1. বিবিএস
  2. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  3. একটিভ ফাইন
  4. আইডিএলসি ফিন্যান্স
  5. সাইফ পাওয়ারটেক
  6. ডেসকো
  7. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  8. অগ্নি সিস্টেমস
  9. ওরিওন ফিউশন
  10. এমারল্ড ওয়েল

বাংলাদেশ সাবমেরিনের মুনাফা ও ইপিএস কম

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির (বিএসসিসিএল) মুনাফা ও শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। কোম্পানির অর্ধবার্ষিকী প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

গত জুলাই-১৪ থেকে ডিসেম্বের-১৪ পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।

ডিএসই সূত্রে আরো জানা যায়, গত ৩ মাসে (অক্টোবর, ১৪-ডিসেম্বর,১৪) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ১১ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১০ কোটি ৪০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সংশোধন হচ্ছে শেয়ারবাজার

low indexনিজস্ব প্রতিবেদক :

টানা দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে আজ বুধবার শেয়ারবাজার সংশোধন হচ্ছে। এদিন সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এদিকে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৮ পয়েন্টে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টি কোম্পানির। আর দর কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এসময় পর্যন্ত ৮৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ফ্লোর স্পেস কিনবে ফার-ইষ্ট লাইফ

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকার বাইরে নোয়াখালী ও লক্ষীপুরে ভবনের দুটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নোয়াখালী মাইজদীতে নদী বাংলা সমবায় টাওয়ারে অবস্থিত ৫,৬০০ স্কয়ার ফুটের একটি ভবনের দাম পড়বে ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা।

আর লক্ষীপুর সদরে নদী বাংলা রশিদ চৌধুরি কমপ্লেক্সের ৭ হাজার ৫০০ স্কয়ার ফুটের ফ্লোরটির দাম পড়বে মোট ২ কোটি ৬২ লাখ টাকা।

এই ভবন দুটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

নর্দান জুট ও অলটেক্সের দর-বৃদ্ধি তদন্ত করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ ও লেনদেন-সংক্রান্ত তথ্য অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এ দুটি কমিটি গঠন করা হয়। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, নর্দান জুটের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের উপপরিচালক ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক ইকবাল হোসেনের সমন্বয়ে গঠিত কমিটিকে।

আর অলটেক্স ইন্ডাস্ট্রিজের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিচালক মোল্লা মিরাজ উজ সুন্নাহ ও সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমানের সমন্বয়ে গঠিত কমিটিকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত তিন কার্যদিবসে নর্দান জুটের প্রতিটি শেয়ারের দাম ১০৮ টাকা বেড়ে গতকাল দাঁড়িয়েছে ৩৪০ টাকা। আর অলটেক্সের প্রতিটি শেয়ারের দাম পাঁচ কার্যদিবসে প্রায় ১০ টাকা বেড়ে গতকাল দিন শেষে দাঁড়িয়েছে প্রায় ৩৬ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

দুই ব্রোকারেজ হাউসকে ১৪ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো হিলসিটি সিকিউরিটিজ ও মিনহার সিকিউরিটিজ।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এ জরিমানা করা হয়। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণের (ডিমিউচুয়ালাইজেশন) সম্পন্ন হওয়ার পর ব্রোকারেজ হাউসগুলোকে লেনদেনের সনদধারী বা ট্রেডিং রাইটস এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (টিআরইসি) বা সংক্ষেপে ট্রেকধারী হিসেবে অভিহিত করা হয়।

বিএসইসি জানিয়েছে, হিলসিটি সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানটির পরিচালককে ঋণ সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া একাধিক পরিচালকের ঋণ হিসাব ঋণাত্মক থাকা সত্ত্বেও ওই সব হিসাব থেকে পরিচালকদের অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে ঋণ বিধিমালা ভঙ্গ করেছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি গ্রাহকের স্বাক্ষরবিহীন ক্রয় ও বিক্রয়াদেশ সংরক্ষণের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে এককভাবে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

অন্য প্রতিষ্ঠান মিনহার সিকিউরিটিজের গ্রাহক হিসেবে ৬ কোটি ৬৪ লাখ টাকা ঘাটতি থাকায় সেটিকেও সাত লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক নিরীক্ষা পরিচালনার আগ্রহী নিরীক্ষকদের আবেদন জমা নেওয়ার সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আবেদন করা নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে পরবর্তী
সময়ে নিরীক্ষক প্যানেল গঠন করা হবে।

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্যানেলভুক্ত নিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক নিরীক্ষা করাতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর