা
  5. সাইফ পাওয়ারটেক
  6. অগ্নি সিস্টেমস লিমিটেড
  7. হামিদ ফেব্রিক্স লিমিটেড
  8. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  9. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  10. স্কয়ার ফার্মা।

সূচক স্থিতিশীল হলেও ইতিবাচক লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আগের দিনের মতোই অবস্থান করলেও ইতিবাচক লেনদেন হয়েছে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে মাত্র ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইতে ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগের কার্যদিবসে ডিএসইতে ২০৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ডেসকো, এমজেএলবিডি, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, অগ্নি সিস্টেমস লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

আজ ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ২৪কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

বিওতে খান ব্রাদার্সের লভ্যাংশ

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়ে দিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বুধবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে। খান ব্রাদার্স ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

এই কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

লাফার্জ সুরমার দর বাড়ার কোনো কারণ নেই

lafarzস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানায় দুই স্টক এক্সচেঞ্জকে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ফু-ওয়াং সিরামিকসের নতুন প্রিন্টিং মেশিনের কার্যক্রম

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকস লিমিটেড নতুন ডিজিটাল প্রিন্টিং মেশিনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালনা পর্ষদের অনুমোদনের পর কোম্পানিটি ডিজিটাল প্রিন্টিং মেশিনের মাধ্যমে আজ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এই ডিজিটাল মেশিনের উৎপাদনের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকা বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

কেয়া কসমেটিকস পরিশোধিত মূলধন বাড়াবে

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড পরিশোধিত মূলধন বাড়াবে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন রয়েছে ১৭৯ কোটি ১০ লাখ টাকার সাথে আরো বাড়াবে ৩২১ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে কোম্পানির মোট মূলধন দাঁড়াবে ৫০১ কোটি ৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানি মূলধন বাড়াতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩২ কোটি ১৯ লাখ ৫১ হাজার শেয়ার ইস্যু করবে বাজারে।

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর উচ্চ আদালত কেয়া কসমেটিকসের তিন সহযোগী প্রতিষ্ঠান কেয়া নিট কম্পোজিট লিমিটেড, কেয়া কটন মিলস লিমিটেড ও কেয়া স্পিনিং মিলস লিমিটেড একীভূতকরনের প্রস্তাব অনুমোদন দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. হামিদ ফেব্রিকস
  3. এমজেএলবিডি
  4. অলটেক্স
  5. ওয়েষ্টার্ণ মেরিণ
  6. সাইফ পাওয়ারটেক
  7. সিভিও পেট্রো
  8. বেক্সিমকো ফার্মা
  9. কেপিসিএল
  10. ডেসকো।