এ্যাপোলো ইস্পাত এন থেকে এ ক্যাটাগরিতে

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল ১৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি এ্যাপোলো ইস্পাত বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

মডার্ন ডায়িংয়ের দর বাড়ার কারণ নেই

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি মডার্ন ডায়িং এণ্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

টানা ৬ দিন দর বাড়ার কারণ জানতে চাইলে মডার্ন ডায়িং কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার দিনশেষে মডার্ন ডায়িংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ টাকা বেড়ে সর্বশেষ ১০৩.২০ টাকায় লেনদেন হয়েছে।

সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারেরর দর ৯২.৫০ টাকা থেকে ১০৩.২০ টাকায় লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সাইফ পাওয়ারের দর বাড়ার কোনো তথ্য নেই

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

টানা দর বাড়ার কারণ জানতে চাইলে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার দিনশেষে সাইফ পাওয়ারটেক শেয়ার দর আগের দিনের চেয়ে ১.২০ টাকা কমে সর্বশেষ ৭৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। এদিনও শেয়ারটির দর সর্বোচ্চ ৭৬.৫০ টাকায় যায়।

গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারেরর দর ছিল ৬২.৫০ টাকায়। এর পর থেকেই প্রতিদিন সাইফ পাওয়ারটেকের শেয়ারের দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ন্যাশনাল টিউবসের বোনাস বিওতে

natস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেড সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ন্যাশনাল টিউবস ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, এই কোম্পানি এই লভ্যাংশ গতকাল ১৩ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩১৫ টাকা ৮৭ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ১৩ টাকা ৮৯ পয়সা।

কোম্পানির রেকর্ড ডেট ছিল আগামী ২০ নভেম্বর। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

চারটি মিউচুয়াল ফান্ডের অর্ধ-বার্ষিক প্রতিবেদন প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের প্রতিষ্ঠান এইমস এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত চার মিউচুয়াল ফান্ডের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- এইমস ফার্স্ট, গ্রামীণ ওয়ান, গ্রামীণ ওয়ান: স্কিম টু ও রিলায়েন্স ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৫ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা ও ১.৬৭ টাকা।

অর্ধবার্ষিকে গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় হয়েছে ০.৭৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা ও ১.৩০ টাকা।

অর্ধবার্ষিকে গ্রামীণ ওয়ান: স্কিম টুয়ের মুনাফা হয়েছে ৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় হয়েছে ০.৪৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা ও ০.৭৪ টাকা।

অর্ধবার্ষিকে রিলায়েন্স ওয়ানের মুনাফা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি ইউনিটে আয় হয়েছে ০.৩১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা ও ০.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  2. আইডিএলসি ফিন্যান্স
  3. অগ্নি সিস্টেমস লিমিটেড
  4. একটিভ ফাইন
  5. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  6. ডেসকো
  7. সাইফ পাওয়ারটেক
  8. গ্রামীণফোন
  9. সাপোর্ট
  10. স্কয়ার ফার্মা।

দুই শেয়ারবাজারেই কমেছে সূচক ও লেনদেন

indexনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সূচক কমার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৪০৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন ডিএসইএক্স বা প্রধান সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, একটিভ ফাইন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ডেসকো, সাইফ পাওয়ারটেক, গ্রামীণফোন, সাপোর্ট ও স্কয়ার ফার্মা।

অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এদিন সিএসইতে ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের এখানে ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

জেমিনি সী ফুডের দর বাড়ার কারণ নেই

zeminiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

গত ৮ কার্যদিবস ধরে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে জেমিনি সী ফুড কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বুধবার বেলা দুপুর ১টা পর্যন্ত জেমিনি সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৭৫ শতাংশ বা ২২.৮ টাকা বেড়ে সর্বশেষ ২৮৩.৫ টাকায় লেনদেন হয়েছে।

গত ৮ কার্যদিবসে জেমিনি সী ফুডের শেয়ার দর বেড়েছে ৫০.৭ টাকা বা ২৪.১৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সি এন্ড এ টেক্সটাইলের শেয়ার বিওতে

cnaস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা সি এণ্ড এ টেক্সটাইলের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এরআগে ১০ ডিসেম্বর কোম্পানিটির লটারির ড্র রাজধানীর রমনায় অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৮ কোটি ৯০ লাখ ৬৭ হাজার টাকা বা ১৯.৩০ গুণ আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৫ কোটি ৭১ লাখ ০৭ হাজার টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা পড়ে।

এর আগে কোম্পানিটির আইপিওতে ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ২২ নভেম্বর পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট।

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৩৮ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ফুয়াং ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

সম্প্রতি শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ফুয়াং ফুডস কতৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বুধবার বেলা ১২ টায় কোম্পানিটির শেয়ার ২৬.৬০ টাকায় লেনদেন হচ্ছে। এসময় শেয়ারটি সর্বোচ্চ ২৭.৪০ টাকায় লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর