আরএসআরএম পরিচালকের আবার শেয়ার বিক্রি

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) উদ্যোক্তা পরিচালক মাকসুদুর রহমান কোম্পানিটির আবার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী তিনি এবারো ২০ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৭ জানুয়ারি মাকসুদুর রহমানের হাতে থাকা বিএসআরএমের ১ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার শেয়ারেরর মধ্যে থেকে ২০ লাখ শেয়ার বিক্রি করার ঘােষণা দেন।

ঘোষণা অনুযায়ী তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বেচা শেষ করবেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো বেচবেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. আইডিএলসি ফিন্যান্স লিমিটেড
  2. বিইডিএল
  3. সাইফ পাওয়ারটেক
  4. ফুয়ান ফুডস
  5. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  6. ডেসকো
  7. বিবিএস
  8. অগ্নি সিস্টেমস
  9. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  10. গ্রামীণফোন।

আইডিএলসির দর বাড়ার কারণ নেই

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

সম্প্রতি শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে অলটেক্স কতৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ার ৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮২.৫০ টাকা । এদিন শেয়ারটি সর্বোচ্চ ৮২.৫০ টাকায় লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

আবারো লেনদেন ৪০০ কোটির উপরে

high indexনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় কমলেও তা ৪০০ কোটিকে ছাঁড়িয়েছে।

উল্লেখ্য, ডিএসইতে দীর্ঘ ২৮ কার্যদিবস পর গতকাল সোমবার লেনদেন ৪০০ কোটি ছাড়ায়। এদিন ডিএসইতে ৪১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আর আজ লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন ডিএসইএক্স বা প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, বিইডিএল, সাইফ পাওয়ারটেক, ফুয়ান ফুডস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, বিবিএস, অগ্নি সিস্টেমস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও গ্রামীণফোন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। সিএসই সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন সিএসইতে ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ডেল্টা-ব্র্যাকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

সম্প্রতি শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে অলটেক্স কতৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ার ৪.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা । এদিন শেয়ারটি সর্বোচ্চ ৮৪.৫০ টাকায় লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

জাহিন স্পিনিংয়ের ৪৭ গুন আবেদন জমা

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলেনর অনুমোদন পাওয়া জাহিন স্পিনিংয়ের  ৪৭ গুন আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির আইপিওতে মোট ৫৬৩ কোটি ২২ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এরমধ্যে বিদেশীদের আবেদন ছিল ৫০ লাখ টাকার।

গত ২৮ ডিসেম্বর হতে ৫ জানুয়ারি জাহিন স্পিনিং লিমিটেডের আবেদন গ্রহণ চলে।
তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১২ জানুয়ারি পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২.৫৯ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

এর আগে বিএসইসির ৫৩০ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল ফিডের শেয়ার বিনিয়োগকারীদের বিওতে

natinalস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা ন্যাশনাল ফিড মিলসের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

ন্যাশনাল ফিড গত ২৭ নভেম্বর আইপিও লটারির ড্র শেষ করেছে। এই কোম্পানির আইপিওতে ৪৫গুণ বেশি আবেদন জমা পড়ে। কোম্পানিটি ১৮ কোটি টাকার শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। এর বিপরীতে ৮১৩ কোটি ২৫ লাখ টাকার আবেদন জমা পড়ে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বিনিয়োগকারীদের বিওতে মিথুন নিটিংয়ের লভ্যাংশ

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিথুন নিটিং এণ্ড ডায়িং লিমিটেড সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফুয়ান ফুডস ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, এই কোম্পানি এই লভ্যাংশ আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বিওতে ফুয়ান ফুডসের বোনাস

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফুয়ান ফুডস লিমিটেড সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফুয়ান ফুডস ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১:১ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, এই কোম্পানি এই লভ্যাংশ আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. আইডিএলসি ফিন্যান্স
  2. বিইডিএল
  3. ফুয়ান ফুড
  4. ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড
  5. সাইফ পাওয়ারটেক
  6. ডেসকো
  7. অগ্নি সিস্টেমস
  8. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. বেক্স-ফার্মা
  10. কেপিপিএল।